Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খই এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  খই এর বাংলা অর্থ হলো -

(p. 221) khi বি. ধান ভেজে প্রস্তুত মুড়িজাতীয় খাদ্যবিশেষ, লাজ।
[সং. খদিকা]।
চালা
বি. ভাজা খই থেকে তুষ ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস বার করে দেবার চালনি।
চুর বি. চিনির রসে পাক দেওয়া মিষ্টান্নবিশেষ।
ঢেকুর
বি. চোঁয়া ঢেকুর।
য়া,য়ে
বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)।
(মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


খেদোক্তি
(p. 232) khēdōkti বি. 1 দুঃখপ্রকাশ; 2 কান্নাকাটি। [সং. খেদ + উক্তি]। 30)
খান-দান
খুন্তি
(p. 231) khunti বি. রান্নার কাজে ব্যবহার্য খন্তার মতো ছোট হাতা। [সং. খনিত্র]। 17)
খিদে
(p. 229) khidē বি. (কথ্য) ক্ষুধা, আহারের ইচ্ছা। [সং. ক্ষুধা]। চোখের খিদে প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়। চোরা খিদে যে খিদে অনুভব করা যায় না। দুষ্টু খিদে পেট ভরা থাকা সত্ত্বেও খাদ্যবস্তুর প্রতি লোভ। খিদের মাথায় খিদের সময়, খিদের উদ্রেক হলে। খিদে মরা ক্রি. বি. খিদের সময় খাবার না পেয়ে খাওয়ার ইচ্ছা নষ্ট হওয়া (খিদে মরে গেলে আর পোলাও মাংস কিছুই খেতে পারব না)। 26)
খতিব
(p. 221) khatiba বি. খতবাপাঠক, যে খতবা পাঠ বা ঘোষণা করে। [আ. খতীব]। 63)
খগোল
খামকা, খামোকা, খামোখা
(p. 226) khāmakā, khāmōkā, khāmōkhā ক্রি-বিণ. 1 অকারণে, অনর্থক (খামোকা ছেলেটাকে বকছ কেন?); 2 হঠাত্। [ফা. খো আমখো + বাং. আ]। 66)
খুঁড়া, খোঁড়া
খাঁই
(p. 224) khām̐i বি. 1 আকাঙ্ক্ষা, লালসা, লোভ (টাকার খাঁই); 2 পাওয়ার ইচ্ছা, দাবি (তুমি ওর খাঁই মেটাতে পারবে?)। [ সং. আকাঙ্ক্ষা়]। 51)
খুদা2 খোদা2
(p. 231) khudā2 khōdā2 বিণ. ক্রি. উত্কীর্ণ বা অঙ্কিত করা। বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ক্ষুদ]। ̃. ই বি. উত্কিরণ; ক্ষোদন, ধাতু প্রস্তর ইত্যাদি কঠিন বস্তুর উপর অস্ত্র দিয়ে লেখা বা আঁকা, engraving ̃. নো ক্রি. খোদাই করানো (পাথরের নাম খোদানো)। বি উক্ত অর্থে। [ক্ষোদন, ক্ষোদিত দ্র]। 12)
খাতুন, খানুম
খিচুড়ি
খোশ
খানে-জাদ
(p. 226) khānē-jāda বি. 1 ভৃত্য; 2 দাসীপুত্র। [ফা. খান-এ-জাদ]। 53)
খট্টাশ
(p. 221) khaṭṭāśa দ্র খটাশ। 36)
খেয়া
(p. 232) khēẏā বি. 1 নদী পারাপারের নৌকা (শেষ খেয়া চলে গেছে); 2 নৌকা বা অন্য জলযানের দ্বারা নদী বা খাল পারাপার (খেয়ার ঘাটে নৌকা বাঁধা আছে)। [সং. ক্ষেপ]। খেয়া দেওয়া ক্রি. বি. নৌকায় পারাপার করানো। ̃ ঘাট বি. নদীর যে জায়গা থেকে নৌকায় চড়ে নদী পারপার করা হয়। ̃ নৌকা, ̃ তরী বি. নদী পারাপারের নৌকা। ̃ মাঝি বি. যে মাঝি নৌকায় করে নদী পারাপার করায়। খেয়ার কড়ি বি. নদী পারাপারের পয়সা, খেয়ার ভাড়া, পারানি। 36)
খাট্টা
(p. 226) khāṭṭā বি. টক স্বাদ, অম্ল স্বাদ। বিণ. 1 টক, টকো, অম্ল স্বাদযুক্ত; 2 (কথ্য) বিগড়ে গেছে এমন, বিরক্ত (মেজাজ খাট্টা হওয়া)। [হি. খট্টা]। 19)
খণ্ড
(p. 221) khaṇḍa বি. 1 অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড); 2 গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই); 3 অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড); 4 টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)। [সং. √খণ্ড্ + অ]। ̃ ক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে। ̃ কথা বি. ক্ষুদ্র কাহিনী। ̃ কাব্য বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন। ̃ ন বি. 1 খণ্ডে খণ্ডে ভাগ করা; 2 ছেদন, কর্তন, কাটা; 3 যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো; 4 (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)। [সং. √খণ্ড্ + অন]। ̃ নীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে বা করা যায় বা উচিত এমন। ̃ প্রলয় বি. 1 আংশিক প্রলয়; 2 স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান; 3 তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)। ̃ বিখণ্ড বিণ. ছিন্নভিন্ন; টুকরো টুকরো। ̃ শ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)। খণ্ডানো ক্রি. বি. 1 যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; 2 পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); 3 লঙ্ঘন করা ('বিধির বিধি কে পারে খণ্ডাতে?)। খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)। খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের চিহ্নাদি দেখে ক্রুদ্ধাঈর্ষান্বিতা নায়িকা। খণ্ডী-করণ বি. খণ্ড করা। 54)
খরা
(p. 224) kharā বি. 1 রৌদ্র; 2 গ্রীষ্ম; 3 অনেক দিন ধরে একটানা অনাবৃষ্টি। ক্রি. কড়া করে ভাজা। বিণ. কড়া ভাজা হয়েছে এমন। [সং. খর + বাং. আ]। 18)
খ্রিস্ট
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071138
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767656
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365060
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720667
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697410
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594208
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544139
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542057

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন