Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অশ্ব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অশ্ব এর বাংলা অর্থ হলো -

(p. 66) aśba বি. ঘোড়া।
[সং. অশ্ + ব]।
স্ত্রী. অশ্বা, অশ্বী।
.কোবিদ
বিণ. ঘোড়া সম্বন্ধে জ্ঞানসম্পন্ন।
.খুর বি. 1 ঘোড়ার খুর; 2 গন্ধদ্রব্যবিশেষ।
.গন্ধা
বি. ছোট গাছবিশেষ।
.ডিম্ব
বি. ঘোড়ার ডিম; কাল্পনিক বা অস্তিত্বহীন বস্তু।
তর বি. ঘোড়াগাধার মিলনজাত প্রাণী, খচ্চর।
স্ত্রী.তরী।
পাল,রক্ষক
বি. ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে যে; সহিস।
বৈদ্য
বি. ঘোড়ার চিকিত্সক।
.মুখী
বি. কিন্নরী।
মেধ বি. ঘোড়া বলি দিয়ে সম্পন্ন হত এমন যজ্ঞবিশেষ।
যান বি. ঘোড়ায়-টানা যাত্রিবাহী গাড়ী, ঘোড়ার গাড়ী।
শালা
বি. ঘোড়ার থাকার জায়গা, আস্তাবল।
সাদী
(-দিন্), অশ্বারোহী (-হিন্) বি. ঘোড়সওয়ার।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অব-ধারণ
অনামক
(p. 24) anāmaka বিণ. 1 যার নাম নেই, নামহীন; 2 অখ্যাতনামা। [সং. ন + নামক]। 33)
অভাবী
অসাধ
(p. 70) asādha বি. 1 সাধের অভাব, অনিচ্ছা (তোমাকে খাওয়াতে কি আমার অসাধ?); 2 অরুচি। [বাং. অ + সাধ]। 50)
অজমীঢ়
অব্রত
(p. 50) abrata বিণ. 1 ব্রত গ্রহণ করেনি এমন, ব্রতহীন; 2 উপনয়ন হয়নি এমন। [সং. ন + ব্রত]। অব্রতী (-তিন্) বিণ. ব্রতহীন; উপনয়ন হয়নি এমন। 43)
অদহনীয়, অদহ্য
(p. 17) adahanīẏa, adahya বিণ. পোড়ে না বা পোড়ানো যায় না এমন, incombustible (বি. প.)। [সং. ন+দহনীয়, দাহ্য]। ̃ তা বি. দগ্ধ না হওয়ার বা না পোড়ার অবস্হা বা ভাব। 5)
অলি-গলি
(p. 64) ali-gali বি. সরু পথ; গলিঘুজি; সরু গলিপথ (অনেক অলিগলি পেরিয়ে সেখানে যেতে হয়)। [বাং. অলি + (সহচর শব্দ) গলি]। 28)
অনু-বাসন
অসদ্ভাব
(p. 67) asadbhāba দ্র অসদ্ভাব। 78)
অনেকাংশ
(p. 32) anēkāṃśa বি. বেশির ভাগ। [সং. অনেক + অংশ]। অনেকাংশে ক্রি-বিণ. মূলত; পুরোপুরি না হলেও মোটামুটিভাবে (তাঁর কথা অনেকাংশে সত্য প্রমাণিত হয়েছে). 22)
অলখ
(p. 64) alakha বিণ. দৃষ্টির অগোচর, নজর আসে না এমন; অদৃশ্য ('চাঁদের মতন অলখ টানে': রবীন্দ্র)। [সং. অলক্ষ্য প্রা. অলক্খ] ̃ .ঝোরা বি. চোখের আড়ালে অবস্হিত ঝরনা। 5)
অব-ধায়ক
(p. 44) aba-dhāẏaka বি. 1 রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি, caretaker; 2 মন দিয়ে শোনে এমন (ব্যক্তি)। [সং. অব + √ ধা + অক]। অব-ধেয় বিণ. অবধানের যোগ্য; প্রণিধানযোগ্য। 23)
অমিত্র
অনুচ্চ
(p. 25) anucca বিণ. উঁচু নয় এমন, নিচু; মৃদু (অনুচ্চ কণ্ঠ, অনুচ্চ স্বর)। [সং. ন + উচ্চ]। 87)
অনুত্তর
(p. 25) anuttara বিণ. 1 যার চেয়ে উত্তর অর্থাত্ উত্তম আর কিছু নেই এমন, শ্রেষ্ঠ; 2 নিরুত্তর, নীরব; 3 উত্তর দিক নয় এমন, উত্তর বাদে অন্য দিক; 4 উত্তীর্ণ হয় না এমন (অনুত্তর বিবাহ সম্বন্ধ)। [সং. ন (অন্) + উত্তর]।
অত্যাহিত
(p. 14) atyāhita বি. 1 ঘোর অমঙ্গল, অতিশয় অকল্যাণ; 2 মহাভয়। [সং. অতি+আ+√ ধা+ত]। 52)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্রব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
অবিরল
অসহিষ্ণু
(p. 70) asahiṣṇu বিণ. সহ্য করতে পারে না এমন, সহনশক্তিহীন; ধৈর্যহীন, অধীর (এত তাড়াতাড়ি অসহিষ্ণু হয়ে পড়লে চলবে না)। [সং. ন + সহিষ্ণু]। ̃ তা বি. সহনশক্তির অভাব; অধীরতা। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584262
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192211
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795373
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038950
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903742
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849641
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710421
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624995

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us