Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আবলুস এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আবলুস এর বাংলা অর্থ হলো -

(p. 98) ābalusa বি. কঠিন কালো কাঠবিশেষ, ebony [আ. আবলুস]।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আম-রস
(p. 101) āma-rasa বি. অপক্ব বা অপরিণত রসধাতু, chyme.[সং. আম4 + রস]। 21)
আস্তীক-আস্তিক1
আজ্ঞা
(p. 85) ājñā বি. আদেশ, অনুজ্ঞা, অনুমতি। অব্য. মান্য ব্যক্তির কথায় বা ডাকে সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞা যাই, আজ্ঞা তাই হবে)। [সং. আ + √ জ্ঞা + অ + আ]। ̃ .কারী (-রিন্) বিণ. আদেশদাতা। স্ত্রী. ̃ .কারিণী। ̃ ধীন, ̃ নু-বর্তী (-র্তিন্), ̃ .বহ বিণ. আদেশ পালন করে এমন, বাধ্য। ̃ পক বি. বিণ. আদেশদাতা। ̃ .পত্র, ̃ .লিপি বি. হুকুমনামা, আদেশপত্র, যে কাগজে হুকুম লেখা হয়। ̃ পন বি. হুকুমদান। ̃ পিত বিণ. আদেশ দেওয়া হয়েছে এমন, আদিষ্ট। ̃ .বহ বিণ. আজ্ঞা পালন বা বহন করে এমন। আজ্ঞে অব্য মান্য ব্যক্তির বা গুরুজনের ডাকে বা কথায় সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞে ঠিক আছে, আজ্ঞে যাই)। যে আজ্ঞা, যে আজ্ঞে অব্য ঠিক আছে, তাই হবে। 45)
আহা
আপ্রাণ
আপাত
(p. 95) āpāta বি. 1 (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্হিত সময়, তত্কাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন); 2 (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)। [সং. আ + √ পত + অ]। ̃ .কঠিন বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন। ̃ .কঠোর বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)। ̃ .দৃষ্টিতে ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাত্ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)। ̃ .মধুর বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন। ̃ .রমণীয় বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন। 60)
আসোয়ার, আসোবার
(p. 110) āsōẏāra, āsōbāra বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]। 16)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আলুলিত
(p. 106) ālulita বিণ. এলানো; এলোমেলো। [ সং. আলুলায়িত]। 51)
আমেজ
(p. 101) āmēja বি. 1 রেশ (নেশার আমেজ, খুশির আমেজ); 2 আভাস, ঈষত্ প্রকাশ। [ফা.]। 50)
আদব
আলাপ
আল-বার্ট
(p. 106) āla-bārṭa বি. চুলের সামনের দিক ফাঁপিয়ে উচু করার ঢংবিশেষ; চুলের টেড়ি। [ Prince Albert]। 4)
আগম
(p. 82) āgama বি. 1 তন্ত্রশাস্ত্র, বেদ ইত্যাদি শাস্ত্র; 2 আগমন, আসা (বর্ষাগম, গ্রীষ্মাগম); 3 লাভ, উপার্জন (ধনাগম); 4 জীবদেহের শ্বাসগ্রাহী অঙ্গ, অন্তঃশ্বসন যন্ত্র, inhalant (বি.প.); 5 আমদানি, import (স. প.); 6 (ব্যাক.) প্রকৃতিপ্রত্যয়ের লোপ না করে শব্দের মধ্যে বর্ণের প্রবেশ। [সং. আ + √ গম্ + অ]। ̃ .শুল্ক বি. আমদানির জন্য দেয় কর, import duty (স. প.)। আগম্য বিণ. আসা উচিত বা আসার যোগ্য এমন। 45)
আমশি
(p. 101) āmaśi বি. কাঁচা আমের ছোট ছোট চাকলা শুকিয়ে প্রস্তুত টক স্বাদের খাবার। [আম3 দ্র]। আমশি হওয়া, মুখ শুকিয়ে আমশি হওয়া ক্রি. বি. বিবর্ণ বা বিরস বা বিশীর্ণ হওয়া। 31)
আজার
(p. 85) ājāra বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)। 37)
আজে-বাজে
আগ়ড়-বাগ়ড়
আরোপ
(p. 104) ārōpa বি. 1 এক বস্তুতে অন্য বস্তুর গুণ বা ধর্ম সংস্হাপন, অধ্যাস (রজ্জুতে সর্পের আরোপ); 2 অর্পণ, স্হাপন; 3 অন্যায়ভাবে বা অসংগতভাবে দায়ী করা (দোষারোপ)। [সং. আ + √রুহ্ + ণিচ্ +অ]। ̃ ক বিণ. আরোপকারী বা আরোপণকারী। ̃ ণ বি. 1 আরোপ করা; 2 স্হাপন; 3 আরোহণ করানো; 4 ধনুকে জ্যা পরানো; 5 শস্য রোপণ। আরোপিত বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন। 29)
আতি-পাতি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584360
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192328
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795506
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1039189
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903776
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849667
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710453
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 625084

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us