Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কর্ম]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকর্ম (-র্মন্)
(p. 2) akarma (-rman) বি. 1 অকাজ, কুকাজ অপকর্ম; 2 কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। [সং. ন+কর্মন্]। ̃ ক বিণ. (ব্যাক.) কর্মপদহীন অর্থাত্ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive, ̃ ণ্য বিণ. যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম। ̃ ণ্যাতা বিণ. অক্ষমতা, অযোগ্যতা। অকর্মা (-র্মন্) বিণ. 1 কর্মহীন; 2 অলস; 3 অকর্মণ্য। বি. অকর্মণ্য ব্যক্তি। অকর্মার ধাড়ি অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি। 20)
অকর্মা
(p. 2) akarmā দ্র অকর্ম। 21)
অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অকৃত্য
(p. 4) akṛtya বিণ. অকর্তব্য, যা কৃত্য বা করনীয় নয়। বি. অকাজ; কুকাজ। [সং. ন+কৃত্য]। ̃ কারী (-রিন্) বিণ. কূকর্মকারী, যে অকাজ বা কূকাজ করে। 3)
অকেজো
(p. 4) akējō বিণ. 1 অকর্মণ্য, নিষ্কর্মা; 2 অব্যবহার্য। [ম. বাং. আকাজুয়া আ. বাং. অকাজুয়া (অকাজ+উয়া ও)]। 7)
অক্রিয়
(p. 4) akriẏa বিণ. 1 কর্মহীন, নিষ্ক্রিয় (অক্রিয় চিত্তবৃত্তি); 2 নিরুদ্যম; 3 ধর্মকর্মরহিত। বি. ক্রিয়া বা কর্মের অতীত যিনি অর্থাত্ পরামাত্মা। [সং. ন+ক্রিয়া]। 17)
অক্রিয়া
(p. 4) akriẏā বি. 1 নিষ্ক্রিয়তা; 2 অবৈধ বা শাস্ত্রবিরোধী কাজ। [সং. ন+ক্রিয়া]। ̃ ন্বিত, ̃ রত, ̃ সক্ত বিণ. কুকর্মরত, খারাপ কাজে নিযুক্ত। 18)
অক্লান্ত
(p. 4) aklānta বিণ. 1 ক্লান্তিহীন (অক্লান্ত চেষ্টা); 2 ক্রমাগত। [সং. ন+ক্লান্ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ্. পরিশ্রমে অকাতর (তার মতো অক্লান্তকর্মা পুরুষ বিরল)। 22)
অক্লিষ্ট
(p. 4) akliṣṭa বিণ. 1 ক্লেশহীন, যে ক্লিষ্ট হয় না বা কষ্ট পায় না; 2 অক্লান্ত, ক্লান্তিহীন, শ্রান্তিহীন; 3 অদম্য; 4 নিবৃত্তিহীন (অক্লিষ্ট যত্ন); 5 অম্লান (অক্লিষ্ট কান্তি)। [সং. ন+ক্লিষ্ট]। ̃ কর্মা (-র্মন্) বিণ. কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা অনায়াসে কাজ করে এমন। 23)
অক্ষয়
(p. 4) akṣaẏa বিণ. ক্ষয়হীন, অবিনশ্বর। [সং. ন+ক্ষয়]। ̃ কীর্তি বি. অবিনশ্বর যশ। বিণ. অবিনশ্বর যশসম্পন্ন। ̃ তূণ বি. যে তূণের বাণ কখনো ফুরায় না। ̃ তৃতীয়া বি. চান্দ্র বৈশাখের শুক্লতৃতীয়া (এই তিথিতে কর্মফলের ক্ষয় নেই)। ̃ বট বি. প্রয়াগ প্রভৃতি তীর্থক্ষেত্রের অতি প্রাচীন বটবৃক্ষ (প্রবাদ আছে যে এই বৃক্ষমূলে জল সেচন করলে অক্ষয় পুণ্য লাভ হয়)। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গ। ̃ স্বর্গ, ̃ স্বর্গ-লোক বি. নিত্য স্বর্গবাস ও তার অধিকার। 31)
অখদ্যে
(p. 4) akhadyē বিণ. অখদ্যে; ওঁচা, বাজে; কোনো কাজের নয় এমন; অকর্মণ্য। [ সং. অখাদ্য]। অখদ্যে-অবদ্যে বিণ. ওঁচা (এমন অখদ্যে-অবদ্যে জিনিস আমি কিনি না); অপদার্থ, অকর্মণ্য। 44)
অগা, অগা-কান্ত, অগা-মারা, অগা-রাম
(p. 6) agā, agā-kānta, agā-mārā, agā-rāma বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা। বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি। [ সং. অঞ্জ]। 24)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অটুট
(p. 8) aṭuṭa বিণ. 1 যা টুটে না বা ছেঁড়ে না, মজবুত; 2 অক্ষুণ্ণ (অটুট বিশ্বাস, অটুট স্বাস্হ্য, অটুট কর্মক্ষমতা); 3 আস্ত; 4 নিঁখুত। [সং. ন+বাং. টুট (সং.ক্রট)]। 147)
অথর্ব
(p. 14) atharba (-র্বন্) বি. চতুর্থ বেদ। [সং. অথ+ঝ+বন্]। (বাং.) বিণ. নড়াচড়ার বা ওঠার শক্তি নেই যার; জরাগ্রস্ত; অকর্মণ্য। 67)
অদমনীয়, অদম্য
(p. 14) adamanīẏa, adamya বিণ. 1 দমন করা বা বশে আনা যায় না এমন, বাগ মানানো যায় না এমন; 2 কিছুতেই কমে না এমন (অদম্য কৌতুহল, অদম্য উত্সাহ, অদম্য কর্মশক্তি)। [সং. ন+দমনীয়, দম্য]। বি. ̃ তা। 75)
অদীক্ষিত
(p. 17) adīkṣita বিণ. যার দীক্ষা নেওয়া হয়নি এমন; বিশেষ অনুষ্ঠান ও সংকল্প করে কোনো কর্মে প্রবৃত্ত হয়নি এমন। [সং. ন+দীক্ষিত]। 10)
অদৃষ্ট
(p. 17) adṛṣṭa বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ̃ .চর, ̃ .পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ̃ .পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ̃ .পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা। ̃ .বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ̃ .বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ̃ .লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা। 16)
অদ্ভুত
(p. 17) adbhuta বিণ. বিস্ময়কর; অসাধারণ; সচরাচর ঘটে না এমন; আকস্মিক। বি. কাব্যরসবিশেষ। [সং. অত্+ √ ভূ + উত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. অসাধারণ কাজ করার ক্ষমতা আছে যার; অলৌকিক ক্ষমতাসম্পন্ন। ̃ .দর্শন বিণ. যার আকৃতি অদ্ভুত, যার চেহারা অস্বাভাবিক (এমন অদ্ভুতদর্শন লোক আমি আগে দেখিনি)। ̃ রস বি. কাব্যরসবিশেষ। 25)
অধি-বাস2
(p. 17) adhi-bāsa2 বি. মাঙ্গল্য দ্রব্যাদির দ্বারা অর্থাত্ গম্ধমাল্য, ধূপ, ধান ইত্যাদির দ্বারা সংস্কার; বিবাহাদি শুভ কর্মের পূর্ববতী মাঙ্গলিক অনুষ্ঠান। [সং. অধি+√ বাসি (=বস্+ণিচ্)+অ]। ̃ ন বি. অধিবাসের কাজ। 75)
অধি.কর্ম
(p. 17) adhi.karma (-র্মন্) বি. কর্তৃত্ব, প্রভুত্ব। [সং. অধি+কর্ম]। 51)
অধ্যক্ষ
(p. 20) adhyakṣa বি. 1 কর্মকর্তা; পরিচালক; তত্ত্বাবধায়ক; 2 ভারপ্রাপ্ত কর্মচারী (মঠাধ্যক্ষ); 3 কলেজের প্রিন্সিপ্যাল, principal; 4 কর্মপরিচালক, manager (স.প.); 5 বিধানসভা ব্যবস্হাপক সভা ইত্যাদির সভাপতি, পরিচালক, speaker (স. প.)। [সং. অধি+অক্ষ]। বি. ̃ তা, ̃ ত্ব। 23)
অনন্য
(p. 22) ananya বিণ. 1 অভিন্ন; অদ্বিতীয়, একক; 2 নিঃসঙ্গ। [সং. ন+অন্য]। বিণ. (স্ত্রী.) অনন্যা। ̃ কর্মা (-র্মন্) বিণ. অন্য কর্ম নেই যার; অন্য কাজ মনোযোগ দেয় না এমন; একাগ্র। ̃ গতি বিণ. অন্য গতি বা উপায় নেই এমন, গত্যন্তরহীন। ̃ চিত্ত বিণ. অন্য দিকে মন নেই যার, একাগ্র। ̃ দৃষ্টি বিণ. অন্য দিকে নজর বা দৃষ্টি নেই এমন; স্হিরদৃষ্টি। ̃ বৃত্তি বিণ. অন্য কর্ম বা প্রচেষ্টা নেই এমন। ̃ ব্রত বিণ. অন্য ব্রত বা কর্ম নেই যার। ̃ মনা বিণ. একাগ্রচিত্ত। ̃ শরণ বিণ. অন্য আশ্রয় বা রক্ষক নেই যার। ̃ সহায় বিণ. অন্য সহায় বা অবলম্বন বা আশ্রয় নেই যার। ̃ সাধারণ বিণ. যা সাধারণ নয়; অন্যকিছুর সঙ্গে যার তুলনা চলে না; অসাধারণ (অনন্যসাধারণ প্রতিভা)। 17)
অনপেত
(p. 22) anapēta বিণ. 1 বিচ্যুত হয়নি এমন; 2 যুক্ত; 3 সমন্বিত (ন্যায়ানপেত কর্ম)। [সং. ন+অপ+√ ই+ত]। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084860
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772623
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370324
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722864
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700188
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596020
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550504
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন