Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-হারী2
(p. 867) -hārī2 (-রিন্) বিণ. হরণকারী, নাশক (চিত্তহারী, (দর্পহারী)। [সং. √ হৃ + ইন্]। স্ত্রী. ̃ হারিণী (ত্রিতাপহারিণী)। 39)
হ-য-ব-র-ল
(p. 860) ha-ya-ba-ra-la বিণ. বিপর্যস্ত, বিশৃঙ্খল (জিনিসপত্র সব হ-য-ব-র-ল হয়ে আছে)। বি. বিশৃঙ্খলা, গোঁজামিল। 8)
হ1
(p. 858) ha1 বাংলা ভাষার তেত্রিশতম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠনালীয় হ্ধ্বনির বর্ণরূপ। 2)
হ2
(p. 858) ha2 ক্রি. 1 'হওয়া'-র মধ্যম পুরুষের রূপ, অসম্ভ্রমে (দুর হ); 2 (অপ্র.) শব্দের মাত্রাস্বরুপ (সেহ, বলহ, করহ)। 3)
হংস
(p. 858) haṃsa বি. 1 হাঁস, প্রধানত জলচর পাখিবিশেষ; এদের পায়ের আঙুল জলে ভাসার সুবিধার জন্য পাতলা চামড়া দিয়ে জোড়া; 2 নির্লোভ সন্ন্যাসী; 3 'অহং সঃ' এইরূপ ভাবনাযুক্ত হয়ে যিনি সংসারবন্ধন হনন করেছেন। [সং. √ হন্ + অ (স্ আগম)। স্ত্রী. হংসী। ̃ গমন বি. হাঁসের মতো মাথা নত ও নিতম্ব আন্দোলিত করে লীলায়িত গমন। বিণ. হংসের মতো লীলায়িতভাবে গমনকারী। স্ত্রী. ̃ গমনা, ̃ গামিনী। ̃ দূত বি. দৌত্যকার্যে প্রেরিত হংস। ̃ বাহন, হংসারূঢ়, ̃ রথ বি. ব্রহ্মা। ̃ বাহনা, ̃ বাহিনী, হংসারূঢ়া, বি. (স্ত্রী.) সরস্বতী। ̃ মালা বি. হাঁসের দল। 8)
হই-চই, হই-হই
(p. 858) hi-ci, hi-hi বি. জোর গোলমাল। [ধ্বন্যা.]। 4)
হইহই
(p. 858) hihi দ্র হইচই। 5)
হওন
(p. 858) hōna বি. (আঞ্চ.) হওয়া; সংঘটন। [হওয়া দ্র]। 6)
হওয়া
(p. 858) hōẏā ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। বি. উক্ত সব অর্থে। বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [ সং. √ ভূ বা √ অস্]। 7)
হক
(p. 858) haka বিণ. যথার্থ, ন্যায্য, প্রকৃত (হক কথা)। বি. 1 ন্যায্য অধিকার বা স্বত্ব (হকের টাকা, হক বুঝে নেওয়া); 2 ন্যায্য কথা (হক বলা)। [আ. হক্ক্]। ̃ দার বিণ. ন্যায্য দাবিদার। হকি-কত বি. সঠিক বিবরণ, বয়ান। হকি-য়ত বি. স্বত্ব-সাব্যস্তের মামলা। 9)
হক-চকা
(p. 858) haka-cakā ক্রি. হকচকানো। [তু. হি. হকবকানা (ঘাবড়ে যাওয়া)]। ̃ নো বি. ক্রি. বিস্ময়ে অভিভূত হওয়া, হতভম্ব হওয়া। 10)
হকার1
(p. 858) hakāra1 বি. হ এই বর্ণ। [হ + কার স্বার্থে]। 11)
হকার2
(p. 858) hakāra2 বি. 1 ফেরিওয়ালা; 2 যে হেঁকে হেঁকে পণ্য বিক্রি করে। [ইং. hawker]। 12)
হকি
(p. 858) haki বি. পায়ের বদলে কাঠের বাঁকানো লাঠি এবং ছোটো ও শক্তি গোলক নিয়ে ফুটবলজাতীয় খেলাবিশেষ। [ইং. hockey]। 13)
হকিকত, হকিয়ত
(p. 858) hakikata, hakiẏata দ্র হক। 14)
হজ
(p. 858) haja বি. বিশেষ তিথিতে মক্কাতীর্থদর্শন ও অন্যান্য ধর্মানুষ্ঠান-পালন। [আ. হজ্জ্]। 15)
হজ-রত
(p. 858) haja-rata বি. 1 ইসলামের প্রবর্তক হজরত মোহাম্মদ; 2 প্রভু; 3 অতি সম্মানিত ব্যক্তি (হজরত মোহাম্মদ)। [আ. হজ্রত্]। 17)
হজম
(p. 858) hajama বি. 1 পরিপাক; 2 (ব্যঙ্গে) আত্মসাত্ করা (পরের টাকা হজম করা); 3 বিনা প্রতিবাদে সহ্য করা (কিল খেয়ে কিল হজম করা)। [আ. হজ্ম্]। হজমি বিণ. পরিপাকের সহায়ক (হজমি গুলি)। 16)
হটা, হঠা
(p. 858) haṭā, haṭhā ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাত্পদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া। বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। ̃ নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাত্পদ করা; নিরস্ত করা; পরাজিত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 19)
হট্
(p. 858) haṭ অব্য. হঠাত্ তত্পরতা, হঠকারিতা প্রভৃতি ভাবসূচক (হট্ করে বলে ফেলা বা চবে যাওয়া)। [ধ্বন্যা.]। 18)
হট্ট
(p. 858) haṭṭa বি. হাট, বাজার। [সং. √ হট্ + ত]। ̃ গোল বি. হাটের মতো গোলমাল, গণ্ডগোল। ̃ বিলাসিনী বি. বেশ্যা। ̃ মন্দির বি. (ব্যঙ্গে) হাটে দোকানঘররূপে ব্যবহৃত চালাঘর। 20)
হঠ
(p. 858) haṭha বি. 1 বলপ্রয়োগ; 2 পশ্চাদপসরণ; 3 পরাজয়; 4 অবিবেচনা। [সং. √ হঠ্ + অ]। ̃ কারী (-রিন্) বিণ. অবিমৃশ্যকারী; গোঁয়ার; অবিবেচক। বি. ̃ কারিতা। 21)
হঠ-যোগ
(p. 858) haṭha-yōga বি. যোগবিশেষ; এতে প্রাণ ও অপান বায়ু নিয়ন্ত্রিত করতে হয়। [সং. হঠ্ (সম্পাদ্য) + যোগ]। হঠ-যোগী (-গিন্) বিণ. হঠযোগে সিদ্ধিলাভকারী। 22)
হঠাত্
(p. 858) haṭhāt ক্রি-বিণ. অব্য. সহসা, অকস্মাত্; অতর্কিতভাবে; পূর্বে কোনো বিবেচনা না করে। [ সং. হঠ]। 23)
হড়-বড়
(p. 858) haḍ়-baḍ় অব্য. বলন চলন প্রভৃতিতে অতি দ্রুততার ভাবপ্রকাশক। [তু. হি. হড়বড়ানা]। হড়-বড়ানো ক্রি. বি. হড়বড় করা; অনাবশ্যক দ্রুততা বা ব্যস্ততা প্রকাশ করা। হড়-বড়ে বিণ. হড়বড় করে এমন, অতিব্যস্ত। 26)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073972
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366026
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721036
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698027
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594632
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545137
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন