Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
-চোখো
(p. 297) -cōkhō বিণ. চোখবিশিষ্ট (একচোখো, চারচোখো)। [বাং. চোখ + উয়া ও]। 7)
(p. 274) c বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ তালব্য চ্ ধ্বনির দ্যোতক। 2)
চ-বর্গ
(p. 279) ca-barga বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ। 4)
চই
(p. 274) ci বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল। [সং. চবিকা]। 3)
চই-চই
(p. 274) ci-ci অব্য. বি. হাঁসকে ডেকে আনার ধ্বনি। [ধ্বন্যা.]। 4)
চওড়া
(p. 274) cōḍ়ā বিণ. 1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক); 2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)। বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। [সং. চর্পট (প্রসারিত, বিপুল)। ̃ ই বি. প্রস্হের পরিমাণ। 5)
চক-চক1
(p. 274) caka-caka1 অব্য. বি. জিভ দিয়ে তরল জিনিস পান করার শব্দ (কুকুরটা চকচক করে জল খাচ্ছে)। [ধ্বন্যা.]। 8)
চক-চক2
(p. 274) caka-caka2 অব্য. বি. ঔজ্জ্বল্য বা দীপ্তি প্রকাশ (চোখ দুটো চকচক করছে)। [সং. চাকচক্য]। চকচক করা ক্রি. বি. দীপ্তি পাওয়া। চক-চকানি বি. অতিশয় উজ্জ্বলতা; দীপ্তি, উজ্জ্বলতা। চক-চকানো ক্রি. বি. চকচক করা। চক-চকে বিণ. উজ্জ্বল, চকচক করে এমন। 9)
চক-মক
(p. 274) caka-maka অব্য. বি. ঔজ্জ্বল্য প্রকাশ, ঝকমক (চকমক করছে)। [তুর. চক্মক্]। চক-মকানি বি. তীব্র ঔজ্জ্বল্য, ঝকমকানি। চক-মকানো ক্রি. বি. চকমক করা; বিদ্যুত্ চমকানো; ঝলকানো। চকমকে বিণ. চকমক করে এমন, ঝকমকে; বিদ্যুতের ছটার মতো দীপ্তিবিশিষ্ট। 10)
চক-মকি
(p. 274) caka-maki বি. ঠুকলে আগুন জ্বলে এমন পাথর। [তুর. চক্মকি]। 11)
চক1
(p. 274) caka1 বি. খড়ি, ফুলখড়ি। [ইং. chalk]। 6)
চক2
(p. 274) caka2 বি. 1 চতুষ্কোণ ক্ষেত্র, চৌকোনা ভূমি; 2 নগর বা গ্রামের কেন্দ্রস্হিত ভূমিখণ্ড বা ময়দান (মোল্লার চক); 3 চতুষ্কোণ উঠান ঘিরে অট্টালিকাশ্রেণি (চকমিলানো বাড়ি); 4 চতুষ্কোণাকৃতি বাজার (চাঁদনি চক); 5 জমিদারির অংশবিশেষ, তালুক বা তহসিল। [ সং. চতুষ্ক-তু. বাং. চৌক]। ̃ বন্দি বি. 1 জমির বা গ্রামের সীমা নির্ধারণ; 2 জমির ভাগ, লাট, তৌজি। বিণ. 1 চতুঃসীমাযুক্ত; চতুঃসীমা নির্ধারিত হয়েছে এমন (চকবন্দি জমি); 2 চকমিলানো। ̃ মিলানো বিণ. চতুষ্কোণ উঠানকে ঘিরে অট্টালিকাশ্রেণি উঠেছে এমন। 7)
চকমিলানো
(p. 274) cakamilānō দ্র চক2। 12)
চকা, চখা
(p. 274) cakā, cakhā বি. হাঁসজাতীয় পাখিবিশেষ। [সং. চক্রবাক]। স্ত্রী. চকি, চখি। চকা-চকি, চখা-চখি বি. চক্রবাক দম্পতি-এদের দাম্পত্য চিরপ্রসিদ্ধ। 13)
চকিত
(p. 274) cakita বিণ. 1 চমকিত (ভয়চকিত দৃষ্টি); 2 ভয়চঞ্চল, এস্ত, কম্পিত (চকিত দৃষ্টি)। বি. নিমেষ, অত্যল্প কাল (চকিতে অদৃশ্য হল, চকিতের দেখা)। [সং. √চক্ (প্রতিঘাত, প্রতিক্রিয়া) + ত]। স্ত্রী. চকিতা (চকিতা হরিণী)। 14)
চকোর
(p. 274) cakōra বি. (জ্যোত্স্না পান করে তৃপ্ত হয় বলে কথিত) পাখিবিশেষ। [সং. √চক্ (=তৃপ্তি) + ওর]। স্ত্রী. চকোরী, (কাব্যে) চকোরিণী। 15)
চকোলেট
(p. 274) cakōlēṭa বি. কোকো চিনি প্রভৃতি দিয়ে তৈরি এবং চুষে খেতে হয় এমন লজেন্সজাতীয় মিঠাইবিশেষ। [ইং. chocolate]। 16)
চক্কর
(p. 274) cakkara বি. 1 চাকা, চক্র; 2 আবর্ত; 3 চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর); 4 দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর); 5 ঘুরপাক, ভ্রমণ (মাঠে একটা চক্কর দিয়ে আসি); 6 ঘূর্ণন (মাথাটা চক্কর দিয়ে উঠল); 7 কয়েকটি গ্রামের সমষ্টি। [সং. চক্র]। 17)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চক্র-বত্
(p. 274) cakra-bat বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)। [সং. চক্র + বত্]। 19)
চক্রাকার
(p. 274) cakrākāra বিণ. চাকার মতো আকৃতিবিশিষ্ট, গোল (চক্রাকার ক্ষেত্র, চক্রাকার মাঠ)। [সং. চক্র + আকার]। 20)
চক্রান্ত
(p. 274) cakrānta বি. ষড়যন্ত্র, কারও অনিষ্ট করার জন্য গুপ্ত ফন্দি। [সং. চক্র + অন্ত]। ̃ কারী (-রিন্) বিণ. বি. ষড়যন্ত্রকারী।
চক্রাবর্ত
(p. 275) cakrābarta বি. মণ্ডলাকারে আবর্তন, ঘুরপাক। [সং. চক্র + আবর্ত]। 2)
চক্রায়ুধ
(p. 275) cakrāẏudha বি. বিষ্ণু, চক্র যাঁর আযুধ বা অস্ত্র। [সং. চক্র + আয়ুধ]। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074401
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768760
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366195
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698131
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545300
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন