Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুঁত, ছুঁত্ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছুঁত, ছুঁত্ এর বাংলা অর্থ হলো -

(p. 304) chun̐ta, chun̐t বি. 1 স্পর্শ; স্পর্শদোষ; 2 খুঁত; 3 অশৌচ।
[হি. ছুত সং. √ ছুপ্]।
মার্গ
বি. 1 তথাকথিত অস্পৃশ্য জাতিকে স্পর্শ করলে দোষ হয়-এই মত; 2 ছোঁয়াছুঁয়ির বিচার।
97)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছাপ
(p. 304) chāpa বি. 1 মোহর (ডাকঘরের ছাপ); 2 চিহ্ন, দাগ (কালির ছাপ)। [বাং. √ ছাপ্ + অ]। 32)
ছিঁড়া, ছেঁড়া
(p. 304) chin̐ḍ়ā, chēn̐ḍ়ā ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 55)
ছামুতে
ছ্যাঁত্
(p. 304) chyān̐t বি. অব্য. ভয়ের ভাব, ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁত্ করে উঠল)। [দেশি-তু. ছাঁত্]। 176)
ছাদ
(p. 304) chāda বি. পাকা বাড়ির উপরের আচ্ছাদন, ছাত। [সং. √ ছদ্ + ণিচ্ + অ]। ̃ ক বিণ. 1 আচ্ছাদনকারী; 2 ছাদ নির্মাণকারী, ঘরামি। ̃ ন বি. 1 আচ্ছাদন; 2 ছাদ নির্মাণ; 3 ঘর ছাওয়া; 4 যা দিয়ে আচ্ছাদিত করা হয়। ছাদিত বিণ. 1 আচ্ছাদিত; 2 ছাদবিশিষ্ট। 18)
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছড়1
(p. 301) chaḍ়1 বি. 1 সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়); 2 ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি; 3 লম্বা আঁচড় ('বাছার গায়ে কতই ছড় গিয়াছে': টেকচাঁদ ঠাকুর)। [বাং. ছড়ি]। 15)
ছড়ানো
(p. 301) chaḍ়ānō ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]। 21)
ছাতা2
(p. 304) chātā2 বি. 1 কোঁড়ক; 2 ছাতলা। [সং. ছত্রাক]। ̃ ধরা, ̃ পড়া বিণ. ছাতলাযুক্ত। ব্যাঙের ছাতা বি. কোঁড়ক, mushroom. 10)
ছেঁদা
(p. 304) chēn̐dā বি. ছিদ্র, ফুটো (কলসির ছেঁদা)। [সং. ছিদ্র]। 130)
ছিলা1
(p. 304) chilā1 ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ। 88)
ছোবড়া
(p. 304) chōbaḍ়ā বি. ফলের বাইরের অসার বা রসহীন আবরণ; নারকেল ইত্যাদির খোসা। [দেশি]। 163)
ছেঁক2, ছ্যাঁক
(p. 304) chēn̐ka2, chyān̐ka অব্য. বি. সহসা উত্তপ্ত তেলে কিছু পড়ার বা উত্তপ্ত কিছুতে জল পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ছেঁক ছেঁক, ছ্যাঁক ছ্যাঁক অব্য. বি. 1 ক্রমাগত ছেঁক শব্দ; 2 ঈষত্ তাপপ্রকাশক (গা-টা ছ্যাঁক ছ্যাঁক করছে)। 120)
ছাঁচি
(p. 303) chān̐ci বিণ. 1 আসল; 2 দেশি (ছাঁচি কুমড়ো)। [হি. সাঁচ ছাঁচ + বাং. ই]। ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ। 14)
ছাপা1
(p. 304) chāpā1 ক্রি. মুদ্রিত করা। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ ছাপা]। ̃ ই বি. 1 মুদ্রণ; 2 মুদ্রণের খরচ। বিণ. মুদ্রণসম্বন্ধীয়। ̃ খানা বি. যেখানে বইপত্র ইত্যাদি ছাপা হয়। ̃ নো ক্রি. মুদ্রিত করা বা করানো। বি. বিণ. উক্ত অর্থে। 36)
ছয়
(p. 301) chaẏa বি. বিণ. 6 সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্]। 46)
ছাঁটা
(p. 303) chān̐ṭā ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ̃ ই বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। বি. বিণ. উক্ত অর্থে। 17)
ছলাত্
(p. 301) chalāt বি. অব্য. 1 নদীর তটে ঢেউয়ের আঘাতের শব্দ; 2 তরল পদার্থ হঠাত্ উথলে বা চলকে পড়ার শব্দ। [ধ্বন্যা.]। 55)
ছুমন্তর
(p. 304) chumantara বি. 1 মন্ত্রতন্ত্র; 2 ঝাড়ফুঁক। [হি. ছু ( ফুঁ?) + মন্তর্ ( সং. মন্ত্র)]। 113)
ছিলকা, (কথ্য) ছিলকে
(p. 304) chilakā, (kathya) chilakē বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]। 87)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073407
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768498
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365826
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720982
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697935
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594557
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544974
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542249

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন