Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝুরা2, (কথ্য) ঝুরো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝুরা2, (কথ্য) ঝুরো এর বাংলা অর্থ হলো -

(p. 339) jhurā2, (kathya) jhurō বিণ. 1 গুঁড়ানো, চূর্ণিত; 2 শুষ্কঝুরঝুরে (ঝুরো মাটি)।
[তু. সং. চূর্ণ]।
ঝুরা-ঝুরা, ঝুরো-ঝুরো বিণ. ঝুরঝুরে।
14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝামেলা
(p. 336) jhāmēlā বি. 1 ঝঞ্ঝাট, ফ্যাসাদ (খুব ঝামেলায় পড়েছি); 2 জটিলতা (এতে কোনো ঝামেলা নেই, এ তো সোজা ব্যাপার); 3 বিবাদ, হাঙ্গামা (এই সামান্য ব্যাপার নিয়ে আর ঝামেলা কোরো না)। [হি. ঝমেলা]। ̃ বাজ বিণ. ঝামেলা বা ঝঞ্ঝাট বাধায় বা বাধাতে ভালোবাসে এমন। 38)
ঝিল
ঝোড়া2, ঝোড়ানো
(p. 339) jhōḍ়ā2, jhōḍ়ānō যথাক্রমে ঝুড়াঝুড়ানো -র চলিত রূপ। 32)
ঝড়
(p. 334) jhaḍ় বি. প্রচণ্ড বায়ুপ্রবাহ, ঝটিকা। [প্রাকৃ. ঝড়ী] ̃ জল বি. ঝড় ও বৃষ্টি। ̃ ঝাপটা বি. 1 ঝড়ের তাড়না বা দমক; 2 (আল.) বিপদ-আপদ (জীবনে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এসেছি)। 22)
ঝুঁকা, ঝোঁকা
(p. 338) jhun̐kā, jhōn̐kā বি. ক্রি. 1 হেলে পড়া, সামনের দিকে বা নীচের দিকে নত হওয়া (ঝুঁকে দেখবার চেষ্টা করছে); 2 আকৃষ্ট হওয়া (খেলার দিকে মন ঝুঁকেছে)। বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ঝুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 হেলানো, নত করা; 2 আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। বিণ. উক্ত সব অর্থে। 26)
ঝা়ড়ে-বংশে, ঝাড়ে-মূলে
(p. 336) jhā়ḍ়ē-baṃśē, jhāḍ়ē-mūlē ক্রি-বিণ. একেবারে নির্মূল করে; নির্বংশ বা নিশ্চিহ্ন করে; সম্পূর্ণভাবে (ঝাড়েবংশে শেষ করে দিতে হবে)। [বাং. ঝাড় + সং. মূল + বাং. এ]। 30)
ঝুড়ি
(p. 338) jhuḍ়i বি. বাঁশ বেত প্রভৃতি দিয়ে তৈরি বড় চুপড়ি বা চ্যাঙারি। [মুণ্ডারি ঝুরি (=ডালপালা)]। ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)। 34)
ঝাড়পোঁছ, ঝাড়ফুঁক
ঝালা2, ঝালাই
(p. 336) jhālā2, jhālāi বি. 1 পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; 2 ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)। [হি. √ ঝাড়]। ̃ নো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)। 46)
ঝাঁকুনি
(p. 336) jhān̐kuni দ্র ঝাঁকা2। 3)
ঝাঁজর2, ঝাঁঝর2
ঝাঁপ1
(p. 336) jhām̐pa1 বি. 1 আচ্ছাদন, ঢাকনি; 2 বাঁশ দরমা ইত্যাদির ঝুলানো কপাট (দোকানের ঝাঁপ ফেলা); 3 তাঁতে টানার সুতোর যে ফাঁকের মধ্য দিয়ে মাকু চলে। [হি.-তু. ঝাঁপা3]। 13)
ঝিম
(p. 338) jhima বি. তন্দ্রাবেশ, ক্লান্তি প্রভৃতির দরুন আচ্ছন্নতা, অবসন্ন ভাব (দুপুরে খাওয়ার পর ঝিম ধরে)। বিণ. তন্দ্রা ইত্যাদির জন্য অবশ বা আচ্ছন্ন (ঝিম হয়ে বসে থাকা)। [বাং. √ ঝিমা]। 11)
ঝল্লক
(p. 334) jhallaka বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর, ঝাঁঝ, করতাল। [সং. ঝল্ল + ক (স্বার্থে)]। 48)
ঝরা
(p. 334) jharā ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ̃ নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। বি. বিণ. উক্ত দুই অর্থে। 39)
ঝটা-পটি
ঝোড়ো
(p. 339) jhōḍ়ō বিণ. 1 ঝড়সম্বন্ধীয়; 2 ঝড়যুক্ত (ঝোড়ো বাতাস); 3 ঝড় সৃষ্টিকারী (ঝোড়ো মেঘ); 4 ঝড়ে পীড়িত (ঝোড়ো কাক); 5 ঝড়ে পড়েছে এমন (ঝোড়ো আম)। [বাং. ঝড় + উয়া ও]। 33)
ঝুড়া, ঝোড়া
(p. 338) jhuḍ়ā, jhōḍ়ā ক্রি. বি. গাছের অনাবশ্যক ডালপালা ছাঁটা। বিণ. উক্ত অর্থে। [তু. ঝাড়া]। ̃ নো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো। বিণ. উক্ত অর্থে। 33)
ঝংকার, ঝঙ্কার
(p. 334) jhaṅkāra, jhaṅkāra বি. 1 মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); 2 গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি ('ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ': বি. গু.); 3 তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা ('ঝঙ্কারিবে অলি')। ঝংকৃতি বি. ঝংকার। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069382
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767041
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364195
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720358
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697072
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543052
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541891

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন