(p. 792) saṅkrama, saṅkramaṇa, saṅkrāma বি. 1 সংক্রান্তি, সঞ্চার, সঞ্চরণ, গমন (দ্রুত সংক্রমণ); 2 সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; 3 রোগাদির এক দেহ থেকে অন্য দেহে সঞ্চার (রোগ-সংক্রমণ); 4 সোপান; 5 সেতু; 6 উপায়। [সং. সম্ + √ ক্রম্ + অ; + অন]। সংক্রমিত, সংক্রামিত বিণ. 1 এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত হয়েছে এমন; 2 প্রবিষ্ট; 3 স্হাপিত; 4 নিবেশিত; 5 গমিত। সংক্রামক, সংক্রামী (-মিন্) বিণ. 1 সংস্পর্শের দ্বারা দেহ থেকে দেহান্তরে সঞ্চরণশীল, ছোঁয়াচে, contagious, infectious; 2 সংস্পর্শ থেকে উত্পন্ন হয় এমন; 3 ব্যাপক হওয়া (রোগের সংক্রামক লক্ষণ)। সংক্রামকতা বি. ব্যাপক হওয়া (রোগের সংক্রামকতা)। 28)