Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাহা2, বাওয়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাহা2, বাওয়া এর বাংলা অর্থ হলো -

(p. 605) bāhā2, bāōẏā ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)।
[সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
37)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিদ্যুত্
(p. 614) bidyut বি. (সাধারণত) মেঘে মেঘে ঘর্ষণের ফলে উত্পন্ন আলোকশক্তি; বিজলি, তড়িত্, ক্ষমপ্রভা। [সং. বি + দ্যুত্ + ক্বিপ্]। ̃ কটাক্ষ বি. বিদ্যুতের মতো তীব্র অর্থাত্ মর্মস্পর্শী চাহনি। ̃ প্রভ বিণ. বিদ্যুতের মতো চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যযুক্ত। স্ত্রী. ̃ প্রভা। ̃ স্পন্দন, ̃ স্ফুরণ বি. বিদ্যুতের চমক। ̃ স্পৃষ্ট বিণ. বিদ্যুতের আকস্মিক আঘাত বা স্পর্শ পেয়েছে এমন; তড়িত্-আহত, electrocuted. ̃ স্ফুলিঙ্গ বি. বিদ্যুতের কণা। বিদ্যুদ্-গর্ভ বিণ. বিদ্যুত্পূর্ণ। বিদ্যুদ্-বেগে ক্রি-বিণ. অতি দ্রুত বেগে। বিদ্যুদ্দাম, বিদ্যুন্মালা বি. বিদ্যুতের মালার মতো রেখাসমূহ; বিদ্যুতের স্ফুরণ; বিদ্যুত্। বিদ্যুদ্দীপ্তি বি. বিদ্যুতের আলো। বিদ্যুদ্দীপ্ত বিণ. বিদ্যুতের আলোকে উদ্ভাসিতা। বিদ্যুদ্বিকাশ বিণ. বিদ্যুতের স্ফুরণ। ̃ বিদ্যুল্লতা, ̃ লতা, বিদ্যুল্লেখা, বিদ্যুত্-লেখা বি. লতার মতো সরু বিদ্যুতের রেখা; বিদ্যুত্স্ফুরণ। বিদ্যুত্বান্ (-ত্বত্) বি. মেঘ।
বরাঙ্গনা
(p. 580) barāṅganā বি. 1 উত্তমা নারী; 2 সুন্দরী নারী। [সং. বর + অঙ্গনা]। 63)
বাছাধন
(p. 595) bāchādhana দ্র বাছা1। 2)
বকুনি
(p. 573) bakuni বি. 1 তিরস্কার, ভর্ত্সনা, ধমক (মায়ের কাছে বকুনি খাবে); 2 বকবক করা, বকবকানি। [বাং. √ বক্ ( সং. বুক্ক) + অন = বকন + বাং. ই]। 19)
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বর্ষা-কালীন
বালিশ
বরাহ
বর্ষাতি2
(p. 580) barṣāti2 বিণ. বর্ষাকালে জাত বা উত্পন্ন (বর্ষাতি ফসল)। [সং. বর্ষজাত বর্ষাত + বাং. ই]। 139)
বপ্র
বিজিগীষা
(p. 611) bijigīṣā বি. বিজয়লাভের ইচ্ছা, জয়কামনা, জয়লিপ্সা। [সং. বি + √ জি + সন্ + অ + আ]। বিজিগীষু বিণ. বিজয়লাভে ইচ্ছুক। 41)
বাহু
(p. 605) bāhu বি. 1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ; 2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা। [সং. √ বাধ্ + উ]। ̃ ডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন। ̃ ত্র, ̃ ত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ। ̃ বন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ। ̃ বন্ধন বি. আলিঙ্গন। ̃ বল বি. গায়ের জোর। ̃ মূল বি. বগল, কক্ষ। ̃ যুদ্ধ বি. 1 কুস্তি, মল্লযুদ্ধ; 2 হাতাহাতি। ̃ লতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু। 52)
বিচ্ছেদ
বিক্রীড়িত
(p. 605) bikrīḍ়ita বি. নানাপ্রকার খেলা। [সং. বি + √ ক্রীড়্ + ত]। 110)
বখা
(p. 573) bakhā ক্রি. 1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে); 2 বখানো। বি. উক্ত উভয় অর্থে। বিণ. 1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না); 2 বাচাল, ফাজিল। [সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]। ̃ ট, ̃ টে বিণ. বখে গেছে এমন। ̃ নো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)। বিণ. উক্ত অর্থে। ̃ মি, ̃ মো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা। 39)
বকা1
(p. 573) bakā1 ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি ব়ড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। ̃ ঝকা বি. বকুনি, তিরস্কার। ̃ বকি বি. 1 তিরস্কার, বকুনি; 2 বিতর্ক; 3 কলহ। 16)
বর্তা, বর্তানো
(p. 580) bartā, bartānō ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। 116)
বর্গীয়, বর্গ্য
(p. 580) bargīẏa, bargya দ্র বর্গ। 90)
বিভেদ
(p. 621) bibhēda বি. 1 প্রভেদ, পার্থক্য; 2 দলাদলি (বিভেদ তুলে একসঙ্গে কাজ করা); 3 বিভাগ; 4 বিদারণ, বিদীর্ণ করা। [সং. বি + ভেদ]। ̃ ক বিণ. বিভেদকারী। ̃ কামী (-মিন্) বিণ. বিভেদ বা অনৈক্য কামনা করে এমন। ̃ ন বি. বিভেদ করা; বিদারণ। ̃ পন্হী বিণ. বিভেদ বা অনৈক্য সৃষ্টি করে বা তাকে সমর্থন করে এমন। 51)
বৈষ্ণব
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074064
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768665
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366053
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698046
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594635
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545159
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন