Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাত্রিক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান2
(p. 698) -māna2 বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ̃ .চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ̃ .দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ̃ .মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. 7)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অন্তরাত্মা
(p. 32) antarātmā (-ত্মন্) বি. 1 (শরীরমধ্যস্হ) জীবাত্মা; 2 মন, অন্তঃকরণ, হৃদয় (কথাটা শোনামাত্রই তার অন্তরাত্মা কেঁপে উঠল)। [সং. অন্তর্ + আত্মন্]। 35)
অবশ্য2
(p. 46) abaśya2 অব্য. ক্রি-বিণ. বিণ-বিণ. 1 নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য; 2 তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)। [সং. অবশ্যম্]. অবশ্য অবশ্য ক্রি-বিণ. নিশ্চয়ই, বলা বাহুল্য। ̃ করণীয়, ̃ কর্তব্য, ̃ কার্য বিণ. করতেই হবে এমন। ̃ ম্ভাবী (-বিন্) বিণ. নিশ্চয় ঘটবে এমন (মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা)। অবশ্যম্ভাবিতা বি. নিশ্চয়তা। 25)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
আকার2
(p. 81) ākāra2 বি. 1 আকৃতি, চেহারা; 2 গঠন; 3 প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা); 4 মূর্তি (আদর্শকে আকার দেওয়া)। [সং. আ + √ কৃ + অ]। ̃ .ইঙ্গিত, ̃ .প্রকার বি. ভাবভঙ্গি। ̃ .মাত্রিক বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)। 17)
আড়া-ঠেকা
(p. 85) āḍ়ā-ṭhēkā বি. সংগীতের ষোলো মাত্রার তালবিশেষ। [বাং. আড়াই + ঠেকা]। 96)
আপেক্ষিক
(p. 97) āpēkṣika বিণ. 1 তুলনামূলক, অপেক্ষাকৃত; 2 পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. ̃ তা। আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিক-তত্ত্ব, আপেক্ষিকতা-বাদ গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা: এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে। 14)
আলুর দোষ, আলু-দোষ
(p. 106) ālura dōṣa, ālu-dōṣa বি. (আশি.) মেয়েদের প্রতি পুরুষের মাত্রাতিরিক্ত ও অশোভন আসক্তি। 49)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
উষ্ণ
(p. 139) uṣṇa বি. 1 তাপ; 2 রৌদ্র; 3 গ্রীষ্মকাল, (উষ্ণপ্রধান অঞ্চল, উষ্ণাগম)। বিণ. 1 তপ্ত, গরম; 2 প্রখর; 3 ক্রুদ্ধ। [সং. √ উষ্ + ণ]। ̃ তা, ̃ ত্ব বি. তাপ; তাপমাত্রা, temperature (বি. প.)। ̃ প্রস্রবণ বি. গরম জলের ঝরনা। ̃ বীর্য বিণ. তেজস্কর; উত্তেজক। বি. সূর্য। ̃ মণ্ডল বি. গ্রীষ্মপ্রধান অঞ্চল। উষ্ণাগম বি. 1 গ্রীষ্মের আবির্ভাব; 2 গ্রীষ্মকাল। 13)
উষ্ম, উষ্মা
(p. 139) uṣma, uṣmā (ষ্মন্) বি. 1 তাপ; 2 গ্রীষ্মকাল; 3 প্রখরতা; 4 ক্রোধ; উত্তেজনা; 5 তাপমাত্রা, temperature (বি. প.)। [সং. √ ঊষ্ + ম, মন্]। ̃ বর্ণ বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ spriants. উষ্মা প্রকাশ করা ক্রি. বি. রাগ করা। 16)
এক
(p. 142) ēka বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ̃ ক বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ̃ কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উত্কট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ̃ কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ̃ কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ̃ খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ̃ গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ̃ গাছা, ̃ গাছি বি. একটি. একখানা। ̃ গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ̃ গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ̃ গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ̃ ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ̃ ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ̃ চক্ষু, (বর্জি.) ̃ চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ̃ চত্বারিংশত্ (কথ্য) ̃ চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ̃ চর বি. গণ্ডার। বিণ. একাকী বিচরণ করে এমন। ̃ চালা বি. একটি চালাযুক্ত ঘর। বিণ. একটি চালাযুক্ত। ̃ চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ̃ চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ̃ চেটিয়া, ̃ চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ̃ চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ̃ চোখোমি বি. পক্ষপাতিত্ব। ̃ চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ̃ চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ̃ ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্হ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ̃ জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ̃ জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ̃ টা, ̃ টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটাকিছু গোলমাল আছে এখানে)। বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ̃ টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ̃ টু, ̃ টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ̃ তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ̃ তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ̃ তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ̃ তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ̃ তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ̃ তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ̃ তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ̃ তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল, ̃ তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ তিল-তিল দ্র। ̃ ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ̃ ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত। ̃ ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ̃ ত্রিংশ বিণ. 31 সংখ্যক। &tilde ; ত্রিংশত্ (কথ্য) ̃ ত্রিশ বি. 31 সংখ্যা। ̃ ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ̃ দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ̃ দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ̃ দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ̃ দৃষ্টি বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি। বি. একনজর। ̃ দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ̃ দেশ বি. এক অংশ। ̃ দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ̃ ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ̃ নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ̃ নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ̃ নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ̃ নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ̃ নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ̃ নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্হা, autocracy. ̃ নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ̃ নিষ্ঠতা। ̃ নিষ্ঠা। ̃ পঞ্চাশত্ বি. 51 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ̃ পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ̃ পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ̃ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ̃ পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ̃ পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ̃ পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ̃ প্রস্হ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)। ̃ বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ̃ বর্গা, ̃ বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ̃ বর্ণ বিণ. একরঙা। বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ̃ বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ̃ বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ̃ বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ̃ বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ̃ বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ̃ ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ̃ মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ̃ মনা (বর্জি.) ̃ মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ̃ মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ̃ মাত্র বিণ. কেবল একটি। ̃ মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ̃ মুঠ, ̃ মুঠো, ̃ মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ̃ মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ̃ মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ̃ যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ̃ রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ̃ রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ̃ রতি, ̃ রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ̃ রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ̃ রূপ বিণ. একরকম এর অনুরূপ। ̃ রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ̃ লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)। ̃ লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ̃ শত, ̃ শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ̃ শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ̃ শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ̃ শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ̃ শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ̃ সহস্র, ̃ হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ̃ হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ̃ হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা। 17)
ওরাং-ওটাং
(p. 153) ōrā-ṃōṭā বি. মনুষ্যাকৃতি দীর্ঘবাহু বৃক্ষবাসী বানরজাতীয় প্রাণী, যাদের প্রধানত সুমাত্রা ও বোর্নিয়ো-র বনাঞ্চলে দেখা যায়। [ইং. orange-outang. মালয়ি ভাষায় মূল অর্থ বনের মানুষ বা বনমানুষ]। 48)
কাহারবা, কার্ফা
(p. 188) kāhārabā, kārphā বি. সংগীতের 8 মাত্রার তালবিশেষ। [হি. কাহার্বা]। 49)
কিঞ্চিত্
(p. 188) kiñcit অব্য. বিণ. অল্প, সামান্য, একটু। [সং. কিম্ + চিত্]। কিঞ্চিদধিক বিণ. সামান্য বা একটু বেশি। কিঞ্চিদুষ্ণ বিণ. সামান্য বা একটু গরম। কিঞ্চিদূন বিণ. সামান্য বা ঈষত্ কম। কিঞ্চিমাত্র বিণ. বি. সামান্যপরিমাণ. একটুও, কিছুমাত্র (কিঞ্চিন্মামাত্র খাদ্যও গ্রহণ করেনি)। ক্রি-বিণ. সামান্য পরিমাণেও, একটুও (তাকে কিঞ্চিন্মাত্রও বিশ্বাস করি না)। 67)
খোঁয়াড়ি, খোঁয়ারি
(p. 234) khōm̐ẏāḍ়i, khōm̐ẏāri বি. মদের নেশা কেটে যাবার পর অবসাদ। [তু. আ. খুমার]। খোঁয়ারি ভাঙা ক্রি. বি. মদের নেশার পর যে অবসাদ আসে তা দূর করার জন্য পুনরায় অল্পমাত্রায় মদ খাওয়া। 4)
গণ্ডে-পিণ্ডে
(p. 240) gaṇḍē-piṇḍē ক্রি-বিণ. কুঁচকি-কণ্ঠা ভরে, কুঁচকি থেকে গাল পর্যন্ত অর্থাত্ মাত্রাতিরিক্ত পেট বোঝাই করে (নেমন্তন্ন বাড়িতে গেলেই সে গণ্ডেপিণ্ডে গিলবে)। [সং.গণ্ড + বাং. এ + বাং. পিণ়্ডে (কুঁচকিতে)]। 14)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গিয়া, গিয়ে, গে
(p. 246) giẏā, giẏē, gē অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]। 114)
গুরু
(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ। 30)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
চৌ
(p. 299) cau বিণ. চার। [সং.চতুর্]। ̃ কাঠ, ̃ কাট বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম। [তু. হি. চৌখট্]। ̃ কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ। ̃ কোনা - চৌকো -র অনুরূপ। ̃ খণ্ড, ̃ খণ্ডি বি. 1 চারচালা ঘর; 2 চৌকি। ̃ খণ্ডিয়া বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)। ̃ খুপি বি. চৌকো খোপ, চেক। বিণ. চার খোপওয়ালা। ̃ গুণ ̃ গুনো বিণ. চারগুণ, চতুর্গুণ। ̃ গোঁপ্পা বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়। বিণ. এইরকম দাড়িওয়ালা। ̃ ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক। ̃ ঘুড়ি বি. চার ঘোড়ায় টানা গাড়ি। ̃ চাকা, ̃ চাক্কা বিণ. চার চাকাবিশিষ্ট। ̃ চাপটে, ̃ চাপড়ে ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)। ̃ চালা বি. চারটি চালবিশিষ্ট ঘর। ̃ চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)। ̃ ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের। ̃ তলা, ̃ তালা বিণ. চার তলাবিশিষ্ট। বি. চতুর্থ তল। ̃ তারা বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ ত্রিশ বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুস্ত্রিংশত্]। ̃ দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)। ̃ দিশে, ̃ দিশা - চৌদিক -এর অনুরূপ। ̃ দুলি বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ। ̃ দোলা বি. শিবিকা, চতুর্দোলা। ̃ পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা। বিণ. চার চরণবিশিষ্ট। ̃ পর বি. চার প্রহরকাল। ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)। ̃ পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা। ̃ পায়া বি. চৌকি। ̃ মাথা, ̃ মোহনা, ̃ রাস্তা বি. চারপথের মিলনস্হল। ̃ রাশি বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি। ̃ রি বিণ. চারখানি চালযুক্ত। বি. চারটি চালযুক্ত ঘর। ̃ ষাট্টি বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক। চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা। 5)
ছন্দ2, ছন্দঃ
(p. 301) chanda2, chandḥ (-ন্দস্) বি. 1 পদ্যবন্ধ, নিয়মিত অংশে বিভক্ত পদ্যের রচনারীতি; 2 রচনার মাত্রা বা তাল, ছাঁদ। [সং. √ ছন্দি + অস্ (অসুন)]। ̃ পতন, ̃ পাত বি. পদ্যরচনায় তালভঙ্গ, পদ্যরচনায় অক্ষর বা মাত্রার আধিক্য বা ন্যূনতার জন্য নিয়মভঙ্গ। ছন্দোভঙ্গ - ছন্দঃপতন -এর অনুরূপ। 36)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074397
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768760
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366188
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698130
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545297
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন