Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

থপ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  থপ এর বাংলা অর্থ হলো -

(p. 392) thapa অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)।
[ধ্বন্যা.]।
থপ থপ অব্য. 2 ক্রমাগত থপ আওয়াজ; 2 স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)।
থপ-থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


থোড়
(p. 394) thōḍ় বি. 1 কলা গাছের ভিতরের সারাংশ; 2 ধান গাছের শিষ বার হবার অবস্হা; 3 (ব্যঙ্গে, আঞ্চ.) অকিঞ্চিত্কর কিছু, কিছুই না (সবাই তাদের ভাগ পেল, আমি পেলাম থোড়)। [দেশি]। 29)
থক-থক
(p. 392) thaka-thaka বি. অব্য. 1 কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে); 2 ক্ষত ইত্যাদির বিস্তৃতিরসাংঘাতিক হওয়ার ভাবসূচক (ঘা-টা একেবারে থকথক করছে)। থক-থকে বিণ. 1 (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)। 6)
থই-থই
(p. 392) thi-thi বি. অব্য. 1 জলরাশির ভরপুর ভাবসূচক (জল থইথই করছে); 2 প্রাচুর্যসূচক (লোক থইথই করছে)। [দেশি]। 5)
থকা
(p. 392) thakā ক্রি. (পরিশ্রমের ফলে) ক্লান্ত বা অবসাদগ্রস্ত হওয়া, হাঁপিয়ে যাওয়া (আর হাঁটতে পারছি না, একদম থকে গেছি)। [সং. √ স্হগ্ + বাং. আ-তু. হি. থক্না]। থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন ('থকিত পায়ের চলা দ্বিধা হতে': রবীন্দ্র)। 7)
থই
(p. 392) thi বি. 1 (জলাশয়ের তলদেশে) স্হলভাগ বা ঠাঁই (নদীতে থই পাওয়া); 2 সীমা, কূল (দুঃখের থই পাচ্ছি না); 3 আশ্রয়। [ সং. স্হল]। 4)
থোপ
(p. 394) thōpa বি. গুচ্ছ, ছোট স্তূপ (থোপে থোপে ঘাস রাখা হয়েছে)। [সং. স্তূপ]। 33)
থামা
(p. 392) thāmā ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 36)
থস-থস
(p. 392) thasa-thasa বি. অব্য. আর্দ্রতাশিথিলতার ভাব (আমগুলো পেকে একেবারে থসথস করছে)। থস-থসে বিণ. আর্দ্রশিথিল। 19)
থুপি
(p. 394) thupi বি. ছোট স্তূপ বা গুচ্ছ, গুছি। [বাং. থুপ (সং. স্তূপ) + ই]। 14)
থোকা
(p. 394) thōkā বি. গোছা, গুচ্ছ, স্তবক (থোকা থোকা ফুল)।[বাং. থোক + আ]। 28)
থত-মত
(p. 392) thata-mata অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা। 8)
থুড়-থুড়, থুত্থুড়
থির
(p. 392) thira বিণ. স্হির -এর কোমল রূপ ('থির দামিনী', 'থির দিঠে চাহে')। 46)
থোক
(p. 394) thōka বি. 1 মোট, একুন (থোক টাকা, সব টাকা থোকে নেব); 2 দফা, ভাগ (থোকে থোকে টাকা দিয়েছি); 3 থোকা, গুচ্ছ, রাশি (এক থোক ফুল)। [হি. থোক (=lump) সং. স্তবক]। 27)
থর-হরি
(p. 392) thara-hari বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)। ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)। [প্রাকৃ. থরহরিঅ]। 15)
থোতা-থোঁতা1
থলি, (কথ্য) থলে
(p. 392) thali, (kathya) thalē বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]। 17)
থুপ1
(p. 394) thupa1 বি. (আঞ্চ.) স্তূপ, রাশি (টাকার থুপ, খড়ের থুপ, থুপ করে রাখা)। [সং. স্তূপ]। 12)
থু, থুঃ
(p. 392) thu, thuḥ অব্য. বি. 1 থুতু ফেলার শব্দ; 2 অত্যধিক ঘৃণাবশত থুতু ফেলার শব্দের অনুকরণ; 3 ছি, ধিক। [ধ্বন্যা.]। থু থু অব্য. ক্রমাগত থু থু ফেলার শব্দ; ছি ছি; ধিক ধিক।
থাকন
(p. 392) thākana বি. 1 অবস্হান, থাকা; 2 জীবনযাপন। [থাকা দ্র]। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072604
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768149
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365555
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720875
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697747
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594423
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544659
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542206

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন