Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভয় এর বাংলা অর্থ হলো -

(p. 655) bhaẏa বি. বিপদের জন্য বা বিপদের সম্ভানায় যন্ত্রণাময় মানসিক প্রতিক্রিয়া; ভীতি, শঙ্কা।
[সং. √ ভী + অ]।
ভয় করা, ভয় খাওয়া ক্রি. বি. ভীত হওয়া।
ভয় জন্মানো ক্রি. বি. ভয়ের সৃষ্টি হওয়া; ভীত করা।
.তরাসে
বিণ. একটুতেই ভয় পায় এমন (ভয়তরাসে লোক)।
.ভয় ভাঙা ক্রি. বি. ভয় দূর করা বা হওয়া।
ভয়ে কেঁচো ভয়ে একেবারে জড়সড়।
69)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভুল
(p. 668) bhula বি. 1 ভ্রম, ভ্রান্তি (বইখানা ভুলে ভরা); 2 বিস্মৃতি (ডালে নুন দিতে ভুল হয়েছে); 3 প্রলাপ (ভুল বকা); 4 অযথার্থ ধারণা (বন্ধুকে শত্রু বলে ভুল করা)। বিণ. 1 ভ্রান্ত, ভ্রমপূর্ণ (ভুল কথা); 2 বেঠিক (ভুল লোক, ভুল অঙ্ক); 3 অযথার্থ (ভুল খবর)। [ সং. √ হ্বল্]। ̃ .চুক, ̃ .ভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা। ভুল বোঝাবুঝি বি. পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি। ঠিকে ভুল (অপ্র.) যোগে ভুল। 15)
ভালো
(p. 664) bhālō বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্হ (ভালো শরীর); 4 সত্ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6 সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)। ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)। ভালো থাকা ক্রি. বি. সুস্হ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)। ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)। ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ। ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্হ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)। ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)। ̃ .মন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)। ̃ .মনে ক্রি-বিণ. সরল মনে। ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)। 23)
ভৃষ্ট
(p. 670) bhṛṣṭa বিণ. ভাজা হয়েছে এমন, ভর্জিত (ভৃষ্ট শাক, ভৃষ্ট পলাণ্ডু)। [সং. √ ভ্রস্জ্ + ত]। 13)
ভগ-বান
ভ্রমণ
ভ্রমর
ভেরেন্ডা
(p. 670) bhērēnḍā বি. এরণ্ড বা রেড়িগাছ। [ সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো। 40)
ভাব্য
(p. 663) bhābya বিণ. 1 চিন্তনীয়, ভাববার মতো (ভাব্য বিষয়); 2 অবশ্যই হবে এমন, অবশ্যম্ভাবী, ভবিতব্য; 3 সাধ্য, নিষ্পাদ্য, নিষ্পন্ন করতে হবে এমন। [সং. √ ভূ + য]। 18)
ভার্যা
(p. 664) bhāryā বি. পত্নী, স্ত্রী। [সং. √ ভৃ + য + আ]। 19)
ভেটা
(p. 670) bhēṭā ক্রি. (বর্ত. অপ্র.) সাক্ষাত্ করা বা পাওয়া; মিলিত হওয়া ('ভেটিবারে চাই')। [হি. ভেট + বাং. আ]। 27)
ভানা
(p. 661) bhānā ক্রি. শস্য থেকে তুষ আলাদা করা (ধান ভানা, ধান ভানতে শিবের গীত গাওয়া)। বি. উক্ত অর্থ (ধান ভানা এখনও চলেছে?)। বিণ. ভানা হয়েছে এমন (ভানা ধান)। ̃ ই বি. ভানার কাজ বা মজুরি। ̃ নি বি. শস্য তুষমুক্ত করা, ভানাই। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা শস্য তুষমুক্ত করা। 48)
ভাতা1
(p. 661) bhātā1 বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [ সং. ভৃতি]। 33)
ভায়াদ
ভিক্ষা
(p. 664) bhikṣā বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্রনিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ̃ .চর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ̃ .জীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষা-জীবিনী, ভিক্ষোপ-জীবিনী। ̃ ন্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ̃ .পাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ̃ .পুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ̃ .বৃত্তি-ভিক্ষাচর্যা -র অনুরূপ। মা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ̃ র্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক। স্ত্রী. ̃ র্থিনী। ̃ .লব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)। ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন। 41)
ভাণ্ডীর
(p. 661) bhāṇḍīra বি. 1 বটগাছ; 2 ভাঁট বা ঘেঁটু গাছ। [সং. ভাণ্ড + √ ঈর্ + অ]। 29)
ভীষণ
(p. 667) bhīṣaṇa বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]। বি. ̃ তা, ̃ .ত্ব। স্ত্রী. ভীষণা। ̃ .দর্শন বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)। 14)
ভৈরব
(p. 670) bhairaba বি. 1 শিব; 2 শিবের রুদ্রমূর্তি; 3 সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ; 4 নদবিশেষ। বিণ. ভীষণ, ভয়ানক (ভৈরব গর্জন, ভৈবব মূর্তি)। [সং. ভীরু + অ]। 54)
ভবন
(p. 655) bhabana বি. 1 গৃহ, আলয় ('শমন-ভবন না হয় গমন যে লয় রামের নাম') 2 বাসস্হান; 3 স্হিতি, ভাব, হওয়া (ঘনীভবন, বাষ্পীভবন)। [সং. √ ভূ + অন]। 56)
ভ্রমি-যন্ত্র
(p. 670) bhrami-yantra বি. ছুতোরের তুরপুন বা ড্রিল, drill [সং ভ্রমি + যন্ত্র।] 123)
ভেস্তা
(p. 670) bhēstā ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। বিণ পণ্ড, নষ্ট ('সাত নকলে আসল ভেস্তা') [বাং √ ভেস্তা সং ভ্রষ্ট] ̃ নো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)। 52)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072432
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768101
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365520
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720862
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697700
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594404
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544617
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542187

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন