Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বত্
(p. 575) -bat (শব্দের শেষে যুক্ত) অব্য. (তুল্য অর্থে তদ্ধিত প্রত্যয়) তুল্য, সদৃশ, মতো (পুত্রবত্ স্নেহ করেন, সন্তানবত্ পালন করেছেন)। [সং. বতি বত্]। 35)
-বন্ত
(p. 575) -banta বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থপ্রকাশক প্রত্যয়বিশেষ (প্রাণবন্ত, লক্ষ্মীবন্ত)। [সং. মত্ + বত্ প্রত্যয়ের অনুকরণে গঠিত]। 82)
-বর্ষী
(p. 580) -barṣī (-র্ষিন্) বিণ. বর্ষণশীল, বর্ষণকারী (আলোকবর্ষী, অগ্নিবর্ষী বাণ)। [সং. √ বৃষ্ + ইন্]। 145)
-বর্ষীয়
(p. 580) -barṣīẏa বিণ. (সমাসে পরপদে) বয়সযুক্ত (ষোড়শবর্ষীয় বালক)। [সং. √ বর্ষ + ঈয়]। স্ত্রী. -বর্ষীয়া। 146)
-বাসী2
(p. 605) -bāsī2 (-সিন্) বিণ. (সমাসের উত্তরপদে) যে বসবাস করে, বাসকারী (দেশবাসী)। [সং. √ বস্ + ইন্]। স্ত্রী. -বাসিনী। 22)
-বাহ
(p. 605) -bāha বিণ. বহনকারী (মেঘবাহ, বারিবাহ)। বি. অশ্ব, রথ ইত্যাদি বাহন। [সং. √ বহ্ + অ]। বিণ. স্ত্রী. ̃ বাহী। 33)
-বিত্, (চলিত) বিদ
(p. 611) -bit, (calita) bida বিণ. জানে এমন, বেত্তা (বিজ্ঞানবিত্, ইতিহাসবিদ)। [সং. √ বিদ্ + ক্বিপ্]। 69)
-বিদ, -বিদ্
(p. 611) -bida, -bid দ্র -বিত্।
(p. 572) b বাংলা বর্ণমালার ত্রয়োবিংশ ব্যঞ্জনবর্ণ, অল্পপ্রাণ ওষ্ঠ্য স্পৃষ্ট 'ব্'-ধ্বনির বর্ণরূপ। 2)
ব-ফলা
(p. 575) ba-phalā বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব-যোগ, যেমন ধ্ব, ব্ব। 113)
বঁইচি
(p. 572) bam̐ici বি. বোঁচ গাছের অম্লমধুর ফলবিশেষ। [দেশি]. 26)
বঁটি
(p. 572) ban̐ṭi বি. বসে বসে মাছ তরকারি প্রভৃতি কাটার বাঁটাযুক্ত অস্ত্রবিশেষ। [মুণ্ডা. বইন্টি]। 27)
বঁড়শি
(p. 572) ban̐ḍ়śi বি. বাঁকা ছুঁচলো লোহার কাঁটাবিশেষ যাতে টোপ গেঁথে মাছ ধরা হয়। [সং. বড়শি]।
বঁধু, বঁধুয়া
(p. 573) ban̐dhu, ban̐dhuẏā বি. (কাব্যে) 1 বন্ধু; 2 প্রণয়ী; 3 প্রিয় (পরানবঁধু, 'বঁধুয়া হিয়াপর আওরে': রবীন্দ্র)। [সং. বন্ধু]। 2)
বংশ1
(p. 572) baṃśa1 বি. 1 বাঁশ; 2 বাঁশি; 3 পিঠের দাঁড়া (পৃষ্ঠবংশ)। [সং. √ বম্ + শ]। ̃ দণ্ড বি. বাঁশের লাঠি। ̃ পত্র বি. বাঁশপাতা। ̃ লোচন বি. বাঁশের মধ্যে উত্পন্ন কর্পূরের মতো সাদা দ্রব্যবিশেষ, বংশরোচনা। 14)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বংশাঙ্কুর
(p. 572) baṃśāṅkura বি. বাঁশের কোঁড়া। [সং. বংশ + অঙ্কুর]। 16)
বংশানু-চরিত
(p. 572) baṃśānu-carita বি. বংশের পুরুষানুক্রমিক ইতিহাস। [সং. বংশ + অনুচরিত]। 18)
বংশানুক্রম
(p. 572) baṃśānukrama বি. বংশের ধারা, বংশপরম্পরা। [সং. বংশ + অনুক্রম]। বংশানু-ক্রমিক বিণ. বংশের ধারা-অনুযায়ী, বংশপরম্পরাগত। 17)
বংশাব-তংস
(p. 572) baṃśāba-taṃsa বি. বংশের অলংকারস্বরূপ, কুলচূড়ামণি, বংশের শ্রেষ্ঠ প্রতিনিধি। [সং. বংশ + অবতংস]। 19)
বংশাবলি
(p. 572) baṃśābali বি. বংশের তালিকা, কুলজি। [সং. বংশ + আবলি]। 20)
বংশিক
(p. 572) baṃśika বিণ. বংশীয়, বংশজ। [সং. বংশ + ইক]। 21)
বংশিকা
(p. 572) baṃśikā বি. বাঁশি; বাঁশের বাঁশি। [সং. বংশিক + আ (স্ত্রী.)]। 22)
বংশী
(p. 572) baṃśī বি. বাঁশি (বংশীধ্বনি)। [সং. বংশ + ঈ]। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ বদন বি. শ্রীকৃষ্ণ। ̃ বট বি. বৃন্দাবনে যে বটবৃক্ষের মূলে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। 23)
বংশীয়, বংশ্য
(p. 572) baṃśīẏa, baṃśya বিণ. 1 বংশে জাত, বংশে জন্ম হয়েছে এমন (চন্দ্রবংশীয়); 2 বংশসম্বন্ধীয়। [সং. বংশ + ঈয়, য]। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074059
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768663
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366053
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721048
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698045
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594635
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545155
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন