Bangla Meaning of কানকো

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services. Bangla meaning of কানকো is as below...

কানকো : (p. 181) kānakō বি. মাছের ফুলকোর উপরের শক্ত আবরণ। [সং. কর্ণকূপ]। 21)

[অ] [আ] [ই] [ঈ] [উ] [ঊ] [ঋ] [এ] [ঐ] [ও] [ঔ] [ক] [খ] [গ] [ঘ] [চ] [ছ] [জ] [ঝ] [ট] [ঠ] [ড] [ঢ] [ত] [থ] [দ] [ধ] [ন] [প] [ফ] [ব] [ভ] [ম] [য] [র] [ল] [শ] [ষ] [স] [হ] [ ক্ষ]

 


Write your word as a bangla and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


কাঁকর
(p. 174) kān̐kara বি. পাথরের ছোট কুঁচি। [সং. কর্কর, কঙ্কর]। কাঁকুরে বিণ. কাঁকরযুক্ত (কাঁকুরে মাটি)। 46)
কথ্য
(p. 160) kathya বিণ. 1 বলার যোগ্য বা বলা উচিত এমন; কথনীয়, বক্তব্য; 2 কথাবার্তায় ব্যবহৃত (কথ্যভাষা)। [সং. √ কথ্ + য]। 17)
কবিলা
(p. 164) kabilā বিণ. (বিরল) স্ত্রী, পত্নী। [আ. ক'বীলা]। 27)
কেদারা2
(p. 206) kēdārā2 বি. চেয়ার (আরামকেদারা)। [পো. cadeira কাদেইরা]। 19)
কফিন
(p. 164) kaphina বি. সমাধিস্হ করার পূর্বে মৃতদেহ সংরক্ষণ করার জন্য ব্যবহৃত আধার বা বাক্স। [ইং. coffin]। 3)
কমিউনিজম
(p. 164) kamiunijama বি. কার্ল মার্কস প্রবর্তিত সাম্যবাদ। [ই. communism]। কমিউনিস্ট বি. বিণ. সাম্যবাদে বিশ্বাসী, সাম্যবাদী। 58)
কচর-মচর, কচর-কচর
(p. 156) kacara-macara, kacara-kacara অব্য. চিবানোর বা তর্কবিতর্কের বা গোলমালের অনুকারধ্বনি। 38)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
কুসংস্কার
(p. 201) kusaṃskāra বি. যুক্তিহীন ভ্রান্ত ধারণা বা ধর্মবিশ্বাস, গোঁড়ামি, superstition. [সং. কু + সংস্কার]। ̃ মূলক বিণ. কুসংস্কার থেকে উত্পন্ন। কুসংস্কারাচ্ছন্ন বিণ. কুসংস্কারে অন্ধ বা মোহগ্রস্ত। 33)
করিত-কর্মা
(p. 167) karita-karmā বিণ. কর্মকুশল; চৌকস। [সং. কৃতকর্মন্]। 33)
কাত্যায়নী
(p. 181) kātyāẏanī বি. দুর্গাদেবী (সর্বাগ্রে কাত্যায়ন মুনি এঁর উপাসনা করেন বলে এই নাম)। [সং. কাত্যায়ন + ঈ]। 11)
কাষ্ঠিকা
(p. 188) kāṣṭhikā বি. কাঠি; কাঠের ছোট বা সরু টুকরো। [সং. কাষ্ঠ + ইক + আ]। 37)
কাঠা1
(p. 179) kāṭhā1 বি. 1 জমির পরিমাণবিশেষ, 72 বর্গফুট পরিমাণ; 2 ধান বা ওইজাতীয় শস্যের পরিমাপ করার পাত্র, রেক। [সং. কাষ্ঠা]। ̃ কালি বি. জমির আয়তন বা কাঠার পরিমাণ বিষয়ক হিসাব। ̃ কিয়া বি. একশত পর্যন্ত কাঠা গণনা। 32)
কুবাসনা
(p. 197) kubāsanā বি. মন্দ ইচ্ছা; অসত্ অভিপ্রায়; দুরভিসন্ধি। [সং. কু + বাসনা]। 23)
কুপরামর্শ
(p. 197) kuparāmarśa বি. অসত্ পরামর্শ; কুমন্ত্রণা। [সং. কু + পরামর্শ]। 2)
কর1
(p. 166) kara1 বিণ. 1 যে করে, কারক; 2 জনক, উত্পাদনকারী (সুখকর); 3 নির্মাতা (চিত্রকর)। [সং. √ কৃ + অ]। বিণ. (স্ত্রী.) -করী (অর্থকরী বিদ্যা)। 17)
কলাতি-ক্রম, কালাতি-পাত, কালাত্যয়
(p. 186) kalāti-krama, kālāti-pāta, kālātyaẏa বি. সময়ক্ষেপ, সময়যাপন, সময় কাটানো। [সং. কাল2 + অতিক্রম, অতিপাত, অত্যয়]। 43)
কচ৪
(p. 156) kaca4 বি. 1 কলম ইত্যাদির সূক্ষ্মভাব, কত; 2 জমি ইমারত ইত্যাদির তেরচাভাবে বেরিয়ে-থাকা অংশ। [ফা. কজ্]। 35)
কোতোয়াল
(p. 210) kōtōẏāla বি. নগররক্ষক, কোটাল; থানাদার। [ফা. কোত্ওয়াল্]। কোতোয়ালি বি. 1 কোতোয়ালের পদ বা কাজ; 2 থানা। 10)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
Random Fonts
Progoty Bangla Font
Progoty
Download
View Count : 2738
ShurmaP Bangla Font
ShurmaP
Download
View Count : 3210
Mukti Narrow Bangla Font
Mukti Narrow
Download
View Count : 7733
ChandrabatiMJ Bangla Font
ChandrabatiMJ
Download
View Count : 30081
NorsundaMJ Bangla Font
NorsundaMJ
Download
View Count : 10700
Adbid13 Bangla Font
Adbid13
Download
View Count : 2281
Ekushey Puja Bangla Font
Ekushey Puja
Download
View Count : 12049
Charu Chandan Bangla Font
Charu Chandan
Download
View Count : 15328
Adbid4 Bangla Font
Adbid4
Download
View Count : 1157
Mistral Bangla Font
Mistral
Download
View Count : 1428

ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন