Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কেশাকর্ষণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কেশাকর্ষণ এর বাংলা অর্থ হলো -

(p. 207) kēśākarṣaṇa বি. চুল ধরে টানা।
[সং. কেশ + আকর্ষণ]।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুলির, কুলীর, কুলীরক
(p. 199) kulira, kulīra, kulīraka বি. 1 কাঁকড়া; 2 কর্কট রাশি। [সং. কুল + ইর, ঈর, + ক]। 52)
কালি2
(p. 188) kāli2 বি. 1 লেখার বা ছাপার রঞ্জিত তরলবিশেষ, মসি (লেখার কালি, লাল কালি); 2 অন্ধকার, মালিন্য (মনের কালি সহজে দূর হয় না); 3 কলঙ্ক (কুলে কালি দেওয়া); 4 ভুসো (প্রদীপের কালি, তেলকালি মাথা)। [সং. কালী]। ̃ ঝুলি বি. মসি ও ঝুল। 4)
করুণ
(p. 167) karuṇa বিণ. 1 শোক বা করুণা উদ্রেককারী (করুণ বিলাপ); 2 করুণাপূর্ণ (করুণ হৃদয়); 3 আর্ত, কাতর (করুণ স্বরে)। বি. (অল.) 1 শোকরূপ স্হায়িভাব থেকে জাত করুণা উদ্রেককারী রস; 2 দয়া, অনুগ্রহ। [সং. করুণা + অ (অস্ত্যর্থে)]। 41)
কুযাত্রা
(p. 198) kuyātrā বি. অসময়ের বা অশুভ সময়ে যাত্রা; যে যাত্রায় ভালো ফল হয় না। [সং. কু + যাত্রা]। 20)
কল্মাষ
(p. 172) kalmāṣa বি. 1 কৃষ্ণ বর্ণ; 2 ধূসর বর্ণ। বিণ. শ্বেতকৃষ্ণমিশ্রিত বর্ণবিশিষ্ট। [সং. কল্ + √ মষ্ + অ]। 41)
কর্মার্হ
কর-কর
(p. 166) kara-kara অব্য. 1 কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; 2 কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; 3 অস্হিরতাবোধ; 4 জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)। [সং. কর্কর হি. কর্কর্]। কর-করা ক্রি. করকর করা। কর-করানো বি. ক্রি. করকর করা। কর-করে বিণ. 1 কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); 2 শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); 3 আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)। 24)
কার্মিক
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কোলন
(p. 210) kōlana বি. যতিচিহ্ন বিশেষ;: এই চিহ্ন। [ইং. colon]। 52)
কিংবদন্তি, কিংবদন্তী
(p. 188) kimbadanti, kimbadantī বি. জনশ্রুতি, জনরব, গুজব, মুখে মুখে প্রচলিত কথা। [সং. কিম্ + √ বদ্ + অন্তি]। 59)
কামাই2
কটাক্ষ
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীতব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কর-কচি
(p. 166) kara-kaci বিণ. 1 কোমল; 2 অপুষ্ট (করকচি ডাব)। বি. কোমল বা অপুষ্ট ভাব। [দেশি]। 23)
কর্তৃ-বাচ্য
কংস1, কংশ1
(p. 156) kaṃsa1, kaṃśa1 বি. শ্রীকৃষ্ণের মাতুল দুরাত্মা মথুরাধিপতির নাম। [সং. কংস্ + অ]। ̃ হা (-হন্) বি. কংসের নিধনকারী শ্রীকৃষ্ণ। 14)
কেওট, কেবট, কেঅট
(p. 205) kēōṭa, kēbaṭa, kēaṭa বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]। ̃. নি, ̃. নী বি. (স্ত্রী.) কেওটরমণী। 18)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
কব্জা, কব্জি
(p. 164) kabjā, kabji যথাক্রমে কবজা ও কবজি -এর রূপভেদ। 34)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073414
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768498
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365833
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720989
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697935
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594561
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544978
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542251

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন