Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

(p. 119) u বাংলা ভাষার পঞ্চম স্বরবর্ণ এবং উর্ধ্ব পশ্চাত্ সংবৃত কণ্ঠ্য 'উ' ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
উ-কার
(p. 119) u-kāra বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে উ অক্ষর যোগ। 11)
উঁকি
(p. 119) un̐ki বি. আড়াল থেকে দেখা, অল্পক্ষণের জন্য বা লুকিয়ে দেখা। [দেশি-তু. সং. উদীক্ষণ]। ̃ ঝুঁকি বি. আড়াল থেকে বারবার বা ক্রমাগত দেখা। 6)
উঁচ-কপালে
(p. 119) un̐ca-kapālē বিণ. উঁচু কপালবিশিষ্ট; সৌভাগ্যশালী। [বাং. উঁচু + কপাল + ইয়া এ]। স্ত্রী. উঁচ-কপালি (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা। 7)
উঁচা
(p. 119) un̐cā বিণ. উঁচু-র পুরানো ও বর্ত. আঞ্চ. রূপ। ক্রি. উঁচু করা। ̃ নো ক্রি. বি. উঁচু করা; উন্নত বা উত্তোলিত করা (লাঠি উঁচানো)। 8)
উঁচু
(p. 119) un̐cu বিণ. 1 উচ্চ; 2 উন্নত, উদার (উঁচু মন); 3 অভিজাত, খানদানি (উঁচু বংশ); 4 চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। ̃ নিচু বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)। 9)
উঁহু
(p. 119) um̐hu অব্য অসম্মতিসূচক ধ্বনি। 10)
উঁহু
(p. 139) um̐hu অব্য. অসম্মতিসূচক ধ্বনি। 23)
উঃ
(p. 119) uḥ অব্য. বেদনা বিস্ময় বিরক্তি ইত্যাদিতে উচ্চারিত ধ্বনি। 5)
উই
(p. 119) ui বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। ̃ ঢিপি, ̃ ঢিবি বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। ̃ ধরা, ̃ লাগা বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 3)
উইল
(p. 119) uila বি. ইচ্ছাপত্র, শেষ ইচ্ছাপত্র। [ইং. will]। 4)
উকি
(p. 119) uki বি. হিক্কা, হেঁচকি। [ সং. হিক্কা]। 12)
উকিল
(p. 119) ukila বি. আদালতে বিচারের জন্য মক্কেলের হয়ে যে পেশাধারী ব্যক্তি মামলা লড়ে, ব্যবহারজীবী, আইনজীবী। [আ. ওঅকীল]। উকিলি বিণ. উকিলসুলভ (উকিলি বুদ্ধি)। 13)
উকুন
(p. 119) ukuna বি. চুলের পোকা, উত্কুণ। [সং. উত্কুণ]। 14)
উকো-উখা2
(p. 119) ukō-ukhā2 এর কথ্য রূপ। 15)
উক্ত
(p. 119) ukta বিণ. বলা বা উল্লেখ করা হয়েছে এমন, কথিত, উল্লিখিত (উক্ত বিষয়, উক্ত স্হান)। [সং. √ বচ্ + ত]। উক্তি বি. কথা; বচন; কথন; উল্লেখ। 16)
উখড়া
(p. 119) ukhaḍ়ā ক্রি. উত্পাতিত করা, উপড়ানো। [ সং. উত্ + √ খন্, কিংবা উত্ + √ ঘট্]। ̃ নো বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন। 17)
উখা1
(p. 119) ukhā1 বি. 1 পাকপাত্র, হাঁড়ি; 2 উনুন। [সং. √ উখ্ + অ + আ]। 18)
উখা2
(p. 119) ukhā2 বি. ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার জন্য ব্যবহৃত দাঁতওয়ালা যন্ত্রবিশেষ, রেতি, file, rasp. [দেশি]। 19)
উগরা
(p. 119) ugarā ক্রি. 1 বমি করা, উদিগরণ করা; 2 (আল.) মুখস্হ-করা কথা বা বিষয় না বুঝে আউড়ে যাওয়া (পড়া উগরে দিয়েছি); 3 নেওয়া বা পাওয়া জিনিষ বাধ্য হয়ে ফেরত দেওয়া (চোরাই মাল উগরে দিয়েছে)। [ সং. উত্ + √ গৃ]। ̃ নো ক্রি. উগরে দেওয়া; বমি করা। বি. উক্ত অর্থে। বিণ. উগরে দেওয়া হয়েছে এমন। 20)
উগলা, উগলানো
(p. 119) ugalā, ugalānō যথাক্রমে উগরা ও উগরানো -র রূপভেদ। 21)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
উঘারা
(p. 119) ughārā ক্রি. উদঘাটন বা প্রকাশ করা ('আবেশে আপন ভাব কহয়ে উঘারি: চৈ. চ)। [ সং. উদঘাটন]। 23)
উচক্কা
(p. 119) ucakkā বিণ. উঠতি, নব্য (উচক্কা বয়েস)। ক্রি-বিণ. উচক্কা হোঁচট খেল)। [হি. উচকা, উচকানা]। 24)
উচল
(p. 119) ucala বিণ. উঁচু ('উচল বলিয়া অচলে চড়িনু': জ্ঞান.)। [বাং. উচ (উচ্চ) + ল]। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 1886291
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1713473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1299318
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 686480
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 657235
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 567985
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 529148
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 465669

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন