Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বা৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বা৩ এর বাংলা অর্থ হলো -

(p. 590) bā3 অব্য. 1 বিকল্প (যাই বা না যাই); 2 কিংবা, অথবা (সে বা তুমি); 3 সম্ভাবনাসূচক বা সন্দেহসূচক (হবেও বা); 4 প্রশ্নাত্মক (তুমিই বা গেলে না কেন?); 5 বিতর্কে নিশ্চয়াত্মক (কেনই বা হবে না?); 6 বিকল্পবাচক ('কোথাও বা ধানখেত জলে আধো ডোবা': রবীন্দ্র)।
[সং. √ বা + ক্বিপ্]।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিকাল
(p. 605) bikāla বি. বেলা শেষের সময় বা সন্ধ্যার পূর্ববর্তী দুইতিন ঘণ্টা সময়; অপরাহ্ন, দিনের শেষ দুই বা তিন প্রহরকাল। [সং. বি + কাল]। 96)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বাজা
(p. 595) bājā ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ̃ নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা। 17)
বাহ্য1
(p. 605) bāhya1 বিণ. বহনীয়, বহন করা যায় বা বহন করা উচিত এমন, বহনের উপযোগী (নৌবাহ্য নদী)। [সং. √ বহ্ + য]। 56)
ব্যবস্হাপন, ব্যবস্হাপনা
(p. 648) byabashāpana, byabashāpanā বি. 1 নিয়ম বিধান বা আইন প্রণয়ন; 2 সংস্হাপন; 3 ব্যবস্হা করা, বন্দোবস্ত করা (এই অনুষ্ঠানের ব্যবস্হাপনার দায়িত্ব তাঁর উপর পড়েছে)। [সং. বি + অব + √ স্হা + ণিচ্ + অন, + আ]। ব্যবস্হাপিত বিণ. ব্যবস্হাপনা করা হয়েছে এমন; নির্ণীত। 37)
বাটোয়ারা
(p. 596) bāṭōẏārā বি. বণ্টন, বিভাজন, অংশ ভাগ করা, ভাগ করে বিতরণ (টাকাপয়সা ভাগবাটোয়ারা করা)। [তু. হি. বট্ওয়ানা]। 16)
বামেতর
(p. 600) bāmētara বিণ. ডান, দক্ষিণ। [সং. বাম2 + ইতর (অন্য)]। 29)
বধির
(p. 575) badhira বিণ. শ্রবণশক্তিহীন, কানে শুনতে পায় না এমন, কালা। [সং. √ বন্ধ্ + ইর]। বি. ̃ তা, ̃ ত্ব। 58)
বিপরি-বর্তন
বহন
(p. 580) bahana বি. 1 ধারণ, অঙ্গে ধারণ; 2 নিয়ে যাওয়া, পরিবহণ (ভারবহন); 3 সহ্য করা (দুঃখবহন, শোকবহন); 4 পালন (দায়িত্ববহন); 5 বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া। [সং. √ বহ্ + অন]। বহনীয় বিণ. বহনের যোগ্য, বহন করা উচিত এমন; পালনীয়; সহ্য করা উচিত এমন। 232)
বালু-সাই, বালু-শাই
(p. 602) bālu-sāi, bālu-śāi বি. ময়দার তৈরি এবং ঘিয়ে ভাজা মিঠাইবিশেষ। [হি. বালুসাহী]। 85)
বিকচ্ছ
(p. 605) bikaccha বিণ. 1 কচ্ছহীন, কাছা নেই এমন; 2 কাছা খুলে পড়েছে এমন, মুক্তকচ্ছ। [সং. বি + কচ্ছ]। 76)
বাচ্চা, বাচ্ছা
(p. 591) bāccā, bācchā বি. 1 শিশু (কচি বাচ্চা); 2 সন্তান (তোমার কটি বাচ্চা?); 3 ছানা, শাবক (গাধার বাচ্চা)। বিণ. অল্পবয়স্ক (বাচ্ছাছেলে)। [প্রাকৃ. বচ্ছ সং. বত্সতু. হি. ফা. বাচ্চা]। ̃ কাচ্চা বি. 1 ছোটো ছোটো ছেলেমেয়ে; 2 শিশুসন্তান। 96)
ব্রাহ্ম
বুঝা, বোঝা
(p. 633) bujhā, bōjhā ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ.বুজ্ঝ + আ]। ̃ নো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝা-পড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝা-বুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)। 14)
বৃহন্নলা
বাঁট2
(p. 591) bān̐ṭa2 বি. গবাদি পশুর স্তনের বোঁটা। [ সং. বাণ]। 12)
বংশাবলি
(p. 572) baṃśābali বি. বংশের তালিকা, কুলজি। [সং. বংশ + আবলি]। 20)
বকনা
বাঙালি
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073553
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768537
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365872
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720994
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697949
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594574
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545012
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542265

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন