Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লুম্পেন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লুম্পেন এর বাংলা অর্থ হলো -

(p. 760) lumpēna বিণ. 1 দুর্বৃত্ত বা বদমাশ; 2 ভবঘুরে।
[ইং. জার্মান lumpen]।
87)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লাজুক
(p. 759) lājuka বিণ. 1 লজ্জাশীল; 2 সংকোচের জন্য লোকের সঙ্গে মিশতে বা সহজভাবে কথা বলতে পারে না এমন। [বাং. লাজ1 + উক]। 5)
লিকি
(p. 760) liki বি. লিক1 -এর রূপভেদ। 36)
লক-গেট
(p. 753) laka-gēṭa বি. বাঁধ জলাধার ইত্যাদির কপাট, জলকপাট। [ইং. lock gate]। 9)
লিঙ্গ
লহমা
(p. 757) lahamā বি. মুহুর্ত বা অতি অল্প সময় (এক লহমায় সব বুঝে নিল, 'হঠাত্ সহস্র দিন শেষ যেন এক লহমায়': অ. চ.) [আ. লম্হহ্]। 14)
লণ্ঠন, লন্-ঠন
(p. 755) laṇṭhana, lan-ṭhana বি. কাচ দিয়ে ঘেরা প্রদীপবিশেষ। [ইং. lantern]। 25)
লক্ষণ
লাখেরাজ
(p. 758) lākhērāja বিণ. নিষ্কর (লাখেরাজ জমি)। বি. নিষ্কর জমি। [আ. লা-খিরাজ]। 2)
লাভ
(p. 760) lābha বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ̃ .জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ̃ .বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি। 2)
লাখো
(p. 758) lākhō বিণ. লাখ -এর কথ্য রূপ (লাখোবার তাকে বারণ করেছি)। [লাখ দ্র]। 3)
ল্যাত-প্যাত
লাখ
(p. 757) lākha বি. লক্ষ1 এর কথ্যরূপ, 1√ সংখ্যা। [] বিণ. 1 এক লক্ষ-সংখ্যক; 2 (আল.) অগণিত, অসংখ্য। [সং. লক্ষ]। লাখ কথার এক কথা বহু কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা, সার কথা। ̃ .পতি বি. লক্ষাধিক টাকার মালিক। লাখ লাখ বিণ. অসংখ্য (লাখ লাখ লোক)। লাখে, লাখে, লাখো লাখো বিণ. অসংখ্য।
লেজার1
লামা2
(p. 760) lāmā2 বি. (প্রধানত) দক্ষিণ আমেরিকার উটের মতো কিন্তু উটের চেয়ে ছোটো প্রাণীবিশেষ। [স্পে. llama]। 6)
লঞ্চ
লিখি-তব্য
(p. 760) likhi-tabya বিণ. লেখনীয়, লিখতে হবে বা লেখা উচিত এমন। [সং. √ লিখ্ + তব্য]। 40)
লেবু2
(p. 764) lēbu2 বিণ. বোকা বা ক্যাবলা ধরনের। বি. বোকা বা ক্যাবলা ধরনের লোক। [দেশি]। 18)
লতা
(p. 755) latā বি. 1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি; 2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)। ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো। [সং. √ লত + অ + আ]। ̃ .কুঞ্জ বি. লতায় ঘেরা বাগান। ̃ .গৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর। ̃ নে, ̃ নিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল। ̃ নো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)। বিণ. উক্ত অর্থে। ̃ .পাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা। ̃ .পাশ বি. লতা দিয়ে তৈরি জাল। ̃ .বিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ। ̃ .মণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ। ̃ য়িত বিণ. লতার মতো প্রসারিত। 21)
লিখন
(p. 760) likhana বি. 1 লেখা (দ্রুত লিখন, শ্রুতলিখন); 2 লিপি, পত্র ('লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি': রবীন্দ্র); 3 অক্ষরবিন্যাস; 4 চিত্রণ; 5 অঙ্কন; 6 লিখিত বিষয় (ললাটের লিখন)। [সং. √ লিখ্ + অন]। ̃ .পদ্ধতি বি. লেখার বা রচনা করার ধারা। দেওয়ালের লিখন, দেওয়াল-লিখন বি. ভবিষ্যতের (পতন ও বিপর্যয়ের) আভাসদায়ক ঘটনা। [ইং. writing on the wall]-এর অনুবাদজাত]। 37)
লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুতস্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠবয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072245
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768037
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365465
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720828
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697666
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594378
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544562
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542154

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন