Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিপরি-ণাম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিপরি-ণাম এর বাংলা অর্থ হলো -

(p. 619) bipari-ṇāma বি. 1 পরিবর্তন; 2 বিপর্যয়; 3 বিকৃতি।
[সং. বি + পরিণাম]।
বিপরি-ণামী (-ণামিন্) বিণ. পরিবর্তনশীল; বিপরীত-পরিণাম-প্রাপ্ত; বিকৃতিগ্রস্ত; বিপাকগ্রস্ত।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাদাল
(p. 598) bādāla বি. বোয়ালজাতীয় মাছবিশেষ; বোয়াল মাছ। [সং. বদাল + অ]। 22)
বিঁধ
(p. 605) bin̐dha বি. 1 ছিদ্র, ফুটো; 2 ফোঁড়। [সং. বিধ্ + বাং. অ]। ̃ নো ক্রি. বি. ফুটো করা; ফুটিয়ে দেওয়া। 72)
বিন2
(p. 616) bina2 বি. বীণা। [সং. বীণা]। ̃ কার বি. বীণাবাদক। 34)
বোন
(p. 646) bōna বি. ভগিনী। [সং. ভগিনী। তু. হি. বহিন]। ̃ ঝি বি. বোনের মেয়ে। ̃ পো বি. বোনের ছেলে। বোনাই বি. ভগিনীপতি। 39)
বুভুত্সা
(p. 633) bubhutsā বি. বোঝার বা জানার ইচ্ছা ('জাগরণ ঘুম নিরানন্দ বুভুত্সায় কেটে যায়': বিষ্ণু)। [সং. √ বুধ্ + সন্ + অ + আ]। 39)
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষপ্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানেরমানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
বিত্রস্ত
(p. 611) bitrasta বিণ. অতিশয় ভীত, সন্ত্রস্ত। [সং. বি + ত্রস্ত]। 88)
বাঁটা2
(p. 591) bān̐ṭā2 ক্রি. বি. 1 বণ্টন করা, ভাগ করা (তাসগুলো বাঁটো); 2 অংশ ভাগ করে দেওয়া, প্রাপ্য অংশানুযায়ী বিতরণ করা। বিণ. উক্ত উভয় অর্থে (বাঁটা তাস, বেঁটে দেওয়া টাকা)। [সং. √ বণ্ট্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা বণ্টন বা বিভাজন করানো। বিণ. উক্ত অর্থে। 16)
বৈদিক
বৈতনিক
(p. 644) baitanika বিণ. 1 বেতনভোগী (বৈতনিক কর্মচারী); 2 বেতন দিতে হয় বা বেতন পাওয়া যায় এমন (বৈতনিক কর্ম)। বিপ. অবৈতনিক। [সং. বেতন + ইক]। 21)
বেদল
বলাহক
(p. 580) balāhaka বি. 1 মেঘ; 2 পর্বত। [তু. সং. বারিবাহক]। 181)
ব্যাণ্ডেজ
(p. 651) byāṇḍēja বি. 1 শরীরের ক্ষত বা আহত স্হান বাঁধার জন্য কাপড়ের পটি বা ফালি; 2 শরীরের আহত বা ক্ষতস্হান বাঁধা। [ই. bandage]। 9)
বেধ
বলাধ্যক্ষ
(p. 580) balādhyakṣa বি. সৈন্যাধ্যক্ষ, সেনাপতি। [সং. বল3 +অধ্যক্ষ]। 177)
বিস্ময়
বিষাক্ত
বেবাক
(p. 641) bēbāka বিণ. বি. (বর্ত. প্রধানত আঞ্চ.) সমস্ত, সমুদায় (বেবাক সম্পত্তি, বেবাক লোক)। [ফা. বে + আ. বাকী]। 17)
ব্যাঘ্র
বাস্তব
(p. 605) bāstaba বিণ. 1 প্রকৃত, যথার্থ, সত্তাযুক্ত (বাস্তব জগত্); 2 (দর্শ.) ইন্দ্রিয়গোচর। বি. 1 সত্য (কঠোর বাস্তবকে স্বীকার করা); 2 ইন্দ্রিয়গোচর জগত্। [সং. বস্তু + অ]। বি. ̃ তা। ̃ বাদ বি. ইন্দ্রিয়গোচর জগত্ই একমাত্র সত্য-এই মত; বাস্তব জগতে যা ঘটে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং তার প্রতিই কেবল আস্হা রাখা, realism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. এই মতে আস্হাশীল। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072630
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768152
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720876
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697759
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544665
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542207

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন