Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুজরা, গুজরানো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গুজরা, গুজরানো এর বাংলা অর্থ হলো -

(p. 250) gujarā, gujarānō ক্রি. বি. যাপন করা, অতিবাহিত করা (দিন গুজরানো)।
[হি. √গুজর্না ফা. গুজ্রান]।
গুজরান (উচ্চা. গুজ্রান্) বি. যাপন, অতিবাহন; জীবিকানির্বাহ; কাটানো (এই টাকায় কোনোক্রমে আমার দিন গুজরান হয়)।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গার্জেন, গার্জিয়ান
(p. 246) gārjēna, gārjiẏāna বি. (সাধারণত নাবালকের) অভিভাবক। [ইং. guardian]। 88)
গু
(p. 250) gu বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ̃ খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ̃ খুরি, ̃ খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)। 23)
গোটা1
(p. 256) gōṭā1 বিণ. 1 আস্ত, অখণ্ড, সম্পূর্ণ (গোটা বাড়িটা, গোটা দেশ, গোটা গোটা ডিম); 2 বিভিন্নরকম চূর্ণ মশলার মিশ্রণ; 3 বস্তু বা সংখ্যার নির্দেশক, -টা, মাত্র (গোটা পাঁচেক)। বি. (আঞ্চ.) আস্ত জিনিস (গোটা সেদ্ধ)। [দেশি]। ̃ কতক, ̃ কয়েক বিণ. অল্প কয়েকটি। গোটা গোটা বিণ. আস্ত আস্ত, অভঙ্গ (গোটা গোটা ডিম)। [গুটি1 দ্র]। 68)
গড়ু
(p. 236) gaḍ়u বি. দেহের কোনো অংশের মাংসস্ফীতি-যেমন কুঁজ, গলগণ্ড ইত্যাদি (গলার গড়ু, পিঠের গড়ু)। বিণ. কুব্জ। [সং. √গড়্ + উ]। 42)
গুম্ফন
গত্
(p. 239) gat বি. 1 যন্ত্রসংগীতের বোল (গত্ বাজাচ্ছে); 2 গানের সুর ; 3 গতি, ধারা, নিয়ম (বাঁধা গত্)। [সং. গতি? হি. গত্]। বাঁধা গত্ বি. গতানুগতিক ধারা। 5)
গতে
(p. 239) gatē ক্রি-বিণ. (বর্ত. বিরল) অব্য. গত হলে (বেলা তিনটা গতে)। [গত দ্র]। 17)
গগন
(p. 236) gagana বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর ('গগনে গরজে মেঘ ঘন বরষা': রবীন্দ্র)। [সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর। ̃ চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু। ̃ তল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ। ̃ পট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট। ̃ পথ বি. আকাশপথ, আকাশমার্গ। ̃ প্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত। ̃ বিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)। ̃ মণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)। গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল। গগনাম্বু বি. বৃষ্টির জল। 6)
গুল৩
(p. 253) gula3 (অশা.) বি. ধাপ্পা; বাজে বা মিথ্যা কথা (গুল মারা)। [তু. ফা. গুলতান্]। ̃ বাজ বিণ. মিথ্যাবাদী। গুল মারা ক্রি. বি. ধাপ্পা দেওয়া, মিথ্যা কথা বলা। 37)
গাওয়া2
(p. 245) gāōẏā2 বিণ. গব্য, গোদুগ্ধে প্রস্তুত (গাওয়া ঘি)। [বাং. গাই + ওয়া]। 10)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গাভুর
(p. 246) gābhura বিণ. জোয়ান। বি. যুবক। [অস. গভরু]। 70)
গুনা2, গুনাহ
(p. 250) gunā2, gunāha বি. দোষ, অপরাধ; পাপ। [ফা. গুনহ্]। ̃ গার, ̃ গারি বি. অপরাধ বা পাপের শাস্তি; আক্কেল সেলামি (একগাদা টাকা গুনাগার দিতে হল)। 94)
গৌরাঙ্গ
গেঁজে, গেঁজিয়া
(p. 256) gēn̐jē, gēn̐jiẏā বি. (সাধারণত টাকা-পয়সা রাখার জন্য) কাপড়ের তৈরি সরু থলিবিশেষ। [দেশি]। 8)
গিয়া, গিয়ে, গে
(p. 246) giẏā, giẏē, gē অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]। 114)
গতর
(p. 239) gatara বি. (আঞ্চ.) 1 শরীর, দেহ (গতর খাটানো); 2 স্বাস্হ্য (গতরখানা দেখেছ?) ; 3 দেহের শক্তি বা সামর্থ্য। [সং. গাত্র]। ̃ খাকি, ̃ খাগি বি. বিণ. (স্ত্রী.) (গালিবিশেষ) সামর্থ্য থাকা সত্ত্বেও অলস বা শ্রমবিমুখ (স্ত্রীলোক)। পুং. ̃ খেকো, ̃ খেগো। গতর খাটানো ক্রি. বি. দৈহিক পরিশ্রম করা। ̃ পোষা বিণ. শরীরকে পুষে রাখে অর্থাত্ পরিশ্রম করে না এমন। 7)
গবয়
(p. 241) gabaẏa বি. 1 গোরুর মতো গলকম্বলহীন পশুবিশেষ; 2 এক শ্রেণির বানর। [সং. গো + √অয়্ + অ]। 7)
গড়1
গলদেশ
(p. 244) galadēśa দ্র গল। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083698
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772099
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369852
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722706
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699979
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595850
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549338
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543072

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন