Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বুদ্ধি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বুদ্ধি এর বাংলা অর্থ হলো -

(p. 633) buddhi বি. 1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি); 2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়; 3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক); 4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি); 5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?); 6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)।
[সং. √ বুধ্ + তি]।
বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা।
গম্য,গ্রাহ্য
বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন।
চাতুর্য
বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল।
জীবী
(-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি।
বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান।
নাশ,ভ্রংশ,ভ্রম,লোপ
বি. বুদ্ধির লোপ।
বৃত্তি
বি. জ্ঞানলাভের মানসিক শক্তি, বুদ্ধিরূপ শক্তি।
ভ্রংশ
বি. বুদ্ধিনাশ।
ভ্রষ্ট
বিণ. বুদ্ধিনাশ হয়েছে এমন।
মত্তা
বি. বুদ্ধিশলিতা, মনীষা, ধীশক্তি।
মান (-মত্) বিণ. বুদ্ধিযুক্ত, জ্ঞানী; চালাক।
স্ত্রী.মতী।
বুদ্ধির ঢেঁকি বি. আকট বোকা, নির্বোধ লোক।
শুদ্ধি
বি. বিচার-বিবেচনার শক্তি।
শূন্য,হীন
বিণ. নির্বোধ, বোকা।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বরকর্তা
(p. 580) barakartā দ্র বর। 33)
বীর্য
(p. 630) bīrya বি. 1 বীরত্ব, শৌর্য; 2 তেজ, পরাক্রম; 3 শুক্র, রেতঃ (বীর্যপাত)। [সং. বীর + য]। ̃ বত্তা বি. বীরত্ব। ̃ বন্ত বিণ. বীর্যবান। [সং. বীর্য + বাং. বন্ত]। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। 81)
বৈমানিক
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
বেসালি
(p. 642) bēsāli বি. দুধ দোয়াবার জন্য বা জ্বাল দেবার জন্য মাটির হাঁড়ি বা ভাঁড়। [পো. vasilha]। 53)
বাথান
(p. 598) bāthāna বি. 1 গোশালা, খাটাল; 2 গোচারণভূমি; 3 গবাদি পশুর পাল। [ সং. বাসস্হান]। বাথানিয়া, (কথ্য) বাথানে বিণ. আসঙ্গলিপ্সু ('ষাঁড় চাঞা বুলে যেন বাথানিয়া গাই': ক.ক.)। 3)
বরানু-গমন
(p. 580) barānu-gamana বি. বরযাত্রী হয়ে বরের সঙ্গে বিবাহমণ্ডপে যাওয়া। [সং. বর + অনুগমন]। 68)
বাঘ
(p. 591) bāgha বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger. [সং. ব্যাঘ্র]। স্ত্রী. বাঘিনি। ̃ ছড়া, ̃ ছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম। ̃ নখ বি. 1 বাঘের নখ; 2 গলার গহনাবিশেষ; 3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ; 4 গন্ধদ্রব্যবিশেষ। ̃ বন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ। বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা। বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকরঅসুবিধাজনক। বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান। বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ। বাঘের মাসি বি. বিড়াল। 76)
বাবুই
(p. 600) bābui বি. 1 গৃহনির্মাণ দক্ষ ছোটো পাখিবিশেষ; এরা সচ. তাল গাছে ঝুলন্ত বাসা তৈরি করে; 2 শক্ত ও লম্বা তৃণবিশেষ। [দেশি]। ̃ তুলসী বি. বুনো তুলসীগাছ, বনতুলসী। 15)
বিবত্সা2
(p. 619) bibatsā2 বিণ. যে গাভির বাছুর মারা গেছে, বত্সহীনা। [সং. বি + বত্স + আ]। 39)
বরারোহা
বাইশ
বিষ্কম্ভ, বিষ্কম্ভক
(p. 627) biṣkambha, biṣkambhaka বি. সংস্কৃত নাটকের কোনো অঙ্কের প্রারম্ভে যে-অংশে অতীত ও আগামী ঘটনা বর্ণিত হয়। [সং. বি + √ স্কন্ভ্ + অ, ক (স্বার্থে)]। 48)
বহুড়ি
(p. 589) bahuḍ়i বি. বালিকা বা যুবতী বধূ, বউড়ি। [সং. বধূটী]। 19)
বিচরণ
(p. 610) bicaraṇa বি. ইতস্তত ভ্রমণ বা চলাফেরা। [সং. বি + √ চর্ + অন]। ̃ কারী (-রিন্) বিণ. ইতস্তত ভ্রমণকারী। ̃ শীল বিণ. ইতস্তত চলে-ফিরে বেড়াচ্ছে এমন। 12)
বিটঙ্ক
(p. 611) biṭaṅka বি. 1 পায়রার থাকার জায়গা, পায়রার খোপ; 2 পায়রা ইত্যাদির বসার দণ্ড হিসাবে নির্মিত উঁচু বাঁশের মাচা; 3 পাখি ধরার ফাঁদ। [সং. বি + √ টঙ্ক্ (=বন্ধন) + অ]। 58)
বন্দিশ
বাতি-স্তম্ভ
(p. 596) bāti-stambha বি. যে স্তম্ভের উপর আলো জ্বলে। [বাং. বাতি + সং. স্তম্ভ]। 56)
বেআক্কেল
বালা-পোশ
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073301
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768384
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365801
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720959
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697916
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594550
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544958
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542244

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন