Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিদ্বেষ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকারণ
(p. 3) akāraṇa বিণ. কারণবিহীন (অকারণ বিদ্বেষ, অকারণ হাসি। ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি, শুধুশুধু (অকারণ হেসে চলেছে)। [সং. ন+কারণ]। অকারণে ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি ('অকারণে অকালে মোর পড়ল যখন ডাক': রবীন্দ্র)। 5)
অনু-শয়
(p. 31) anu-śaẏa বি. পূর্বে সঞ্জাত বিদ্বেষ, পূর্ববিদ্বেষ, সঞ্চিত বিদ্বেষ; অনুতাপ, অনুশোচনা। [সং. অনু + √ শী + অ]। অনু-শয়িত বিণ. অনুতপ্ত। 19)
অসূয়ক
(p. 72) asūẏaka বিণ. অন্যের গুণকে ঈর্ষা করে বা অস্বীকার করে এমন, বিদ্বেষী; নিন্দুক। বি. স্বভাবতই সবকিছুর প্রতি বিদ্বেষযুক্ত বা অসূয়াপরবশ ব্যক্তি, cynic (বি. প.)। [সং. অসূয় + অক]। 22)
অসূয়া
(p. 72) asūẏā বি. (পরের) গুণে দোষারোপ; (পরের) গুণ অস্বীকার; ঈর্ষা, বিদ্বেষ। [সং. √ অসূ (য আগম) + অ + স্ত্রী. আ]। ̃ পর, ̃ পর-তন্ত্র, ̃ পর-বশ বিণ. অসূয়াযুক্ত, ঈর্ষান্বিত। 23)
আক্রোশ
(p. 82) ākrōśa বি. বিদ্বেষ, ক্রোধ, গায়ের ঝাল (দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ)। [সং. আ + √ ক্রুশ্ + অ]। 11)
আখেজ, আখজ
(p. 82) ākhēja, ākhaja বি. শত্রুতা, বিদ্বেষ। [আ. আখজ]। 29)
ঘৃণা
(p. 270) ghṛṇā বি. 1 (নোংরামির কারণে) বিরাগ; বিদ্বেষ; বিতৃষ্ণা; অবজ্ঞা ও অশ্রদ্ধা; 2 লজ্জাবোধ বা অপমানবোধ (গালাগালিতে তার ঘৃণা হয় না); 3 দয়া, করুণা। [সং. √ঘৃণ্ + অ + আ]। ̃ র্হ, ঘৃণ্য বিণ. ঘৃণার যোগ্য। ̃ স্পদ বিণ. ঘৃণার পাত্র। ঘৃণিত বিণ. 1 ঘৃণা করা হয়েছে এমন; 2 ঘৃণার বিষয়ীভূত; 3 কদর্য, গর্হিত (ঘৃণিত কাজ)। ঘৃণী (-ণিন্) বিণ. 1 ঘৃণাকারী; 2 দয়ালু। 24)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
ঠাণ্ডা লড়াই
(p. 350) ṭhāṇḍā laḍ়āi বি. লড়াই বা যুদ্ধ নয় তবে মন কষাকষি এবং পারম্পরিক বিদ্বেষ (ওদের মধ্যে এখন ঠাণ্ডা লড়াই চলছে)। [বাং. ঠাণ্ডা + হি. লড়াই। ইং. cold war - এর অনুসরণে]। 26)
পর-দ্বেষ
(p. 488) para-dbēṣa বি. অন্যের প্রতি বিদ্বেষ বা হিংসা। [সং. পর3 + দ্বেষ। পর-দ্বেষী (-ষিন্) বিণ. পরকে হিংসা করে এমন। বিণ. স্ত্রী. পর-দ্বেষিণী। 133)
পর-হিংসা
(p. 495) para-hiṃsā বি. 1 পরের ক্ষতিসাধন; 2 অন্যের ক্ষতিসাধনের চিন্তা; 3 অন্যের প্রতি বিদ্বেষ। [সং. পর3 + হিংসা]। পর-হিংসক বিণ. বি অন্যের ক্ষতিকারক, অন্যের ক্ষতি করে এমন। 3)
পোষণ
(p. 534) pōṣaṇa বি. 1 পালন; 2 পুষ্টকরণ (শরীরপোষণ); 3 মনে ধারণ (মত পোষণ, বিদ্বেষ পোষণ); 4 পুষ্টি। [সং. √ পুষ্ + অন]। পোষণীয়, পোষ্য বিণ. পোষণের যোগ্য, পোষণ করতে হবে এমন; প্রতিপাল্য। 34)
প্রধূমিত
(p. 546) pradhūmita বিণ. 1 বিশেষভাবে ধূমায়িত; 2 জ্বলনোন্মুখ (প্রধূমিত বিদ্বেষবহ্নি)। [সং. প্র + √ ধূম্ + ইত]। স্ত্রী. প্রধুমিতা। 35)
প্রসূ
(p. 552) prasū বিণ. (সমাসে পরপদে) প্রসবকারিণী, উত্পাদনকারিণী (ফলপ্রসূ, বীরপ্রসূ, স্বর্ণপ্রসূ)। বি. জননী। [সং. প্র + √ সূ + ক্বিপ্]। ̃ ত বিণ. 1 সঞ্জাত (বিদ্বেষপ্রসূত); 2 উত্পন্ন; 3 গর্ভ থেকে ভূমিষ্ঠ (সদ্যোপসূত সন্তান)। ̃ তা বিণ. (স্ত্রী.) 1 উত্পন্না; ভূমিষ্ঠা; 2 সন্তান প্রসব করেছে এমন। ̃ তি বি. 1 প্রসবিনী, জননী; 2 (বিরল) উত্পত্তি, কারণ। [সং. প্র + √ সূ + তি]। 17)
প্রাদেশিক
(p. 554) prādēśika বিণ. 1 প্রদেশসম্বন্ধীয়; 2 প্রদেশজাত, প্রদেশে তৈরি, প্রদেশে উত্পন্ন; 3 দেশের অংশবিশেষে সীমাবদ্ধ (প্রাদেশিক শব্দ); 4 সমগ্র দেশে বিস্তৃত না হয়ে নিজ প্রদেশে নিবদ্ধ (প্রাদেশিক মনোভাব)। [সং. প্রদেশ + ইক]। ̃ তা বি. 1 প্রাদেশিক বৈশিষ্ট্য; 2 ভাষার প্রাদেশিক বিকার; 3 নিজ প্রদেশের প্রতি অন্যায় পক্ষপাত এবং অপর প্রদেশের প্রতি বিদ্বেষ। 47)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বর্ণপরিচয়, বর্ণবিদ্বেষ, বর্ণবিপর্যয়, বর্ণবৈচিত্র্য, বর্ণমালা, বর্ণশ্রেষ্ঠ
(p. 580) barṇaparicaẏa, barṇabidbēṣa, barṇabiparyaẏa, barṇabaicitrya, barṇamālā, barṇaśrēṣṭha দ্র বর্ণ। 100)
বিদ্বিষ্ট
(p. 614) bidbiṣṭa বিণ. 1 বিদ্বেষ বা হিংসার পাত্র, বিদ্বেষভাজন; 2 বিদ্বেষকারী, দ্বেষক (তুমি তাঁর প্রতি বিদ্বিষ্ট)। [সং. বি + √ দ্বিষ্ + ত]। 36)
বিদ্বেষ
(p. 614) bidbēṣa বি. 1 ঈর্ষা, হিংসা; 2 শত্রুতা। [সং. বি + √ দ্বিষ্ + অ]। ̃ ণ বি. হিংসা করা; শত্রুতাসাধন। ̃ পরায়ণ বিণ. ঈর্ষান্বিত, অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা পোষণ করে এমন, দ্বেষশীল। ̃ প্রসূত বিণ. হিংসা থেকে সৃষ্ট; হিংসার জন্য কৃত। ̃ বুদ্ধি বি. ঈর্ষা বা শত্রুতার মনোভাব (বিদ্বেষবুদ্ধি ত্যাগ করে দেশের কাজে নামা)। ̃ মূলক বিণ. বিদ্বেষসম্বন্ধীয়; ঈর্ষামূলক; শত্রুতামূলক। বিদ্বেষানল বি. প্রবল বিদ্বেষ; বিদ্বেষবুদ্ধিজনিত আগুন অর্থাত্ তীব্র যন্ত্রণা। বিদ্বেষী (-ষিন্), বিদেষ্টা (-ষ্টৃ) বিণ. বি. বিদ্বেষকারী; শত্রু। 37)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
বিষানো
(p. 627) biṣānō ক্রি. বি. 1 বিষাক্ত হওয়া (ঘা বিষিয়ে উঠেছে); 2 যন্ত্রণাপূর্ণ হওয়া, টাটানো; 3 (আল.) বিদ্বেষপূর্ণ করা বা হওয়া (মন বিষিয়ে দিয়েছ)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. বিষা + আনো]। 44)
বৈর
(p. 644) baira বি. শত্রুতা (জাতিবৈর)। [সং. বীর + অ]। ̃ নির্যাতন বি. শত্রুপীড়ন, শত্রুর প্রতি প্রতিহিংসা গ্রহণ। ̃ সাধন বি. শত্রুতা করা। বৈরিতা বি. শত্রুতা; বিদ্বেষ। বৈরী (-রিন্) বিণ. বি. শত্রু, বিদ্বেষী। বৈরী-দমন বি. শত্রুদমন। বৈরী-ভাবাপন্ন বিণ. শত্রুর মতো মনোভাবযুক্ত, শত্রুভাবাপন্ন। 60)
মজ্জা
(p. 676) majjā বি. জীবদেহের হাড়ের মধ্যে যে নরম স্নেহজাতীয় পদার্থ থাকে। [সং √ মস্জ্ + অ + আ]। ̃ .গত বিণ. 1 অন্তর্নিহিত, জন্মগত, অবিচ্ছেদ্য (মজ্জাগত সন্দেহ, মজ্জাগত বিদ্বেষ, মজ্জাগত সংস্কার); 2 অসংশোধনীয়। 21)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
রিষ,
(p. 743) riṣa, (বিরল) রেষ বি. আক্রোশ, দ্বেষ। [সং. √ রিষ্ + অ]। রেষা-রেষি, রিষা-রিষি বি. পরস্পর বিদ্বেষ; বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দিতা। 67)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074231
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768707
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366117
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545217
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন