Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কোম্পানি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কোম্পানি এর বাংলা অর্থ হলো -

(p. 210) kōmpāni বি. 1 বণিক সমিতি; 2 যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান; 3 ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্হাপনকারী ইস্ট ইণ্ডিয়া কোম্পানি নামে খ্যাত বাণিজ্য প্রতিষ্ঠান।
[ইং. company]।
কোম্পানির আমল বি. ভারতে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনকাল।
কোম্পানির কাগজ বি. (সাধারণের কাছ থেকে) সরকার কর্তৃক গৃহীত ঋণের দলিল বা স্বীকারপত্র।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাগতি
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
কোষ্টা
(p. 210) kōṣṭā বি. পাট। [দেশি]। 67)
কিণ
(p. 190) kiṇa বি. 1 কড়া, জামড়া, corn; 2 ঘষার চিহ্ন; 3 শুষ্ক ব্রণ। [সং. √ কণ্ + অ]। কিণাঙ্ক বি. ঘষার দাগ; হাত পায়ের কড়া। কিণাঙ্কিত বিণ. ঘষার দাগযুক্ত, কড়াযুক্ত, কড়া-পড়া। 3)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কেয়ূর
কূর্চিকা
(p. 202) kūrcikā বি. 1 তুলি; 2 শলাকা, ছুঁচ; 3 কুঁড়ি; মুকুল (কমলকূর্চিকা); 4 ক্ষীর, ঘন দুধ। [সং. কূর্চ + ইক + আ]। 37)
কুপ্য
(p. 197) kupya বি. সোনা ও রুপো ভিন্ন অন্য যেকোনো ধাতু, base metal. [সং. √ গুপ্ + য]। ̃ শালা বি. 1 যেখানে কুপ্য অর্থাত্ সোনা-রুপো ছাড়া অন্য ধাতু তৈরি হয়; 2 কাঁসারির দোকান বা কর্মশালা। 13)
কার-বন, কার্বন
কুরীতি
(p. 199) kurīti বি. মন্দ ব্যবহার বা ধারা। [সং. কু + রীতি]। 12)
কামঠ
(p. 181) kāmaṭha বি. 1 কচ্ছপের মাংস; 2 (আঞ্চ.) কচ্ছপ। বিণ. কচ্ছপসম্বন্ধীয়। [সং. কমঠ + অ]। 84)
কাটনা
(p. 179) kāṭanā বি. 1 তুলো থেকে সুতো প্রস্তুত করা; 2 সুতো কাটার যন্ত্র; চরকা; তক্লি। [বাং. √ কাট্ + না]। কাটনি1 বি. সুতো কাটার মজুরি। কাটনি2 বি. যে (প্রায়শ স্ত্রীলোক) সুতো কাটে। কাটুনি বি. কাটনি -র রূপভেদ। 16)
ক্রুদ্ধ
ক্যাম্প
করণ্ড, করণ্ডক
কোষা
(p. 210) kōṣā বি. পূজায় ব্যবহার্য তামার তৈরি জলপাত্রবিশেষ; ডোঙা। [সং. কোষ + বাং. আ]। 63)
কুম্ভী-পাক
কিল
কুহা
কদাপি
(p. 160) kadāpi অব্য. 1 কখনো (একথা কদাপি ঠিক নয়; কদাপি এ কাজ কোরো না); 2 কোনো-এক সময়ে (যদি কদাপি সে একথা বলেও থাকে)। [সং. কদা + অপি]। 33)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073297
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768381
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365798
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720959
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697912
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594548
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544957
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542244

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন