Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধট, ধটক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধট, ধটক এর বাংলা অর্থ হলো -

(p. 430) dhaṭa, dhaṭaka বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র।
[সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধুবকা
(p. 439) dhubakā বি. ধ্রুবপদ, ধুয়া, ধুয়ো। [সং. ধ্রুবকা]। 14)
ধুপছায়া
(p. 439) dhupachāẏā দ্র ধুপ1। 12)
ধুম2
(p. 439) dhuma2 বি. অব্য. ভারী বস্তু পতনের বা কিল মারার শব্দ, দুম। [ধ্বন্যা.]। 16)
ধেবড়া, ধেবড়ানো
ধমক
(p. 430) dhamaka বি. 1 তিরস্কার, বকুনি; 2 ঘোর, তাড়স (জ্বরের ধমক); 3 তাড়া, চাপ (কাজের ধমক); 4 বেগ (হাসির ধমক)। [হি. ধমক]। ধমকা ক্রি. ধমকানো, ধমক দেওয়া। ধমকানি বি. ধমক, বকুনি। ধমকানো ক্রি. ধমক দেওয়া। বি. উক্ত অর্থে। 35)
ধামি
(p. 433) dhāmi বি. ছোট ধামা বা ঝুড়ি। [বাং. ধামা + ই (ক্ষুদ্রার্থে)]। 64)
ধাউড়
(p. 433) dhāuḍ় বিণ. 1 কপট, শঠ; 2 প্রবঞ্চক। [তু. প্রাকৃ. ধাডী]। 17)
ধন্দা
(p. 430) dhandā বি. (ব্রজ.) সংশয়, ধাঁধা ('মঝু মনে লাগল ধন্দা': বিদ্যা.)। [ সং. দ্বন্দ্ব]। 25)
ধাওড়া
ধুনচি, ধুনুচি
(p. 433) dhunaci, dhunuci বি. ধুনো জ্বালাবার পাত্র। [বাং. ধুনা1 + তুর. চি]। 123)
ধন্বী
(p. 430) dhanbī (-ন্বিন্) বিণ. ধনুর্ধারী, তিরন্দাজ। [সং. ধন্ব + ইন্]। 28)
ধ্রুব
(p. 442) dhruba বি. 1 উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে; 2 (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র। বিণ. 1 স্হির (ধ্রুব লক্ষ্য); 2 নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); 3 খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)। ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)। [সং. √ ধ্রু + অ]। ̃ ক বি. গানের ধুয়া। ̃ কা বি. গানের ধুয়া। ̃ গণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদারোহিণী-এই চারটি নক্ষত্র। ̃ তা বি. নিশ্চয়তা; স্হিরতা। ̃ তারা, ̃ নক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star. ̃ পদ বি. 1 ধ্রুপদ; 2 স্হিরপদ ('যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি': রবীন্দ্র); 3 ধুয়া। ̃ রেখা বি. বিষুবরেখা। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গলোক। ধ্রুবা বি. গানের ধুয়া।
ধার্ম
(p. 433) dhārma বিণ. ধর্মবিষয়ক। [সং. ধর্ম + অ]। 86)
ধুয়া2
(p. 439) dhuẏā2 দ্র ধোয়া। 24)
ধুমসা, (কথ্য) ধুমসো
ধিঙ্গি
ধান্যক, ধান্যাক
(p. 433) dhānyaka, dhānyāka বি. ধনে। [সং. ধন্যক + অণ্]। 44)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধানবিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতনবিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
ধরা1
(p. 432) dharā1 বি. (যে ধরে বা ধারণ করে এই অর্থে) পৃথিবী (ধরাতল, ধরাধাম)। [সং. √ ধৃ + অ + আ]। ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা। ̃ তল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল। ̃ ধর বি. পর্বত। ̃ ধাম বি. পৃথিবীরূপ বাসস্হান; সংসার; ইহলোক (ধরাধাম ত্যাগ করা)। ̃ শায়ী (-য়িন্) বিণ. ভূতলে বা মাটিতে শয়ান বা পতিত। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2583981
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2191883
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1794882
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038421
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903579
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849582
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710317
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624802

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us