Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

(p. 354) ḍ বাংলা বর্ণমালার ত্রয়োদশ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ড্-ধ্বনির দ্যোতক। 2)
ডক
(p. 354) ḍaka বি. সমুদ্র বা নদীর তীরবর্তী কৃত্রিম জলাশয় যেখানে জাহাজ মেরামত বা মাল উঠানো-নামানো হয়; পোতাশ্রয়। [ইং. dock]। 3)
ডকে ওঠা
(p. 354) ḍakē ōṭhā ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)। [দেশি]। 4)
ডক্টর
(p. 354) ḍakṭara বি. কোনো শাস্ত্রে বা বিষয়ে জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ের দেওয়া উপাধি, doctorate. [ইং. doctor]। 5)
ডগ-ডগ
(p. 354) ḍaga-ḍaga বি. উজ্জ্বলতার ভাব (লাল ডগডগ করছে)। [ধ্বন্যা.]। ডগ-ডগে বিণ. টকটকে, ঘোর, অতিশয় উজ্জ্বল (ডগডগে লাল)। 6)
ডগ-মগ
(p. 354) ḍaga-maga বিণ. 1 ঢলঢল (আহ্লাদে ডগমগ হয়েছে); 2 বিভোর, বিহ্বল, অস্হির, আপ্লূত। [ধ্বন্যা.-তু. হি. ডগমগ]। ডগ-মগি বিণ. আত্মহরা ('কাঁচা কাঞ্চনমণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ' : বা. ঘো.)। ডগ-মগানো ক্রি. ডগমগ করা। 7)
ডগর
(p. 354) ḍagara বি. ঢাকজাতীয় বাদ্যযন্ত্র, দগড়। [দেশি]। 8)
ডগা
(p. 354) ḍagā বি. 1 আগা, অগ্রভাব (আঙুলের ডগা, ডাঁটা বা শাকের ডগা); 2 চূড়া (গাছের ডগা)। [তু. সং. অগ্র]। 9)
ডঙ্কা
(p. 354) ḍaṅkā বি. জয়ঢাক, ঢেঁটরা। [সং. ডম্ + √ কৈ + অ + আ]। ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. 1 ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; 2 (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা। 10)
ডজন
(p. 354) ḍajana বি. বারোটি, বারো (এক ডজন ডিম, ডজন দরে কেনা)। [ইং. dozen]। 11)
ডন
(p. 354) ḍana বি. দণ্ডবত্ বা উপুড় হয়ে ব্যায়াম করার পদ্ধতিবিশেষ। [হি. ডাংড সং. দণ়্ড]। 12)
ডব-ডব
(p. 354) ḍaba-ḍaba বি. অশ্রুপূর্ণতার ভাব; আয়ত ভাব (চোখ ডবডব করছে)। [হি. √ ডবা=অশ্রুপূর্ণ হওয়া]। ডব-ডবে বিণ. সজল বা আয়ত (ডবডবে চোখ)। 14)
ডবকা
(p. 354) ḍabakā বিণ. নবযৌবনপ্রাপ্ত ও হৃষ্টপৃষ্ট, উদ্ভিন্নযৌবন; সোমত্ত (ডবকা ছোঁড়া)। [তু. হি. ডবকানো=চমক লাগানো; মরা. ডবগা=উত্তম ফসলযুক্ত জমি]। 13)
ডবল
(p. 354) ḍabala বিণ. দ্বিগুণ (ডবল বয়স)। [ইং. double]। ডবল-ডেকার বি. দোতলা বাস; দোতলা যান। [ইং. double-decker]। 15)
ডমরু
(p. 354) ḍamaru বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ̃ মধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট। 16)
ডম্ফ1
(p. 354) ḍampha1 বি. প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ। [হি. ডফ ফা. দফ্ (ধ্বন্যা.)]। 17)
ডম্ফ2
(p. 354) ḍampha2 বি. দম্ভ ('ডম্ফ করি কথা তুমি কহ মোর স্হানে)। [সং. দম্ভ]। 18)
ডম্বর
(p. 354) ḍambara বি. 1 আড়ম্বর, ঘটা (মেঘডম্বর); 2 সমূহ ('মধুকরডম্বর অম্বর ভেল': বিদ্যা.)। [সং. √ ডম্ব্ + অর ]। 19)
ডম্বরু, ডম্বুরু, ডম্বুর
(p. 354) ḍambaru, ḍamburu, ḍambura বি. ডমরু, ডুগডুগি ('ডম্বরু বাজল গম্ভীর গরজনে')। [ডমরু দ্র]। 20)
ডর
(p. 354) ḍara বি. ভয়, শঙ্কা। [হি. ডর-তু. সং. দর]। ডরা ক্রি. (কাব্যে ও কথ্য) ভয় করা, ভয় পাওয়া। ডরানো ক্রি. ভয় করা, ভয় পাওয়া, ডরা (কাউকে সে ডরায় না)। বি. বিণ. উক্ত অর্থে। 21)
ডলন
(p. 354) ḍalana বি. মর্দন, ডলার কাজ। [ডলা দ্র]। 22)
ডলফিন
(p. 354) ḍalaphina বি. তিমিজাতীয় কিন্তু ক্ষুদ্রতর ও অত্যন্ত বুদ্ধিমান স্তন্যপায়ী সমুদ্রপ্রাণী; শুশূক। [ইং. dolphin]। 23)
ডলা
(p. 354) ḍalā ক্রি. 1 মর্দন বা মালিশ করা; 2 টেপা; 3 পেষণ করা, ঠাসা (ময়দা ডলা)। বি. উক্ত সব অর্থে। [সং. √ দল্ + বাং. আ]। ডলাই-মলাই বি. সংবাহন, massage, গা মালিশ বা মর্দন করা। ̃ নো ক্রি. মর্দন বা মালিশ করানো; টেপানো; পেষণ করানো; ঠাসানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 24)
ডহর
(p. 354) ḍahara বি. 1 দহ, খাল; 2 জলাজমি; 3 গভীর গর্ত; 4 জাহাজের খোল। বিণ. গভীর (ডহরপানি)। [হি. ডহর (=জলাশয়)]। 25)
ডাঁই
(p. 354) ḍām̐i বি. স্তূপ, গাদা (বাসনের ডাঁই, জিনিসগুলো ডাঁই করে রাখা হয়েছে)। [দেশি]।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073895
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366006
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545125
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542286

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন