Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেধান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দেধান এর বাংলা অর্থ হলো -

(p. 419) dēdhāna বি. শস্যবিশেষ, জোয়ার।
[সং. দেবধান্য]।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দিগম্বর
দাদু-পন্হী
দলন
দুলুনি
(p. 416) duluni বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)। [দুলা দ্র]। 19)
দ্বৈপ
দিনান্ত
(p. 408) dinānta বি. দিনের শেষ। [সং. দিন + অন্ত]। 26)
দৈত্য
(p. 421) daitya বি. 1 কশ্যপপত্নী দিতির পুত্র, অসুর; 2 দানব। [সং. দিতি + য (অপত্যার্থে)]। ̃ কুল বি. দানব বংশ। ̃ গুরু বি. শুক্রাচার্য। ̃ মাতা (-তৃ) বি. দিতি। দৈত্যারি বি. 1 দৈত্যের শত্রু; 2 দেবতা; 3 বিষ্ণু। 57)
দেব
(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষহরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হাঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতাব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
দুরত্যয়
দর2
দপ্তি
(p. 398) dapti বি. বই বাঁধার কাজে ব্যবহৃত মোটা কাগজবিশেষ। [ফা. দফ্তি]। 2)
দুফলা
(p. 411) duphalā দ্র দো। 31)
দ্রঢ়ীয়ান,
দোসর
(p. 425) dōsara বিণ. বি. 1 সহযোগী, সহায় ('তোর নাইকো দোসর ভবের মাঝে': কর্মের দোসর); 2 দ্বিতীয় (এ ব্যাপারে তার দোসর মেলা ভার); 3 ভাগীদার (চোরের দোসর)। [হি. দুসরা]। 12)
দুর্বিগাহ
(p. 414) durbigāha বিণ. দুর্বোধ্য, দুর্জ্ঞেয়, যার মর্ম বা তত্ত্ব বোঝা যায় না এমন, দুরবগাহ। [সং. দুর্ + বি + √ গাহ্ + অ]। 49)
দলুয়া, (কথ্য) দলো
(p. 401) daluẏā, (kathya) dalō বি. রস-ঝরানো গুড় থেকে প্রস্তুত লাল আভাযুক্ত চিনিবিশেষ। [বাং. দলা + উয়া ও]। 6)
দগ্ধা1
(p. 396) dagdhā1 ক্রি. (কথ্য ও কাব্যে) 1 পোড়া; 2 পোড়ানো; 3 সন্তপ্ত করা, যন্ত্রণা দেওয়া (দগ্ধিয়ে মারছে, দগ্ধে মারছে)। [বাং. √ দগ্ধ্ ( সং. দহ্) + আ]। ̃ নো ক্রি. পোড়ানো, দগ্ধ করা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত অর্থে। 12)
দাঁত
(p. 402) dān̐ta বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্রচর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ̃ কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্হা। ̃ খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ককর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেল। গজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাত্ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। 36)
দম2
(p. 398) dama2 বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া। ̃ ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া। 9)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072980
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768230
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720928
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697841
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594499
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544800
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542228

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন