Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঠাঁই2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঠাঁই2 এর বাংলা অর্থ হলো -

(p. 350) ṭhām̐i2 বি. 1 স্হান (সে গেল কোন ঠাঁই?); 2 আহারে বসার স্হান (ঠাঁই করা হয়েছে, খাবে এসো); 3 খালি জায়গা ('ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী': রবীন্দ্র); 4 থই, তলদেশ (নদীতে ঠাঁই পাওয়া যায় না)।
অনু. নিকট, কাছে ('চলেছে গৌরের ঠাঁই')।
[সং. স্হান হি. ঠাঁও-তু. সাঁও ঠাঁই]।
ঠাঁই ঠাঁই বিণ. পৃথক (ভাই ভাই ঠাঁই ঠাঁই)।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঠেসা
(p. 350) ṭhēsā ক্রি. 1 ঠেস দেওয়া; 2 ঘেঁষা; 3 ঠাসা, মর্দন করা। [হি. ঠেসনা]। ̃ ঠেসি বি. ঠাসাঠাসি; গাদাগাদি। ̃ ন বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)। ̃ নো ক্রি. বি. 1 হেলানো; 2 ভেজানো (দরজা ঠেসানো); 3 বক্রোক্তি করা। বিণ. উক্ত সব অর্থে। 64)
ঠেঁটা, ঠ্যাঁটা
ঠুকা, ঠোকা
(p. 350) ṭhukā, ṭhōkā বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক ঠক]। ̃ ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র। 44)
ঠসক
(p. 350) ṭhasaka বি. 1 গর্বিত ভাবভঙ্গি, গুমর; 2 ছলাকলা, ঠমক, ঠাট। [হি. ঠসক্]। 12)
ঠেস
(p. 350) ṭhēsa বি. 1 হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); 2 যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); 3 ঠেকনা; 4 আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); 5 খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]। 63)
ঠাম
(p. 350) ṭhāma বি. 1 স্হান, ঠাঁই ('রইল কোন ঠাম': গো. দা); 2 নিকট ('রাধার ঠাম': চণ্ডী); 3 গঠন, মূর্তি (বঙ্কিম ঠাম); 4 রূপ, শ্রী (সুঠাম দেহ); 5 ঢং, ধরন ('চূড়ার টালনি বামে মউরচন্দ্রিকা ঠামে': জ্ঞান)। [সং. স্হান হি. ঠাম]। 27)
ঠেলা
(p. 350) ṭhēlā বি. 1 ধাক্কা (ঠেলা দেওয়া); 2 বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে দেওয়া (নৌকাটাকে ঠেলতে হবে); 3 সংকট, দায় (ঠেলা সামলানো); 4 হাত দিয়ে ঠেলে চালাতে হয় এমন মালবাহী গাড়িবিশেষ (ঠেলাওয়ালা)। ক্রি. 1 ধাক্কা দেওয়া; 2 জোরে আঘাত করে অগ্রসর করানো; 3 অগ্রাহ্য বা অমান্য করা (কথা ঠেলা); 4 বর্জন করা ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.); 5 একঘরে করা (জাতে ঠেলা)। [হি. ঠেলনা]। ̃ গাড়ি বি. যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ̃ ঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)। ঠেলার নাম বাবাজি চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে। 62)
ঠেঙ্গে, ঠেঞে
(p. 350) ṭhēṅgē, ṭhēñē (প্রা. বাং.) অনু. কাছে, কাছ থেকে (তার ঠেঞে নিতে হবে)। [বাং. ঠাঁই]। 61)
ঠ্যাং
(p. 353) ṭhyā বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]। 4)
ঠুনকা1, (কথ্য) ঠুনকো1
(p. 350) ṭhunakā1, (kathya) ṭhunakō1 বিণ. 1 ভঙ্গুর, সহজেই ঠুন করে ভেঙে যায় এমন; 2 (আল.) অসার, ক্ষণস্হায়ী (ওসব ঠুনকো কথার কোনো দাম নেই)। [বাং. ঠুন + কা]। 47)
ঠক2
(p. 350) ṭhaka2 বি. কঠিন বস্তু ঠোকার বা তার সঙ্গে সংঘর্ষের আওয়াজ (দেওয়ালে মাথা ঠক করে লাগল)। [ধ্বন্যা.]। ঠক ঠক বি. ক্রি-বিণ. 1 ক্রমাগত ঠক শব্দ; 2 দ্রুত এবং প্রবলভাবে (ঠক ঠক করে কাঁপা)। ̃ ঠকানি বি. ঠক ঠক শব্দ; জোর কাঁপুনি। ̃ ঠকানো ক্রি. বি. 1 ঠক ঠক শব্দ করা; 2 ভয়ে বা শীতে প্রবলভাবে কম্পিত হওয়া; 3 খালি অবস্হায় কাঠের বা মাটির পাত্র নেড়ে দেখা (ভাঁড়ে ঘি নেই, ঠকঠকালে কী হবে?)। ̃ ঠকি বি. তাঁতবিশেষ। 5)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
ঠুং
(p. 350) ṭhu বি. ঠং-এর চেয়ে মৃদুতর শব্দ। [ধ্বন্যা.]। ঠুং ঠুং বি. ক্রমাগত ঠুং শব্দ। 39)
ঠুংরি
ঠুমকি
(p. 350) ṭhumaki বি. নৃত্যভঙ্গিবিশেষ। [হি. ঠুমুক-তু. বাং. ঠমক]। 49)
ঠং
ঠেক1
(p. 350) ṭhēka1 বি. (অশোভন) 1 আশ্রয়; 2 আড্ডা (চায়ের দোকানটা এখন তার নতুন ঠেক হয়েছে)। [হি. ঠেক]। 55)
ঠিকরানো
(p. 350) ṭhikarānō ক্রি. বি. 1 ছড়িয়ে পড়া (আলো ঠিকরে পড়ছে, মুক্তোগুলো চার দিকে ঠিকরে পড়ল); 2 বিচ্ছুরিত হওয়া, বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো); 3 তীব্র আলোক সহ্য করতে না পারা (আলোয় চোখ ঠিকরে আসছে); 4 বেরিয়ে আসা (চোখ যেন ঠিকরে আসছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. ঠক্কর? ঠীকরা?]। 35)
ঠিকরা, (কথ্য) ঠিকরে
(p. 350) ṭhikarā, (kathya) ṭhikarē বি. তামাকের কলিকায় ছিদ্র বন্ধ করার ছোট ঢিল। [হি. টিকরা]। 34)
ঠুক
(p. 350) ṭhuka বি. ঠক অপেক্ষা মৃদুতর শব্দ। [ঠক2 দ্র]। ঠুক ঠুক বি. ক্রমাগত ঠুক শব্দ (স্যাকরার ঠুক ঠুক)। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073315
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768389
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365805
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720964
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697917
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594552
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544962
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন