Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপ-ধায়ক, উপ-ধায়ী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উপ-ধায়ক, উপ-ধায়ী এর বাংলা অর্থ হলো -

(p. 132) upa-dhāẏaka, upa-dhāẏī (-য়িন্) বিণ. জন্ম দেয় এমন, জনক; উত্পাদক।
[সং. উপ + √ ধা + অক, ইন্]।
18)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উত্-ক্রান্ত
(p. 123) ut-krānta বিণ. 1 উল্লঙ্ঘিত; 2 বাইরে বেরিয়ে গেছে এমন; 3 মৃত। [সং. উত্ + √ ক্রম্ + ত]। উত্-ক্রান্তি বি. উল্লঙ্ঘন; নির্গমন; মৃত্যু; ক্রমোন্নতি। 12)
উপ-শয়
(p. 133) upa-śaẏa বি. 1 শিকারির লুকিয়ে থাকার জন্য ব্যবহৃত গর্ত। 2 শোয়া, শয়ন; 3 পথ্যের সাহায্যে রোগের উপশম। [সং. উপ + √ শী + অ]। উপ-শয়ী, উপ-শায়ী বিণ. শুয়ে আছে এমন ('মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা-সনে': সু.দ.)। 60)
উত্তরণ
(p. 125) uttaraṇa বি. 1 (প্রধানত নদী সাগর প্রভৃতি) পার হওয়া; 2 পৌঁছানো; 3 উপরে ওঠা, নীচের দিক থেকে উপরে ওঠা; 4 পরীক্ষায় সাফল্য। [সং. উত্ + √ তৃ + অন]। 5)
উষসী2, ঊষসী2
(p. 139) uṣasī2, ūṣasī2 বি. প্রভাত, প্রভাতকাল। বিণ. 1 প্রভাতি; 2 রূপবতী, সুন্দরী। [সং. উষস্ + ঈ]। 10)
উচ্ছব-উত্সব
(p. 119) ucchaba-utsaba এর বিকৃত কথ্যরূপ। 48)
উশনা
(p. 139) uśanā (-নস্) বি. 1 দৈত্যগুরু, শুক্রাচার্য; 2 শুক্রগ্রহের অধিদেবতা; 3 শুক্রগ্রহ। [সং. √ বশ্ (=কান্তি) + অনস্]। 6)
উল্লঙ্ঘন
(p. 133) ullaṅghana বি. 1 লাফিয়ে পার হওয়া, ডিঙানো, উল্লম্ফন; 2 লঙ্ঘন; বিরুদ্ধাচরণ। [সং. উদ্ + লঙ্ঘন]। উল্লঙ্ঘা ক্রি. উল্লঙ্ঘন করা। উল্লঙ্ঘনীয়, উল্লঙ্ঘ্য বিণ. লাফিয়ে পার হওয়া উচিত বা হওয়া যায় এমন। উল্লঙ্ঘিত বিণ. উল্লঙ্ঘন করা হয়েছে এমন। 170)
উত্তরায়ণ
(p. 125) uttarāẏaṇa বি. দক্ষিণ দিকের অয়নান্ত রেখা বা মকরক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে যাওয়া। [সং. উত্তর + অয়ন]। উত্তরায়ণান্ত-বৃত্ত বি. সূর্যের উত্তরায়ণের সীমানিরূপক কল্পিত রেখা, কর্কটক্রান্তি, Tropic of Cancer. 11)
উভ2
(p. 133) ubha2 বিণ. উঁচু: ঊর্ধ্বমুখী (উভলেজ)। [প্রাকৃ. উদ্ভ ঊর্ধ্ব]। ̃ রড়ে ক্রি-বিণ. (প্রা. বাং.) দ্রুতবেগে। &tilde ; রায় ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) উচ্চকণ্ঠে, উচ্চরবে। ̃ রোল বি. উচ্চ শব্দ, গণ্ডগোল। উভে ক্রি-বিণ. উচ্চতায়; খাড়াভাবে। 127)
উপবস্তু
(p. 133) upabastu অব্য. তা ছাড়া, অধিকন্তু। ['অধিকন্তু'-র অনুকরণে সৃষ্ট নকল সংস্কৃত শব্দ]। 38)
উন্নত
(p. 128) unnata বিণ. 1 উত্থিত; 2 উঁচু (উন্নতমস্তক, উন্নত বৃক্ষশাখা); 3 শ্রীবৃদ্ধিসম্পন্ন; 4 ভাগ্যবান; 5 মহত্, উদার (উন্নতহৃদয়); 6 শক্তি ও সমৃদ্ধির প্রাচুর্যবিশিষ্ট (উন্নত দেশ)। [সং. উত্ + নত]। উন্নতি বি. 1 শ্রীবৃদ্ধি; 2 উঁচু অবস্হা বা অবস্হান; 3 সমৃদ্ধ অবস্হা, সৌভাগ্য; 4 অভ্যুদয়। উন্নতি-বিধান বি. সমৃদ্ধিশালী বা শ্রীবৃদ্ধিযুক্ত করা। ̃ শীল বিণ. যার উন্নতি ঘটছে এমন। 58)
উচক্কা
(p. 119) ucakkā বিণ. উঠতি, নব্য (উচক্কা বয়েস)। ক্রি-বিণ. উচক্কা হোঁচট খেল)। [হি. উচকা, উচকানা]। 24)
উচ্চাঙ্গ
(p. 119) uccāṅga বি. 1 শরীরের ঊর্ধ্ব বা উপরের অংশ; 2 উন্নত দেহ; 3 উঁচু, ভালো বা গম্ভীর বিষয়। বিণ, উঁচু বা উন্নত (উচ্চাঙ্গসংগীত)। [সং. উচ্চ + অঙ্গ]। 37)
উত্তরা-কাণ্ড
(p. 125) uttarā-kāṇḍa বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড, উত্তরকাণ্ড। [সং. উত্তর + আ (স্বার্থে) + কাণ্ড]। 8)
উত্তেজক
(p. 125) uttējaka দ্র উত্তেজনা। 28)
উদীয়-মান
(p. 127) udīẏa-māna বিণ. 1 উদিত হচ্ছে এমন (উদীয়মান সূর্য); 2 প্রতিষ্ঠা লাভ করছে এমন (উদীয়মান কবি)। [সং. উত্ + √ ঈ + শানচ্]। স্ত্রী. উদীয়-মানা। 16)
উঠ-বন্দি
(p. 119) uṭha-bandi বি. চাষ-আবাদের জন্য চাষিদের সঙ্গে মেয়াদি বন্দোবস্তবিশেষ। [বাং. উঠ + ফা. বন্দি]। 83)
উচ্ছিষ্ট
(p. 119) ucchiṣṭa বি. বিণ. 1 ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে; 2 (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)। [সং. উত্ + √ শিষ্ + ত]। ̃ ভোজী (-জিন্) বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী। উচ্ছিষ্টান্ন বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে। 53)
উল্মুক
(p. 133) ulmuka বি. 1 আধপোড়া কাঠ; 2 জ্বলন্ত অঙ্গার। [সং. √ উল্ + মুক]। 169)
উন্মূল
(p. 130) unmūla বিণ. মূল উত্পাটিত হয়েছে এমন। [সং. উদ্ + মূল]। উন্মূলন বি. সমূলে উত্পাটন; উচ্ছেদ; বিনাশ। উন্মূলিত বি. সমূলে উত্পাটিত করা হয়েছে এমন। উন্মূলয়িতা (-তৃ) বিণ. উন্মূলনকারী। স্ত্রী. উন্মূলয়িত্রী। 24)
BenSen Bangla Font
BenSen
Download
View Count : 15207
Adbid6 Bangla Font
Adbid6
Download
View Count : 5626
AnandapatraMJ Bangla Font
AnandapatraMJ
Download
View Count : 13452
Modern Pictograms Bangla Font
Modern Pictograms
Download
View Count : 4472
DhonooMJ Bangla Font
DhonooMJ
Download
View Count : 17397
TuragSushreeMJ Bangla Font
TuragSushreeMJ
Download
View Count : 20516

ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন