Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বুক1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বুক1 এর বাংলা অর্থ হলো -

(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)।
[সং. বক্ষঃ, বুক্ক]।
বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)।
বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা।
বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা।
জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল।
বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া।
জুড়ানো
বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)।
জোড়া
বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)।
বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা।
ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ।
বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া।
বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া।
বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা।
বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া।
বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া।
ফাটা
বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)।
বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা।
বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা।
বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া।
ভাঙা
বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক।
বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া।
বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া।
বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা।
বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট।
বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা।
বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)।
বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া।
বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে।
বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা।
বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাবরি
(p. 600) bābari বি. সিংহের কেশরের মতো বড়ো ও কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়া চুল। [ফা. ববর (=সিংহ) + বাং. ই]। বাবরি-কাটা বিণ. বাবরির মতো কোঁকড়ানো। 10)
বওয়া2, বওয়াটে
(p. 572) bōẏā2, bōẏāṭē যথাক্রমে বখা ও বখাটে -র কথ্য রূপ। 13)
বৃথা
(p. 633) bṛthā বিণ. ক্রি-বিণ. অব্য. অকারণ, মিছিমিছি, নিরর্থক (বৃথা চেষ্টা, 'বৃথাই মাথার ঘাম পায়ে ফেলি': বিষ্ণু); নিষ্পল। [সং. √ বৃ + থা]। ̃ মাংস বি. দেবদেবীকে অনিবেদিত পশুমাংস। 67)
বোঁচা
বেমালুম
(p. 641) bēmāluma বিণ. ক্রি-বিণ. বোঝা যায় না বা টের পাওয়া যায় না এমন বা এমনভাবে; অন্যের অজ্ঞাতে (জিনিসটা বেমালুম সরিয়ে ফেলেছে, কলমটা বেমালুম হাতিয়ে নিল)। [ফা. বে + আ. মালুম]। 25)
বশ
বামাল
বিভোর, বিভোল
(p. 621) bibhōra, bibhōla বিণ. 1 মুগ্ধ, আত্মহারা ('আজি বিভোর রাতে': রবীন্দ্র; ভাবে বিভোর); 2 আবিষ্ট, অচেতন। [ সং. বিহ্বল]। 52)
বৃংহিত
(p. 633) bṛṃhita বিণ. পুষ্ট, বর্ধিত। বি. হাতির ড়াক। [সং. √ বৃন্হ্ (√ বৃংহ্) + ত]। 54)
বরবর্ণিনী
(p. 580) barabarṇinī দ্র বর। 54)
বলি2
বারি2
(p. 602) bāri2 বি. জল। [সং. √ বারি + ই]। ̃ দ, ̃ বাহ, ̃ বাহক, ̃ বাহন বি. মেঘ। ̃ ধর, ̃ ধি, ̃ নিধি বি. সমুদ্র। ̃ ধারা বি. জলের স্রোত। ̃ প্রবাহ বি. জলের তোড় বা স্রোত। ̃ মণ্ডল বি. পৃথিবীর জলময় অংশ, hydrosphere, hygrosphere. ̃ মুক (-মুচ্) বি. মেঘ। 29)
বিচিত্র-বীর্য
বেঅকুফ, বেঅকুব, বেওকুফ
(p. 633) bēakupha, bēakuba, bēōkupha বিণ. অজ্ঞাত; বোকা, বেআক্বেল। [ফা. বে + আ. অকুফ]। বেঅকুফি, বেঅকুবি, বেওকুফি বি. 1 বোকামি, বেআক্কেলের মতো কাজ বা আচরণ; 2 ধৃষ্টতা (আমার বেঅকুফি মাফ করবেন)। 93)
বংশানু-চরিত
বিজনন
(p. 611) bijanana বি. 1 জন্মদান, প্রসব; 2 উত্পত্তি। [সং. বি + √ জন্ + অন]। 27)
বরিখ, বরিখন, বরিখা
(p. 580) barikha, barikhana, barikhā যথাক্রমে বর্ষা, বর্ষণবর্ষা -র কোমল রূপ। 75)
বিয়া2
(p. 621) biẏā2 ক্রি. প্রসব করা। [সং. বী (=গর্ভগ্রহণ) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. প্রসব করা। বিণ. উক্ত অর্থে। 87)
বান়-ডিল, বাণ্ডিল
বোঝা2
(p. 646) bōjhā2 বি. ভার, মোট, যা বহন করা হয় ('এ বোঝা আমার নামাও বন্ধু নামাও': রবীন্দ্র)। [তু. হি. বোঝা (=ভার, মোট)]। ̃ ই বি. ভারস্হাপন; পূর্ণ বা ভরতি করা ('বোঝাই করা কলসি হাঁড়ি': রবীন্দ্র)। বিণ. পূর্ণ, ভরতি, মাল যাত্রী প্রভৃতিতে পূর্ণ (মালবোঝাই লরি, বোঝাই নৌকো)। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073245
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768367
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365787
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720955
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697905
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594547
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544935
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542242

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন