Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

(p. 360) ḍh বাংলা বর্ণমালার চতুর্দশ ব্যঞ্জনবর্ণ; ট-বর্গের অন্তর্গত ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ঢ্-ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
ঢং1
(p. 360) ḍha1 বি. 1 ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো); 2 গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)। [দেশি]। ঢঙি বি. বিণ. (স্ত্রী.) ঢং করে এমন। 3)
ঢং2
(p. 360) ḍha2 বি. 1 ঘণ্টার আওয়াজ; 2 ধাতুপাত্র প্রভৃতিতে আঘাতের আওয়াজ। [ধ্বন্যা.]। ঢং ঢং বি. ক্রি-বিণ. ক্রমাগত ঢং শব্দ (ঢং ঢং ঘণ্টা বাজছে)। 4)
ঢক1
(p. 360) ḍhaka1 বি. জল বা অন্য তরল পদার্থ গেলার বা ঢালার শব্দ। [ধ্বন্যা.]। ঢক ঢক বি. 1 ক্রমাগত ঢক শব্দ; দ্রুত পান করার শব্দ (ঢক ঢক করে খেয়ে ফেলো); 2 আলগা করে রাখা বস্তুর নড়ার শব্দ (ঢক ঢক করে নড়ছে)। 5)
ঢক2
(p. 360) ḍhaka2 বি. গড়ন, আকৃতি (মাছের ঢক দেখেই বলা যায় স্বাদ কেমন হবে)। [দেশি]। 6)
ঢকাত্, ঢকাস
(p. 360) ḍhakāt, ḍhakāsa বি. জল বা অন্য তরল গেলার শব্দ (ঢকাস করে খেয়ে ফেলো)। [ধ্বন্যা.]। 7)
ঢক্কা
(p. 360) ḍhakkā বি. ঢাক (ঢক্কানিনাদ)। [সং. ঢক্ + √ কৈ + ক + আ (স্ত্রী.)]। 8)
ঢন
(p. 360) ḍhana বি. ঘণ্টার বা ধাতুপাত্রে আঘাতের আওয়াজ। [ধ্বন্যা.]। ঢন ঢন বি. 1 ক্রমাগত ঢং বা ঢন শব্দ; 2 নিঃস্বতা বা শূন্যতাসূচক ধ্বনি, ঢুঢু (পকেট ঢন ঢন করছে)। 9)
ঢপ1
(p. 360) ḍhapa1 বি. গড়ন, আকার; ডৌল। [দেশি]। 10)
ঢপ2
(p. 360) ḍhapa2 বি. বাংলা কীর্তনাঙ্গ গানবিশেষ (ঢপ গেয়ে বেড়ায়)। [দেশি]। 11)
ঢপ৩
(p. 360) ḍhapa3 বি. টুপ বা টপ-এর চেয়ে জোর শব্দ; ভারী জিনিস পড়বার বা ভারী কিছু দিয়ে নরম ও শূন্যগর্ভ বস্তুতে আঘাতের শব্দ (কাপড়ের বাণ্ডিলটা ঢপ করে ফেলল)। [ধ্বন্যা.]। ঢপ ঢপ বি. ক্রমাগত ঢপ শব্দ। 12)
ঢপ৪
(p. 360) ḍhapa4 বি. (অশোভন) ধাপ্পা, মিথ্যে কথা, গুলপট্টি (আমাকে ঢপ দেওয়া সহজ নয়)। [দেশি]। 13)
ঢল
(p. 360) ḍhala বি. 1 ঢালু জায়গা, ঢাল; ক্রমনিম্নতা; 2 পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী জলরাশি; 3 বন্যায় বৃদ্ধিপ্রাপ্ত জলরাশি (ঢল নামা)। [দেশি]। 14)
ঢল-ঢল
(p. 360) ḍhala-ḍhala বি. 1 ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); 2 লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); 3 রসে বিহ্বলতার ভাব (ভাবের ঢলঢল); 4 পরিপূর্ণতার জন্য চঞ্চলতা ('দিঘি-ভরা জল করে ঢলঢল': রবীন্দ্র)। বিণ. 1 আবেশবিভোর ও চঞ্চল (ঢলঢল আঁখি); 2 লাবণ্যচঞ্চল, সৌন্দর্যউচ্ছল ('ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি': গো. দা.)। [দেশি]। ঢল-ঢলে বিণ. 1 ঢিলা (ঢলঢলে জামা); 2 লাবণ্যময় (ঢলঢলে মুখ)। 15)
ঢলতা
(p. 360) ḍhalatā বি. 1 পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে 2 গ্রাম ঢলতা চলে যাচ্ছে); 2 টাল, ঢলে পড়া; ঝোঁকা। [হি.]। 16)
ঢলা
(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ̃ ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি। ̃ নে বিণ. কেলেঙ্কারি করে এমন। ̃ নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা। 17)
ঢাঁই
(p. 360) ḍhām̐i বি. বোয়ালজাতীয় মাছবিশেষ। বিণ. স্তূপীকৃত, গাদা করে রাখা হয়েছে এমন (জামাকাপড়গুলো ঢাঁই করে রাখা হয়েছে)। [দেশি]। 19)
ঢাউস
(p. 360) ḍhāusa বিণ. অতি বৃহদাকার, প্রকাণ্ড; বেঢপরকমের বড় (ঢাউস ঘুড়ি, ঢাউস বোঁচকা)। [হি. ঢব্বুস]। 18)
ঢাক
(p. 360) ḍhāka বি. 1 বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); 2 ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)। [সং. ঢক্কা]। ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. 1 ঢাক বাজানো; 2 (আল.) সর্বত্র প্রচার করা। ঢাক বাজানো বি. ক্রি. (আল.) 1 সর্বত্র প্রচার করা; 2 নিন্দা বা প্রশংসা প্রচার করা। ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. 1 ঢাক বাজানো; 2 হই চই করা। ঢাকের দায়ে মনসা বিকানো অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো। ঢাকের বাঁয়া সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু। 20)
ঢাকঢাক-গুড়গুড়
(p. 360) ḍhākaḍhāka-guḍ়guḍ় বি. কোনো কথা গোপন রাখার চেষ্টা, চাপাচাপি, ঢাকাঢাকি (এ নিয়ে এত ঢাকঢাক-গুড়গুড় কীসের? স্পষ্ট কথা বলতে ভয় কী?)। [বাং. ঢাকা ঢাকা (গোপন) + গুড়গুড় (ধ্বন্যা.)]। 21)
ঢাকনা, ঢাকনি, ঢাকন
(p. 360) ḍhākanā, ḍhākani, ḍhākana বি. 1 আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); 2 বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; 3 হাঁড়ি কলসি প্রভৃতির সরা; 4 চোখের ঠুলি। [ঢাকা দ্র]। 22)
ঢাকা
(p. 360) ḍhākā বি. 1 ঢাকনা; 2 আবরণ ('খুলে দিলে স্তব্ধতার ঢাকা': রবীন্দ্র)। বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ক্রি. 1 আবৃত করা, আচ্ছাদিত করা; 2 ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); 3 চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]। 23)
ঢাকা-ঢাকি
(p. 360) ḍhākā-ḍhāki বি. ঢাকঢাক-গুড়গুড় -এর অনুরূপ; গোপনতা। [বাং. ঢাকা + ঢাকি]। 25)
ঢাকাই
(p. 360) ḍhākāi বিণ. বাংলাদেশ রাষ্ট্রের ঢাকা জেলায় প্রস্তুত (ঢাকাই মসলিন)। [বাং. ঢাকা + ই]। ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ। 24)
ঢাকি
(p. 360) ḍhāki বি. ঢাক-বাজনাদার, যে ঢাক বাজায়। [বাং. ঢাক + ই]।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074400
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768760
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366190
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698131
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545299
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন