Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যজ্ঞ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যজ্ঞ এর বাংলা অর্থ হলো -

(p. 722) yajña বি. 1 দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগরূপ পূজার অনুষ্ঠান; 2 বৈদিক ক্রিয়াবিশেষ, যাগ, ক্রতু; 3 পূণ্যকর্ম; 4 (আল.) বিরাট ব্যাপার বা অনুষ্ঠান।
[সং. √ যজ্ + ন]।
কর্তা
(-র্তৃ) বি. যাজক, যিনি যজ্ঞ করেন।
কুণ্ডু
বি. হোমাগ্নি জ্বালবার জন্য যজ্ঞ স্হলে যে-গর্ত খোঁড়া হয়।
ডুমুর,
(কথ্য) যজ্ঞি -ডুমুর বি. বড়ো ডুমুরবিশেষ।
ধূম বি. যজ্ঞের ধোঁয়া।
পশু বি. 1 যজ্ঞে বলি দেবার উপযোগী বা বলি দেবার জন্য নির্দিষ্ট প্রাণী; 2 ছাগ; 3 অশ্ব।
পাত্র
বি. যজ্ঞে র জন্য প্রয়োজনীয় বাসনকোসন।
পুরুষ,
যজ্ঞে শ্বর বি. নারায়ণ, বিষ্ণু।
বেদি
বি. যজ্ঞ স্হলে যে উঁচু বেদি তৈরি করা হয়।
ভূমি,শালা,স্হল
বি. যে স্হানে যজ্ঞ অনুষ্ঠিত হয়।
সূত্র,
যজ্ঞোপবীত বি. পইতে।
যজ্ঞাংশ-ভুক বি. দেবতা।
যজ্ঞাগ্নি, যজ্ঞানল বি. হোমের আগুন।
যজ্ঞীয় বিণ. যজ্ঞ সম্বন্ধীয়, যজ্ঞ সংক্রান্ত।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যন্তা
(p. 723) yantā (যন্তৃ) বি. 1 সারথি; 2 পরিচালক; 3 মাহুত। [সং. √ যম্ + তৃ]। [তু. নিয়ন্তা]। 20)
যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন, যোগাসীন
(p. 728) yōgāyōga, yōgārūḍh়, yōgāsana, yōgāsīna দ্র যোগ। 40)
যুবা
(p. 728) yubā (-বন্) বিণ. বি. 1 প্রাপ্তযৌবন 2 পূর্ণবয়স্ক 3 তরুণ, জোয়ান, যুবক। [সং. √ যু + অন। স্ত্রী. যুবতী, যুবতি, যূনী। ̃.বয়স, ̃.কাল বি. যৌবন। 14)
যাজ্ঞিক
(p. 726) yājñika বি. যজ্ঞ কর্তা, পুরোহিত। বিণ. যজ্ঞীয়, যজ্ঞ সম্বন্ধীয়। [সং. যজ্ঞ + ইক]। 9)
যোগালিয়া
(p. 728) yōgāliẏā বি. রাজমিস্ত্রিকে কাজের উপকরণাদি তৈরি করে হাতে তুলে দেওয়ার জন্য নিযুক্ত মজুর। [বাং. যোগাড় যোগাল + ইয়া]। 41)
যক্ষ্মা
যেথা
(p. 728) yēthā বি. (কথ্য ও কাব্যে) যে স্হান ('যেথা হতে সবে আনে উপহার': রবীন্দ্র)। ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। ̃ .কার বিণ. যে স্হানের। ̃ য ক্রিবিণ. যেখানে ('যেথায় চলেছ যাও তুমি ধনি': রবীন্দ্র)। যেথা-সেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানেসেখানে। 26)
যতন
(p. 722) yatana বি. যত্ন-র কোমল রূপ। যতনে রতন মেলে চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়। 17)
যোগিনী
যুক্ত
(p. 726) yukta বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ̃ .কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। বি. জোড় করা হাত। ̃ .প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ̃ .বেণি বি. গঙ্গা যমুনাসরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ̃ .রাজ্য বি. গ্রেটবিটেনউত্তর আয়ারল্যাণ্ড। ̃ .রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিতউচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ। 49)
যা-তা
(p. 726) yā-tā দ্র যা2। 15)
যাই
(p. 723) yāi 2 ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো। 57)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
যৌতুক
(p. 728) yautuka বি. বিবাহ উপলক্ষ্যে বর বা কন্যাকে দেওয়া ধন বা উপহার। [সং. যুতক + অ]। 61)
যাই1
(p. 723) yāi1 অব্য. (সমু.) (আঞ্চ.) যেই, যেইমাত্র; যেহেতু (যাই তুমি এলে অমনি আলো নিভে গেল)। [সং. যদা]। 56)
যাজ্ঞ -বল্ক
যান
(p. 726) yāna বি. 1 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) 2 যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। ̃ .জট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্হা, jam. 26)
যাত্রা
যতি1
(p. 723) yati1 বি. 1 সন্ন্যাসী, তপস্বী; 2 ভিক্ষু; 3 পরিব্রাজক। [সং. √ যত্ + ই়]। 2)
যোনি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584214
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192145
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795231
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038888
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903699
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849624
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710402
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624973

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us