Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঢলা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঢলা এর বাংলা অর্থ হলো -

(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)।
বিণ. উক্ত সব অর্থে।
[বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]।
ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি।
নে বিণ. কেলেঙ্কারি করে এমন।
নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঢাকঢাক-গুড়গুড়
(p. 360) ḍhākaḍhāka-guḍ়guḍ় বি. কোনো কথা গোপন রাখার চেষ্টা, চাপাচাপি, ঢাকাঢাকি (এ নিয়ে এত ঢাকঢাক-গুড়গুড় কীসের? স্পষ্ট কথা বলতে ভয় কী?)। [বাং. ঢাকা ঢাকা (গোপন) + গুড়গুড় (ধ্বন্যা.)]। 21)
ঢেলা
(p. 362) ḍhēlā বি. ডেলা, ঢিলা বা ঢিলের চেয়ে বড় টুকরো (ঢেলা ছোড়া)। [দেশি়]। 19)
ঢেড়ি
(p. 362) ḍhēḍ়i দ্র ঢেরি। 13)
ঢাল1
(p. 361) ḍhāla1 বি. গড়ানে বা ঢালু জমি; ঢল (পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা)। [বাং. ঢল + অ]। 2)
ঢপ2
ঢক2
(p. 360) ḍhaka2 বি. গড়ন, আকৃতি (মাছের ঢক দেখেই বলা যায় স্বাদ কেমন হবে)। [দেশি]। 6)
ণত্ব-বিধান, ণত্ব-বিধি
(p. 362) ṇatba-bidhāna, ṇatba-bidhi বি. (ব্যাক.) কোন কোন অবস্হায় ন-এর পরিবর্তেব্যবহৃত হয় তার নিয়ম। 34)
ঢল-ঢল
(p. 360) ḍhala-ḍhala বি. 1 ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); 2 লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); 3 রসে বিহ্বলতার ভাব (ভাবের ঢলঢল); 4 পরিপূর্ণতার জন্য চঞ্চলতা ('দিঘি-ভরা জল করে ঢলঢল': রবীন্দ্র)। বিণ. 1 আবেশবিভোরচঞ্চল (ঢলঢল আঁখি); 2 লাবণ্যচঞ্চল, সৌন্দর্যউচ্ছল ('ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি': গো. দা.)। [দেশি]। ঢল-ঢলে বিণ. 1 ঢিলা (ঢলঢলে জামা); 2 লাবণ্যময় (ঢলঢলে মুখ)। 15)
ঢেউ
(p. 362) ḍhēu বি. 1 জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল ('ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো'): রবীন্দ্র); 2 তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউ-খেলানো, ̃. তোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা। 5)
ঢুস
(p. 362) ḍhusa বি. (আঞ্চ.) ঢুঁ; শিং বা মাথা দিয়ে গুঁতো। [ঢু দ্র] ঢুসা। ক্রি. ঢুঁ দেওয়া, ঢুঁ মারা, গুতানো। ঢুসানো ক্রি. মাথা বা শিং দিয়ে আঘাত করা, ঢুঁ মারা; গুঁতানো। বি. উক্ত অর্থে। ঢুসা-ঢুসি, (কথ্য) ঢুসো-ঢুসি বি. পরস্পরের মাথা বা শিং দিয়ে আঘাত (দুই ছাগলের ঢুসোঢুসো) 4)
ঢাকনা, ঢাকনি, ঢাকন
(p. 360) ḍhākanā, ḍhākani, ḍhākana বি. 1 আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); 2 বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; 3 হাঁড়ি কলসি প্রভৃতির সরা; 4 চোখের ঠুলি। [ঢাকা দ্র]। 22)
ঢং1
(p. 360) ḍha1 বি. 1 ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো); 2 গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)। [দেশি]। ঢঙি বি. বিণ. (স্ত্রী.) ঢং করে এমন। 3)
ণ-ফলা
(p. 362) ṇa-phalā বি. অন্য বর্ণের সঙ্গে ণ-এর যোগ। 35)
ঢাকি
(p. 360) ḍhāki বি. ঢাক-বাজনাদার, যে ঢাক বাজায়। [বাং. ঢাক + ই]।
ঢুলঢুল, ঢুলুনি
(p. 362) ḍhulaḍhula, ḍhuluni দ্র ঢুল। 3)
ঢালী
(p. 361) ḍhālī দ্র ঢাল2। 5)
ঢেরা, ঢ্যারা
ঢাকাই
ঢুকা, ঢোকা
(p. 361) ḍhukā, ḍhōkā ক্রি. ভিতরে যাওয়া, প্রবেশ করা (ঘরে ঢোকা)। বি. উক্ত অর্থে। [প্রাকৃ.ঢুক্ক সং. √ ঢৌক্-তু. হি. √ ঢুক্]। ̃ নো ক্রি. ভিতরে প্রবেশ করানো (এতগুলো কাপড় এত ছোট বাক্সে ঢুকানো যায় না)। বি. বিণ. উক্ত অর্থে। 22)
ঢেঁকি
(p. 362) ḍhēn̐ki বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2064666
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765457
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362244
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719484
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593331
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541533
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 540217

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন