Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লিটার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লিটার এর বাংলা অর্থ হলো -

(p. 760) liṭāra বি. তরল পদার্থের ওজনের মাপবিশেষ [ইং. litre]।
46)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লাচাড়ি
(p. 758) lācāḍ়i বি. নৃত্যোপযোগী ত্রিপদ ছন্দবিশেষ বা উক্ত ছন্দে রচিত গান। [হি. লচারী]। লাচাড়ি টৌড়ি বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। 18)
লো
(p. 764) lō অব্য. স্ত্রীলোকের পরস্পর সম্বোধনসূচক শব্দবিশেষ, ওলো (সখী লো, লো সুন্দরী)। [প্রাকৃ. হলা]। 29)
লালা1
(p. 760) lālā1 বি. হিন্দুস্হানি কায়স্হের পদবিবিশেষ [হি.]। 20)
লাক্ষণিক, লাক্ষণ্য
(p. 757) lākṣaṇika, lākṣaṇya বিণ. 1 লক্ষণ-সংক্রান্ত; 2 লক্ষণযুক্ত; 3 লক্ষণস্বরূপ; 4 লক্ষণ বা লক্ষণাবৃত্তির দ্বারা বোধ্য; 5 গৌণ (লাক্ষণিক অর্থে); 6 দৈবজ্ঞ। [সং. লক্ষণ + ইক, য]। 33)
লব
(p. 756) laba বি. 1 (গণি.) বিভাজ্য অঙ্ক, numerator; 2 অতি সূক্ষ কালাংশ; 3 অতি অল্প অংশ, লেশ; 4 বিন্দু (জললব); 5 শ্রীরামচন্দ্রের দ্বিতীয় পুত্র। [সং. √ লু + অ]। 4)
লিগ
(p. 760) liga বি. 1 সংঘ (মুসলিম লিগ); 2 খেলার প্রতিযোগিতাবিশেষ (লিগ পর্যায়ে খেলা)। [ইং. ]। 42)
লাখো
(p. 758) lākhō বিণ. লাখ -এর কথ্য রূপ (লাখোবার তাকে বারণ করেছি)। [লাখ দ্র]। 3)
লটারি
(p. 755) laṭāri বি. সুরতি খেলা, ভাগ্যপরীক্ষার খেলা। [ইং. lottery]। 16)
লৈখিক
(p. 764) laikhika বিণ. লেখা-সম্বন্ধীয়, লেখ্য, লিখিত (লৈখিক পরীক্ষা, লৈখিক ভাষা)। [সং. লেখা + ইক]। 27)
লিস্ট
(p. 760) lisṭa (কথ্য) লিস্টি বি. তালিকা (লিস্ট মিলিয়ে দেখা, এ-নাম লিস্টিতে নেই) [ইং. list]। 60)
লহর
(p. 757) lahara বি. 1 ঢেউ; প্রবাহ (হাসির লহর); 2 শ্রেণী, সারি; 3 প্যাঁচ (সাতলহর হার)। [সং. লহরী]। 15)
লখা
(p. 753) lakhā ক্রি. (কাব্যে) 1 লক্ষ করা, দেখা ('কেহ নাহি লখে'); 2 নির্ধারণ বা উপলব্ধি করতে পারা; 3 চিনতে পারা; 4 নিশানা করতে পারা। [সং. √ লক্ষ্ + বাং. আ]। 32)
লতা
(p. 755) latā বি. 1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি; 2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)। ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো। [সং. √ লত + অ + আ]। ̃ .কুঞ্জ বি. লতায় ঘেরা বাগান। ̃ .গৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর। ̃ নে, ̃ নিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল। ̃ নো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)। বিণ. উক্ত অর্থে। ̃ .পাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা। ̃ .পাশ বি. লতা দিয়ে তৈরি জাল। ̃ .বিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ। ̃ .মণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ। ̃ য়িত বিণ. লতার মতো প্রসারিত। 21)
লঘিষ্ট
(p. 753) laghiṣṭa বিণ. 1 সর্বাপেক্ষা হালকা, লঘুতম; 2 সর্বাপেক্ষা ক্ষুদ্র, ক্ষুদ্রতম (লঘিষ্ট সংখ্যা); 3 অতি লঘু; 4 অতি ক্ষুদ্র। [সং. লঘু + ইষ্ট]। স্ত্রী. লঘিষ্টা। লঘিষ্ট সাধারণ গুণিতক, (সংক্ষেপে) লসাগু বি. (গণি.) দুই বা ততোধিক রাশিদ্বারা যে সর্বনিম্ন রাশিকে ভাগ করলে মিলে যায়। 43)
লক্ষিত
(p. 753) lakṣita বিণ. 1 দৃষ্ট, দেখা বা নজর করা হয়েছে এমন; 2 অনুভূত; 3 উদ্দিষ্ট; 4 নিশানা করা হয়েছে এমন (রাবণের প্রতি লক্ষিত বাণ); 5 লক্ষণাবৃত্তি দ্বারা জ্ঞাত বা অনুভূত। [সং. √ লক্ষ্ + ত]। স্ত্রী. লক্ষিতা। 26)
লেপা
(p. 764) lēpā ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। বিণ. উক্ত অর্থে। ̃ .পোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। বি. নিকানো। 12)
লজেঞ্চুস, লজেন্স
(p. 755) lajēñcusa, lajēnsa বি. (মুলত ছোটোদের জন্য) গুড় চিনি ইত্যাদির তৈরি চোষ্য মিঠাইবিশেষ। [ইং lozenges.]। 7)
লা৪
(p. 757) lā4 অব্য. নঞর্থক উপসর্গবিশেষ (লাচার, লাখেরাজ = লা+ খিরাজ)। [আ. লা]। 22)
লড়া2
(p. 755) laḍ়ā2 ক্রি. বি. 1 ষুদ্ধ করা বা পরস্পর শক্তিপরীক্ষা করা (কার সঙ্গে লড়ব, লড়ে যাও)। [হি. √ লড়- তু. সং. লড্]। ̃ ই বি. যুদ্ধ; পরস্পর শক্তিপরীক্ষা। ̃ কু বিণ. যুদ্ধের বা প্রতিযোগিতায় বা বিবাদে উত্সাহী এবং সহজে পিছিয়ে যায় না এমন (লড়াকু মেজাজ)। ̃ নো ক্রি. বি. লড়াই করানো, লড়াই লাগিয়ে বা নামিয়ে দেওয়া। বিণ. উক্ত অর্থে। ̃ .য়ে, লড়াইয়ে বিণ. 1 লড়াইকারী, জঙ্গি; 2 যুদ্ধপ্রিয়। ̃ .লড়ি বি. পরস্পর লড়াই; দৌড়াদৌড়ি। লড়িয়ে বিণ. লড়াইপ্রিয় বা লড়াইয়ে পটু। 20)
লিখিত
(p. 760) likhita বিণ. 1 লেখা হয়েছে এমন (লিখিত প্রমাণ, অলিখিত আইন); 2 রচিত (সুলিখিত কাব্য); 3 অঙ্কিত; 4 মৌখিক-এর বিপরীত (লিখিত পরীক্ষা)। [সং. √ লিখ্ + ত]। 39)
Ma_UI Bangla Font
Ma_UI
Download
View Count : 8308
Ittefaq (Lekhoni) Bangla Font
Ittefaq (Lekhoni)
Download
View Count : 11377
Century Gothic Bangla Font
Century Gothic
Download
View Count : 3679
Ekushey Saraswatii Bangla Font
Ekushey Saraswatii
Download
View Count : 14399
Jai Jai Din MJ (Bijoy) Bangla Font
Jai Jai Din MJ (Bijoy)
Download
View Count : 16492
BN-TT-Kaali Bangla Font
BN-TT-Kaali
Download
View Count : 3578

ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন