Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুরু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গুরু এর বাংলা অর্থ হলো -

(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)।
বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত।
[সং. √গৃ + উ]।
কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র।
গম্ভীর
বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)।
গিরি
বি. গুরুর বৃত্তি বা পেশা।
গৃহ বি. গুরুর বাড়ি।
চণ্ডালী
বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)।
জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
ঠাকুর
বি. পারিবারিকবংশানুক্রমিক ধর্মোপদেষ্টা।
তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)।
তা,ত্ব
বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)।
দক্ষিণা
বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়।
দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা।
পাক বিণ. সহজে হজম হয় না এমন।
বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা।
বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ।
বার বি. বৃহস্পতিবার।
ভাই বি. একই গুরুর শিষ্য।
মহাশয়,মশাই
বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে।
মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী।
গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়।
গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)।
মুখী,
গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ।
য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)।
লঘু-জ্ঞান
বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)।
লাঘব
বি. আপেক্ষিক গুরুত্বলঘুত্ব।
সেবা
বি. গুরুর পরিচর্যা।
স্হানীয়
বিণ. গুরুতুল্য।
যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ।
30)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গোঠ2
(p. 256) gōṭha2 বি. গোচারণভূমি (গোরুগুলিকে গোঠে নিয়ে গেছে)। [সং. গোষ্ঠ]। 70)
গারুড়
গুটি-গুটি, গুড়ি-গুড়ি
(p. 250) guṭi-guṭi, guḍ়i-guḍ়i ক্রি-বিণ. (গুটিপোকার মতো) আস্তে আস্তে পা ফেলে, ধীরগমনে ('আসে গুটি গুটি বৈয়াকরণ': রবীন্দ্র)। [গুটি2 দ্র]। 56)
গালন
(p. 246) gālana বি. 1 গালিয়ে ফেলা; গলানো; 2 ছাঁকা; 3 চুয়ানো। [সং. √গল্ + ণিচ্ + অন]। 96)
গাছা2, গাছি
(p. 246) gāchā2, gāchi সচ. দীর্ঘ ও সরু বস্তুর সংখ্যাসূচক বা নির্দেশক, enclitic; গোটা, খণ্ড, -টা, -টি (লাঠিগাছা, একগাছি মালা, পাঁচগাছি সজনে খাড়া)। 24)
গজা2
(p. 236) gajā2 ক্রি. 1 অঙ্কুরিত হওয়া, জন্মানো (দাড়ি গজানো, বহু দোকান গজিয়ে উঠেছে) ; 2 বৃদ্ধি পাওয়া। [বাং. √গজা]। ̃ নো ক্রি. গজা। বি. বিণ. উক্ত সব অর্থে। 21)
গিলা1
গ্রহ
(p. 261) graha বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ̃ দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ̃ দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ̃ পতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ̃ বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ̃ বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ̃ বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ̃ মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্। ̃ রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ̃ শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ̃ স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। 53)
গহন
(p. 244) gahana বিণ. 1 নিবিড়, গভীর (গহন অরণ্য); 2 দুর্গম ('গহনকুসুম কুঞ্জ মাঝে': রবীন্দ্র) ; 3 দুর্বোধ, দুরূহ। বি. দুর্গম স্হান (মনের গহনে)। [সং. √গহ্ + অন]। 20)
গহনা
গ্রামো-ফোন
গরিব
গস্তানি
(p. 244) gastāni বি. 1 কুলটা, ভ্রষ্টা নারী; 2 বেশ্যা। [ফা. গস্তান্]। 19)
গুড়ুম
গাব
গোচর
গোঁজ
(p. 256) gōn̐ja বি. কীলক, খোঁটা (গোঁজ গুঁজে কাঁঠাল পাকানো)। বিণ. বিরক্তিতে বা অভিমানে নির্বাকনিশ্চল (মুখ গোঁজ করে বসে থাকা)। [বাং. √গুঁজ্ + অ]। 50)
গবেট
(p. 241) gabēṭa বিণ. বি. নিরেট বোকা; আকাট মূর্খ (তুমি একটি আস্ত গবেট)। [দেশি]। 13)
গহনার নৌকা, গয়নার নৌকো
(p. 244) gahanāra naukā, gaẏanāra naukō বি. বহু যাত্রী নিয়ে চলাচলকারী বড় নৌকাবিশেষ। [দেশি]। 22)
গণ্ডে-পিণ্ডে
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584265
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192215
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795376
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038951
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903742
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849641
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710421
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624995

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us