Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গার়্ড এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গার়্ড এর বাংলা অর্থ হলো -

(p. 246) gār়ḍa বি. 1 রক্ষী; 2 (পরীক্ষা ইত্যাদিতে) নজরদার invigilator; 3 চলন্ত রেলগাড়ির ভারপ্রাপ্ত কর্মচারীবিশেষ।
[ইং. guard]।
গার়্ড করা ক্রি. বি. নজর রাখা ও আটকানো বা ঠেকানো; আড়াল করে রাখা এবং রক্ষা করা।
গার্ড দেওয়া ক্রি. বি. পাহারা দেওয়া; নজরদারি করা।
90)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গিরি2
(p. 246) giri2 বি. 1 পর্বত, পাহাড়; 2 দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ। [সং. √গৃ+ ই]। ̃ কন্দর, ̃ গহ্বর, ̃ গুহা বি. পর্বতের গুহা। ̃ কুমারী, ̃ জা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী। ̃ জায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা। ̃ তল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ। ̃ দরী বি. পর্বতগুহা। ̃ দুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ। ̃ নন্দিনী - গিরিকুমারী -র অনুরূপ। ̃ পথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ। ̃ বর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়। ̃ বর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ। ̃ মল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল। ̃ মাটি বি. গৈরিক বা গেরি মাটি। ̃ রাজ বি. হিমালয়। ̃ রানি বি. গিরিজায়া -র অনুরূপ। ̃ শ়ৃঙ্গ বি. পর্বতের চূড়া, শৈলশিখর। ̃ সংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়। 119)
গুম্ফ
(p. 253) gumpha বি. 1 গোঁফ; 2 গুচ্ছ। [সং. √গুন্ফ্ + অ]। 22)
গৈরেয়
(p. 256) gairēẏa বি. 1 গিরিমাটি; 2 পর্বতে উত্পন্ন বস্তু। [সং. গিরি + এয়]। 44)
গুবরে পোকা
(p. 253) gubarē pōkā বি. পচা গোবরে জাত কীটবিশেষ। [বাং. গোবরে পোকা]। 8)
গবী
(p. 241) gabī বি. গাভী; গাই গোরু। [সং. গো + ই]। 12)
গণ-সংগীত
গাঁইয়া
(p. 245) gām̐iẏā বিণ. গেঁয়ো; গেঁয়ো স্বভাববিশিষ্ট। [বাং. গাঁ + ইয়া]।
গোবশা
(p. 256) gōbaśā বি. যে গাভী প্রসব করে না, বন্ধ্যা গাভী। [সং. গো+বশা (বন্ধ্যা) সমাসান্ত]। 111)
গোময়
(p. 256) gōmaẏa বি. গোবর, গোরুর মল। [সং. গো + ময়ট্]। 120)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায়প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবলদীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্তসুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গেরো-বাজ
গণী-ভূত
(p. 236) gaṇī-bhūta বিণ. 1 জাতিগত; 2 গণের বা দলের অন্তর্ভুক্ত; সম্প্রদায়ভুক্ত। [সং. গণ + ঈ (চিব) + √ভূ + ত]। 54)
গুল্ম
(p. 253) gulma বি. 1 ঝাড়বিশিষ্ট ছোট গাছ; 2 কাণ্ডহীন গাছ; 3 সৈন্যের ঘাঁটি বা থানা ; 4 পুরাণোক্ত সৈন্যসংখ্যাবিশেষ-1 গুল্মে 9 হস্তি 9 রথ 27 অশ্ব ও 45 পদাতি থাকে; 5 প্লীহাবৃদ্ধি রোগ। [সং. √গুড়্ (বেষ্টন করা) + ম]। 52)
গুণীভূত ব্যঙ্গ্য
গান্ধার
গুপ্ত
গোপ্তা1
(p. 256) gōptā1 দ্র গোত্তা। 104)
গতানু-গতিক
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ডশাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্রদূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তীক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2089940
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1774832
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1372563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723700
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 701257
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596739
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 553193
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543584

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন