Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

সংক্রান্তি
(p. 792) saṅkrānti বি. 1 সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; 2 সঞ্চার, গমন; 3 ব্যাপ্তি; 4 বাংলা মাসের শেষ দিন। [সং. সম্ + ক্রান্তি]। 30)
সিতাংশু
(p. 833) sitāṃśu দ্র সিত। 20)
বাংলা অভি.
(p. 833) bāṃlā abhi. -53
স1
(p. 792) sa1 বাংলা বর্ণমালার দ্বাত্রিংশ ব্যঞ্জনবর্ণ, দন্ত্য-স-নামে দন্ত্য-স হলেও প্রকৃতপক্ষে এটি উচ্চারণে তালব্য দন্তমূলীয়। 2)
স2
(p. 792) sa2 বিণ. (সমাসে বিশেষ্যসূচক শব্দের পূর্বে সহ ও সমান শব্দের রূপ), 1 সহ-অর্থে (সচন্দন, সপরিবার); 2 সমান অর্থে (সগোত্র, সতীর্থ)। 3)
সঁপা
(p. 796) sam̐pā ক্রি. বি. সমর্পণ করা (দেবতার পায়ে জীবন সঁপে দেওয়া)। বিণ. উক্ত অর্থে। [ সং. সম্ + অর্পি ( √ঋ + ণিচ্)]। 50)
সং. সঙ
(p. 792) sa. ṃsaṅa বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]। 14)
সংকট
(p. 792) saṅkaṭa বি. 1 কঠিন বিপদ বা সমস্যা (বিষম সংকটে পড়েছে); 2 অতি সংকীর্ণ পথ (গিরিসংকট)। বিণ. 1 বিপজ্জনক (সংকটাবস্হা); 2 সংকীর্ণ; 3 অভেদ্য; 4 নিবিড়। [সং. সম্ + √ কট্ + অ]। ̃ মোচন বি. বিপদ থেকে উদ্ধার। সংকটাপন্ন বিণ. বিপদগ্রস্ত। 15)
সংকর
(p. 792) saṅkara বিণ. 1 একজাতীয় পুরুষ এবং অন্য জাতীয় স্ত্রীর মিলনজাত ব্যক্তি জাতি বা জীব (বর্ণসংকর, সংকরজাতীয় গোরু); 2 (বিজ্ঞা.) বিভিন্ন জাতির মিশ্রণে জাত প্রাণী বা উদ্ভিদ, hybrid (বি. প.); 3 মিশ্রণ, মিলন; 4 পরস্পরবিরুদ্ধ পদার্থের একত্র অবস্হান; 5 (অল.) পরস্পর-নির্ভরশীল একাধিক অলংকারের একত্র অবস্হান বা সমাবেশ (তু. সংসৃষ্টি)। [সং. সম্ + √ কৃ + অ]। সংকরী-করণ বি. একত্রীকরণ; জাতিভ্রংশ করা। 16)
সংকর্ষণ
(p. 792) saṅkarṣaṇa বি. 1 সজোরে আকর্ষণ; 2 কৃষিকর্ম; 3 বলরাম। [সং. সম + কর্ষণ]। 17)
সংকলন
(p. 792) saṅkalana বি. 1 সংগ্রহ (রচনা সংকলন); 2 একত্রীকরণ; 3 মিলন; 4 (গণি.) অঙ্ক যোগ দেওয়া। [সং. সম্ + কলন]। সংকলক, সংকলয়িতা (-তৃ) বিণ. বি. সংকলনকারী। স্ত্রী. সংকলয়িত্রী। সংকলিত বিণ. সংকলন করা হয়েছে এমন। 18)
সংকল্প
(p. 792) saṅkalpa বি. 1 স্হিরীকৃত কার্য, মানসকর্ম (কামসংকল্পবর্জিত); 2 মনোরথ, অভিপ্রায়, উদ্দেশ্য (সংকল্প স্হির করা, সংকল্প কার্যে পরিণত করা); 3 প্রতিজ্ঞা (দৃঢ় সংকল্প, সংকল্পে অটল); 4 সভাদিতে গৃহীত প্রস্তাব, resolution (স. প.)। [সং. সম্ + √ ক্9প্ + অ]। ̃ বিকল্প বি. 1 বাসনা ও সংশয়; 2 নিশ্চয় ও সন্দেহ, দ্বৈধ। সংকল্পিত বিণ. 1 সংকল্পের বিষয়ীভূত; 2 কর্তব্যরূপে স্হিরীকৃত; 3 অভিপ্রেত, বাঞ্ছিত। 19)
সংকাশ
(p. 792) saṅkāśa বিণ. 1 নিকট, সমীপস্হ; 2 (সমাসে উত্তরপদরূপে) সদৃশ (জবাকুসুমসংকাশ)। [সং. সম্ + √ কাশ্ + অ]। 20)
সংকীর্ণ
(p. 792) saṅkīrṇa বিণ. 1 অপ্রশস্ত (সংকীর্ণ স্হান); 2 সংকুচিত (সংকীর্ণ সীমা, সংকীর্ণ পথ); 3 অনুদার (সংকীর্ণ হৃদয়); 4 সমাকীর্ণ; 5 নানাবিধ বস্তুতে বা বহুলোকে সমাকীর্ণ। [সং. সম্ + √ কৃ + ত]। বি. ̃ তা। 21)
সংকীর্তন
(p. 792) saṅkīrtana বি. 1 গুণ বা মহিমা বর্ণন; 2 কৃষ্ণলীলার গান, হরিগুণগান; 3 দেবতা বা ভগবানের মহিমা বর্ণনাকারী সংগীত। [সং. সম্ + কীর্তন]। সংকীর্তিত বিণ. সম্যকভাবে কীর্তিত বা বর্ণিত হয়েছে এমন; সুখ্যাতিপ্রাপ্ত। 22)
সংকুচিত
(p. 792) saṅkucita বিণ. 1 কমে গেছে বা কমানো হয়েছে এমন, হ্রস্বীকৃত (ক্ষমতা সংকুচিত); 2 গুটিয়ে বা কুঁচকে গেছে এমন, কুঞ্চিত; 3 সংকীর্ণ, অপ্রশস্ত; 4 মুদ্রিত, নিমীলিত (সংকুচিত চক্ষু); 5 কুণ্ঠিত (বলতে সংকুচিত বোধ করা)। [সং. সম্ + √ কুচ্ + ত]। 23)
সংকুল
(p. 792) saṅkula বিণ. 1 পরিপূর্ণ, সমাকীর্ণ (বিপত্সংকুল, বিঘ্নসংকুল, শ্বাপদসংকুল); 2 মিশ্রিত; 3 সংকীর্ণ। [সং. সম্ + √ কুল্ + অ]। 24)
সংকুলান
(p. 792) saṅkulāna বি. 1 যাতে কুলায় এমন অবস্হা, যথেষ্ট বা প্রয়োজনানুগ হওয়ার অবস্হা (স্হানসংকুলান হওয়া); 2 পর্যাপ্তি। [সং. সম্ + বাং. √ কুলা + আন]। 25)
সংকেত
(p. 792) saṅkēta বি. 1 ইঙ্গিত, ইশারা (তার দিকে সংকেত করল); 2 অভিপ্রায়সূচক চেষ্টা, নিয়ম; 3 লক্ষণ, চিহ্ন (ঝড়ের সংকেত); 4 সন্ধান, সূত্র; 5 শব্দের অর্থবোধনশক্তি অভিধা; 6 নায়ক-নায়িকার গোপনে মিলিত হবার স্হান বা মিলনব্যবস্হা। [সং. সম্ + √ কিত্ + অ]। 26)
সংকোচ
(p. 792) saṅkōca বি. 1 অল্পীকরণ, হ্রাসকরণ (ব্যয়সংকোচ); 2 সংক্ষেপ; 3 কুণ্ঠা (মনোভাব প্রকাশে সংকোচ); 4 জড়সড়-ভাব। [সং. সম্ + √ কুচ্ + অ]। ̃ ন বি. 1 হ্রস্বীকরণ; কমানো; 2 হ্রস্ব হওয়া (শক্তিসংকোচন); 3 প্রসারণ-এর বিপরীতার্থক। ̃ শূন্য, ̃ হীন বিণ. অকুণ্ঠ; লজ্জাশূন্য, জড়ভাবহীন। 27)
সংক্রম, সংক্রমণ, সংক্রাম
(p. 792) saṅkrama, saṅkramaṇa, saṅkrāma বি. 1 সংক্রান্তি, সঞ্চার, সঞ্চরণ, গমন (দ্রুত সংক্রমণ); 2 সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; 3 রোগাদির এক দেহ থেকে অন্য দেহে সঞ্চার (রোগ-সংক্রমণ); 4 সোপান; 5 সেতু; 6 উপায়। [সং. সম্ + √ ক্রম্ + অ; + অন]। সংক্রমিত, সংক্রামিত বিণ. 1 এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত হয়েছে এমন; 2 প্রবিষ্ট; 3 স্হাপিত; 4 নিবেশিত; 5 গমিত। সংক্রামক, সংক্রামী (-মিন্) বিণ. 1 সংস্পর্শের দ্বারা দেহ থেকে দেহান্তরে সঞ্চরণশীল, ছোঁয়াচে, contagious, infectious; 2 সংস্পর্শ থেকে উত্পন্ন হয় এমন; 3 ব্যাপক হওয়া (রোগের সংক্রামক লক্ষণ)। সংক্রামকতা বি. ব্যাপক হওয়া (রোগের সংক্রামকতা)। 28)
সংক্রান্ত
(p. 792) saṅkrānta বিণ. 1 সম্পর্কিত, সংসৃষ্ট; সম্বন্ধীয় (মোকদ্দমাসংক্রান্ত দলিল); 2 সঞ্চারিত; 3 ব্যাপ্ত; 4 প্রাপ্ত; 5 প্রবিষ্ট। [সং. সম্ + √ ক্রম্ + ত়]। 29)
সংক্রামক, সংক্রামী
(p. 792) saṅkrāmaka, saṅkrāmī দ্র সংক্রম। 31)
সংক্ষিপ্ত
(p. 792) saṅkṣipta বিণ. 1 সংক্ষেপ বা ছোটো করা হয়েছে এমন; 2 অল্পীকৃত, হ্রস্বীকৃত; 3 একত্রীকৃত, রাশীকৃত। [সং. সম্ + √ ক্ষিপ্ + ত]। 32)
সংক্ষুব্ধ
(p. 792) saṅkṣubdha বিণ. 1 অতিশয় ক্ষুব্ধ; 2 আকুল; 3 আলোড়িত; 4 সঞ্চালিত। [সং. সম্ + ক্ষুব্ধ]। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2304865
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1932925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1517272
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 787824
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 776575
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 697507
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 640344
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 570738

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us