Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যোক্তা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যোক্তা এর বাংলা অর্থ হলো -

(p. 728) yōktā (-ক্তৃ) বিণ. যোগকর্তা, যোগকারী।
[সং. √ যুজ্ + তৃ]।
স্ত্রী. যোক্ত্রী।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যাত্রী
যুক্ত
(p. 726) yukta বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ̃ .কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। বি. জোড় করা হাত। ̃ .প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ̃ .বেণি বি. গঙ্গা যমুনাসরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ̃ .রাজ্য বি. গ্রেটবিটেনউত্তর আয়ারল্যাণ্ড। ̃ .রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিতউচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ। 49)
যদ্যপি
(p. 723) yadyapi অব্য. 1 যদিও 2 একান্তই যদি, যদিই। [সং. যদি + অপি]। 19)
যাজন
(p. 726) yājana বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়। 6)
যুদ্ধ
(p. 728) yuddha বি. 1 সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) 2 ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)। [সং. যুধ্ + ত]। ̃ .কালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)। ̃ .জয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য। ̃ .নীতি, ̃.রীতি বি. 1 যুদ্ধের আইনকানুন; 2 যুদ্ধের কৌশল। ̃ .বন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে। ̃ .বিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি। ̃ .বিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র। ̃ .বিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি। ̃ .বিশারদ বিণ. রণনিপুণ। ̃ .যাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান। ̃ .যুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী। ̃ .যুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি। যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী। যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র। যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)। যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। বি. 1 যুদ্ধজনিত উন্মত্ততা; 2 যুদ্ধ করবার প্রবল বাসনা। যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]। 9)
যেথা
(p. 728) yēthā বি. (কথ্য ও কাব্যে) যে স্হান ('যেথা হতে সবে আনে উপহার': রবীন্দ্র)। ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। ̃ .কার বিণ. যে স্হানের। ̃ য ক্রিবিণ. যেখানে ('যেথায় চলেছ যাও তুমি ধনি': রবীন্দ্র)। যেথা-সেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানেসেখানে। 26)
যুগ
(p. 726) yuga বি. 1 বারো বত্সর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কালপরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ̃ .ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ̃ .ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ̃ .ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ̃ .লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ̃ .সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ̃ .যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। 51)
যোই
(p. 728) yōi সর্ব. (ব্রজ.) যা; যে। [হি. যো]। 34)
যাপক
যোত্র
(p. 728) yōtra দ্র যোক্ত্র। 51)
যন্ত্র
(p. 723) yantra বি. 1 মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র); 2 শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র); 3 বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র); 4 সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত); 5 জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র); 6 জাঁতা; 7 (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ̃ (জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র; 9 (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়। [সং. √ যন্ত্র্ + অ]। ̃ .কুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু। বি. ̃ .কৌশল। ̃ .তন্ত্র, ̃ .পাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্রঅনুরূপ অন্যান্য সরঞ্জাম। ̃ .দানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র। ̃ .বত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন। ̃ .বিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ। ̃ .বিদ্যা, ̃ .বিজ্ঞান বি. যন্ত্র নির্মাণব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering. ̃ .যুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে। ̃ .শালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর। ̃ .শিল্পী বি. 1 যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার; 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি। ̃ .সংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত। ̃ স্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন। 21)
যায়2
(p. 726) yāẏa2 ক্রি. গমন করে (দিন যায়)। [বাং. √.যাওয়া]। 45)
যৌগিক
যোধন
(p. 728) yōdhana বি. 1 যুদ্ধ; 2 যোদ্ধা; 3 যুদ্ধের অস্ত্র। [সং. √ যুধ্ + অন। 55)
যবিষ্ঠ, যবীয়ান
(p. 723) yabiṣṭha, yabīẏāna (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ। [সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]। 37)
যতী
যাত্রিক
যথা-যথ্য
(p. 726) yathā-yathya বি. যথার্থতা, যথাযথতা, [সং. যথার্থ + য]। 21)
যান
(p. 726) yāna বি. 1 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) 2 যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। ̃ .জট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্হা, jam. 26)
যা-তা
(p. 726) yā-tā দ্র যা2। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071068
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365028
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720656
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697387
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594193
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544109
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542048

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন