Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

(p. 140) ū বাংলা ভাষার ষষ্ঠ স্বরবর্ণ; ঊ বর্ণে ও বানানে থাকলেও উচ্চারণ দীর্ঘ হয় না। ঊ-কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে দীর্ঘ-ঊ যোগ। 2)
ঊঢ়
(p. 140) ūḍh় বিণ. 1 বিবাহিত (অনূঢ়); 2 বহন করা হয়েছে এমন, বাহিত। [সং. √ বহ্ + ত]। ঊঢ়া বিণ. (স্ত্রী.) বিবাহিতা (নাবোঢ়া)। বি. ঊঢ়ি বিবাহ। 3)
ঊন
(p. 140) ūna বিণ. 1 কম, ন্যূন (বয়সে ঊন, আপ্যায়নে ঊন, ঊনবিংশতি); 2 হীন; 3 দুর্বল, কমজোর। [সং. ঊন্ + অ]। ̃ কোটি বিণ. প্রায় এক কোটি। ̃ বিংশতি বিণ. বি. উনিশ সংখ্যা বা তার পূরক। ̃ বিংশতি-তম বিণ. উনিশ সংখ্যার পূরক। 4)
ঊনআশি, ঊনচল্লিশ, ঊনত্রিশ, ঊননব্বই
(p. 140) ūnāśi, ūnacalliśa, ūnatriśa, ūnanabbi যথাক্রমে উনআশি, উনচল্লিশ, উনত্রিশ ও উননব্বই -এর বর্জি. বানান। 5)
ঊনপাঁজুরে
(p. 140) ūnapān̐jurē দ্র উনপাঁজুরে। 6)
ঊরু-উরু
(p. 140) ūru-uru বি. মানুষের কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত দেহাংশ। [সং. ঊর্ণু + উ]। ̃ স্তম্ভ বি. ঊরুতে যে দুষ্টব্রণ বা ফোঁড়া উদ্গত হয়ে ঊরুকে অবশ করে দেয়। 7)
ঊর্জ-স্বল, ঊর্জস্বী
(p. 140) ūrja-sbala, ūrjasbī বিণ. তেজস্বী; বলশালী। [সং. ঊর্জস্ + বল, বিন্]। 8)
ঊর্ণ-নাভ, উর্ণনাভ
(p. 140) ūrṇa-nābha, urṇanābha বি. মাকড়সা। [সং. ঊর্ণা, উর্ণা + নাভি]। 9)
ঊর্ণা, উর্ণা
(p. 140) ūrṇā, urṇā বি. ভেড়া বা ওইজাতীয় পশুর লোম, পশম। [সং. ঊর্ণু+ অ + আ]। ̃ ময় বিণ. ভেড়ার লোম বা পশম দিয়ে তৈরি। 10)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
ঊর্বস্হি
(p. 140) ūrbashi বি. 1 স্হূল বা মোটা হাড়; 2 ঊরুর হাড়। [সং. ঊরু + অস্হি]। 12)
ঊর্মি
(p. 140) ūrmi বি. ঢেউ, তরঙ্গ। [সং. √ ঋ + মি]। ̃ ভঙ্গ বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে। ̃ মালা বি. পর পর অনেক ঢেউ। ̃ মালী (-লিন্) বি. সমুদ্র। ̃ লা বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)। ̃ লা বি. লক্ষ্মণের পত্নী। 13)
ঊষর
(p. 140) ūṣara বিণ. 1 যে মাটিতে ভালো ফসল উত্পন্ন হয় না, অনুর্বর (ঊষর মরু); 2 যার মাটি নোনা বা ক্ষারময়। [সং. √ ঊষ্ + র]। 14)
ঊষসী, ঊষা
(p. 140) ūṣasī, ūṣā যথাক্রমে উষসী ও উষা র বানানভেদ। 15)
ঊষ্ম, ঊষ্মা
(p. 140) ūṣma, ūṣmā যথাক্রমে উষ্ম ও উষ্মা র বর্জি. বানানভেদ। 16)
ঊহিনী
(p. 140) ūhinī বি. সমষ্টি (অক্ষৌহিণী)। [সং. √ ঊহ্ + ইন্ + ঈ]। 17)
ঊহ্য
(p. 140) ūhya বিণ. 1 অনুক্ত, বলা বা উল্লেখ করা হয়নি এমন; 2 অনুমান করে নিতে হয় এমন, অনুমেয়। [সং. √ ঊহ্ + য]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2275805
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1901639
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1491551
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 773718
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 768845
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 669408
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 632944
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 566233

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us