Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছন এর বাংলা অর্থ হলো -

(p. 301) chana বি. পূর্ববঙ্গে ঘর ছাওয়ার খড়জাতীয় তৃণবিশেষ।
[তু. সং. শণ]।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছ্যাবলা, ছ্যাবলামি
ছাট
(p. 304) chāṭa বি. বায়ুতাড়িত জলের ধারা বা ছিটা (বৃষ্টির ছাট)। [সং. ছটা]। 2)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
ছার
(p. 304) chāra বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)। 46)
ছামনি2
(p. 304) chāmani2 বি. (আঞ্চ.) ছাউনি। [বাং. ছাউনি]। 43)
ছুঁড়া
(p. 304) chun̐ḍ়ā দ্র ছুড়া, ছোড়া। 95)
ছিতরা, ছিতরানো
ছড়1
(p. 301) chaḍ়1 বি. 1 সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়); 2 ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি; 3 লম্বা আঁচড় ('বাছার গায়ে কতই ছড় গিয়াছে': টেকচাঁদ ঠাকুর)। [বাং. ছড়ি]। 15)
ছাড়ান
(p. 304) chāḍ়āna (উচ্চা. ছাড়ান্) বি. মুক্তি, রেহাই, নিষ্কৃতি, খালাস (ওর হাত থেকে সহজে ছাড়ান পাবে না)। [ছাড়া দ্র]। 5)
ছক্কড়
ছিপি
(p. 304) chipi বি. শোলা কাচ প্রভৃতির তৈরি গোঁজবিশেষ যা দিয়ে শিশি-বোতলের মুখ বন্ধ করা হয়, cork. [তু. হি. ছিপ্পা (=ঢেকে রাখা)]। 79)
ছোরা
ছোহারা
ছেঁদো
(p. 304) chēn̐dō বিণ. 1 কৌশলপূর্ণ, কপট (ছেঁদো কথা); 2 অসার। [বাং. ছাঁদ + উয়া ও]। 132)
ছিঁড়া, ছেঁড়া
(p. 304) chin̐ḍ়ā, chēn̐ḍ়ā ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 55)
ছাতি1
(p. 304) chāti1 বি. ছাতা, রোদ-বৃষ্টি এড়াবার জন্য আচ্ছাদনবিশেষ। [বাং. ছাতা + ই]। 12)
ছাঁদনা-তলা
ছাওয়া
(p. 303) chāōẏā বি. ক্রি. 1 আচ্ছাদন করা, আবৃত করা, ঢাকা (শুকনো পাতায় উঠোনটা ছেয়ে গেছে); 2 বিছানো, ছড়ানো, পরিব্যাপ্ত করা (মেঘে আকাশ ছেয়ে গেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ছাহ্ ( সং. √ ছদ্) + আ]। ̃ নো ক্রি. বি. আচ্ছাদিত বা আবৃত করানো। বিণ. উক্ত অর্থে। 6)
ছুকরি
ছুট2
(p. 304) chuṭa2 বি. 1 ফাঁক; অবসর; 2 মুক্তি (ছুট পাওয়া ভার)। [বাং. ছুটি]। 102)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073511
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768532
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365859
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720992
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697945
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594569
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545008
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন