Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধোপা, (আঞ্চ.) ধোবা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধোপা, (আঞ্চ.) ধোবা এর বাংলা অর্থ হলো -

(p. 441) dhōpā, (āñca.) dhōbā বি. জামাকাপড় কাচা বা ধোলাই করা যার পেশা, রজক।
[বাং. ধোপ + আ]।
ধোপা নাপিত বন্ধ করা ক্রি. বি. সমাজচ্যুত বা একঘরে করা।
নি বি. (স্ত্রী.) ধোপার স্ত্রী।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধাবক
(p. 433) dhābaka বিণ. 1 ছোটে বা দৌড়ায় এমন; 2 পত্র বা সংবাদ বহন করে এমন; 3 ধোয় বা পরিষ্কার করে এমন (দন্তধাবক)। বি. 1 ধোপা; 2 যে ধোয়, প্রক্ষালনকারী ব্যক্তি; 3 সংবাহ বাহক; 4 সংস্কৃত সাহিত্যের কবিবিশেষ। [সং. √ ধাব্ + অক]। 50)
ধুলা, (কথ্য) ধুলো
(p. 439) dhulā, (kathya) dhulō বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3 মাটি (ধুলোয় বসা)। [সং. ধূলি]। ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো। ̃ পড়া বি. মন্ত্রপূত ধুলো। গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। ধুলো-মুঠি ধরলে সোনা-মুঠি হয় ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে। 30)
ধাঁ
(p. 433) dhā অব্য. 1 সহসা আগুন জ্বলার বা প্রহারের শব্দ; 2 দ্রুত গতির ভাবসূচক, ঝাঁ, চট (ধাঁ করে ছুটে যাওয়া)। [ধ্বন্যা.]। ̃ ই বি. সহসা ও সজোরে মারার শব্দ। ধাঁ করে ক্রি-বিণ. 1 সহসা এবং সজোরে; 2 দ্রুত (ধাঁ করে পালাল)। 20)
ধিয়া, ধিয়া-তা ধিয়া
(p. 433) dhiẏā, dhiẏā-tā dhiẏā বি. নাচ ও বাদ্যের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]। 98)
ধুরা
ধারয়িষ্ণু
(p. 433) dhāraẏiṣṇu বিণ. ধারণ করে আছে এমন, ধারণকারী, ধারণশীল। [সং. √ ধৃ + ণিচ্ + ইষ্ণু]। 73)
ধারণীয়
(p. 433) dhāraṇīẏa বিণ. ধারণযোগ্য, ধারণ করা যায় এমন। [সং. √ ধৃ + ণিচ্ + অনীয়]। 71)
ধাওয়া
(p. 433) dhāōẏā ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, 'ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু': রবীন্দ্র)। বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ̃ নো ক্রি. দৌড় করানো; তাড়ানো। বি. উক্ত উভয় অর্থে। 19)
ধূম্র
(p. 439) dhūmra বি. বিণ. 1 ধূমল, ধোঁয়া রঙের; 2 কৃষ্ণলোহিত বর্ণ বা বর্ণবিশিষ্ট; 3 মলিন। [সং. ধূম + √ রা + অ]। ̃ জাল-ধূমজাল -এর. অশু রূপ। ̃ লোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত। বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি। 36)
ধক
ধুপছায়া
(p. 439) dhupachāẏā দ্র ধুপ1। 12)
ধাবড়া
(p. 433) dhābaḍ়ā বি. কাদা কালি প্রভৃতির বড় ছোপ, ছাপ বা দাগ (জামায় এক ধাবড়া কালি লাগিয়ে এনেছে)। [তু. হি. ধব্বা]। ̃ নো ক্রি. কালি প্রভৃতির এলোমেলো ও মোটা দাগ লাগিয়ে নোংরা করা। বি. বিণ. উক্ত অর্থে। ধেবড়ে যাওয়া ক্রি. বি. কালি প্রভৃতির মোটা ও এলোমেলো দাগ লাগানো বা লেগে যাওয়া। 52)
ধৃষ্ণু
(p. 439) dhṛṣṇu বিণ. 1 প্রগল্ভ; 2 উদ্ধত; 3 ধর্ষণশীল; 4 দমনশীল। [সং. √ ধৃষ্ + নু]। 44)
ধানী
(p. 433) dhānī বি. 1 আবাস, স্হান (রাজধানী); 2 আধার, পাত্র (নস্যধানী, মত্ স্যধানী )। [সং. √ ধা + অন + ঈ (স্ত্রী.)]। 40)
ধাত
(p. 433) dhāta বি. 1 মানসিক প্রকৃতি, স্বভাব, মেজাজ (তার ঘাত বোঝা শক্ত, ওসব আমার ধাতে নেই); 2 নাড়ি (ধাত ছেড়ে যাওয়া); 4 শুক্র বা বীর্য (ধাতের রোগ)। [সং. ধাতু]। ̃ সহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন। ̃ স্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)। 28)
ধেই-ধেই
ধসা
(p. 433) dhasā ক্রি. 1 (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); 2 ভেঙে পড়া (ভিত ধসে গেছে); 3 দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ̃ নো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 12)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধানবিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
ধারী2
(p. 433) dhārī2 (-রিন্) বিণ. ধারণকারী (অস্ত্রধারী)। [সং. √ ধৃ + ইন্]। 83)
ধামালি
(p. 433) dhāmāli বি. 1 রঙ্গ; 2 রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; 3 কৃত্রিম বা কপট ঝগড়া; 4 চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]। 63)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073327
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768496
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365813
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720965
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697920
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594557
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544965
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন