Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দৃষ্ট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দৃষ্ট এর বাংলা অর্থ হলো -

(p. 418) dṛṣṭa বিণ. দেখা গেছে এমন, লক্ষিত।
বি. দৃষ্টি (এক দৃষ্টে তাকিয়ে থাকা)।
[সং. √ দৃশ্ + ত]।
চর,পূর্ব
বিণ. পূর্বে দেখা গেছে এমন।
দৃষ্টাদৃষ্ট বিণ. 1 (যা) দেখা গেছে এবং যা দেখা যায়নি এমন; 2 আংশিক দেখা যায় এবং আংশিক দেখা যায় না এমন; 3 ব্যক্তঅব্যক্ত।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দ্বিষত্
(p. 426) dbiṣat বিণ. হিংসাকারী, দ্বেষকারী। বি. শত্রু, বৈরী। [সং. √ দ্বিষ্ + অত্ ]। 27)
দুর্ঘট
(p. 414) durghaṭa বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]। 19)
দাস
দফে
(p. 398) daphē ক্রি-বিণ. বারে, কিস্তিতে (তিন দফে টাকা দিয়েছি, দফে দফে চাইছে)। [আ. দফহ্]। 5)
দারিদ্র, দারিদ্র্য
দ্যুলোক
(p. 426) dyulōka দ্র দ্যু। 52)
দপ্তর, দফ-তর
দলন
দ৩
(p. 395) -da3 বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)। 4)
দুষ্কৃত
দুর্গ
(p. 414) durga বি. 1 দুর্গম স্হান; 2 যেখানে শত্রুর আগমন কষ্টসাধ্য এমন আশ্রয়; 3 গড়, কেল্লা। [সং. দুর্ + √ গম্ + অ]। 6)
দায়িত্ব
(p. 406) dāẏitba দ্র দায়ী। 8)
দুয়ার, (কথ্য) দুয়োর
(p. 411) duẏāra, (kathya) duẏōra বি. 1 দরজা (দুয়ার বন্ধ করো); 2 গৃহের প্রবেশ পথ, গৃহমুখ ('আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই': রবীন্দ্র)। [সং. দ্বার]। দুয়ারি বি. দৌবারিক, দ্বাররক্ষক। দুয়ারে হাতি বাঁধা ক্রি. বি. প্রচুর ঐশ্বর্যশালী হওয়া। 40)
দ্বাবিংশ
(p. 426) dbābiṃśa বিণ. 22 সংখ্যক। [সং. দ্বাবিংশতি + অ]। ̃ তি বি. বিণ. 22 সংখ্যা বা সংখ্যক, বাইশ। ̃ তি.তম বিণ. 22 সংখ্যক। স্ত্রী. ̃ তি.তমী। 15)
দোরঙা
(p. 421) dōraṅā বিণ. দুই রংবিশিষ্ট (দোরঙা শাল)। [বাং. দু (দো) + রং + আ]। 105)
দিবস
(p. 408) dibasa বি. 1 দিনমান, দিনভাগ (দিবসরজনী); 2 দিন, দিন ও রাত্রি (বহু দিবস কেটেছে). [সং. √ দিব্ + অস]। 30)
দণ্ড-কলস
(p. 396) daṇḍa-kalasa বি. ওষধি গাছবিশেষ। [তু. সং. দণ্ডোত্পল]। 26)
দুর্ভর
(p. 414) durbhara বিণ. 1 দুর্বহ, গুরুভার, বহন করা শক্ত এমন; 2 দুঃসহ, অসহ্য। [সং. দুর্ + √ ভৃ + অ]। বি. ̃ তা। 62)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
দেনো
(p. 419) dēnō বিণ. 1 দানের যোগ্য; 2 ক্রিয়াকর্মে বা দানে পাওয়া গেছে বা দেওয়া হয়েছে এমন (দেনো গামছা)। [সং. দান বাং. অর্থে দান + উয়া ও]। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072443
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768104
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365526
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720863
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697713
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594404
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544619
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542187

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন