Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চতুর্ভুজ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চতুর্ভুজ এর বাংলা অর্থ হলো -

(p. 277) caturbhuja বি. 1 (চার হাতবিশিষ্ট) নারায়ণ; 2 (জ্যামি.) চারটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র; 3 (ব্যঙ্গে) কৃতার্থ, অত্যন্ত আনন্দিত, আনন্দে অভিভূত (প্রশংসা শুনলেই অমন চতুর্ভুজ হয়ে যাও কেন?)।
[সং. চতুর্ + ভূজ]।
চতুর্ভুজা বি. (স্ত্রী.) কালী।
বিণ. (স্ত্রী.) চার হাতবিশিষ্টা (চতুর্ভুজা মূর্তি)।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চুটকি1
(p. 290) cuṭaki1 বি. (মৃদুব্যঙ্গে) টিকি ('যাও ঠাকুর চৈতন চুটকি নিয়া': রবীন্দ্র)। [হি. চুটিয়া সং. চূড়া]। 76)
চুনারি2
(p. 290) cunāri2 বি. চুনপ্রস্তুতকারী সম্প্রদায়। [বাং. চুন + আরি]। 89)
চাচা
চন্দন
চাকা
(p. 281) cākā বি. 1 চক্র (গাড়ির চাকা); 2 চক্রাকার বস্তু (মাছের চাকা, ক্ষীরের চাকা)। বিণ. গোলাকার (চাকা চাকা দাগ)। [বাং. চাক + আ]। চাকা চাকা বিণ. গোল গোল, গোল খণ্ড খণ্ড। 66)
চটি1
(p. 275) caṭi1 বি. গোড়ালির উপরিভাগ খোলা থাকে এমন জুতাবিশেষ। [সং. চর্ম চামাটি]। 29)
চল
(p. 279) cala বিণ. চঞ্চল; অস্হির (চলচিত্ত)। বি. প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চল নেই)। [সং. √চল্ + অ]। ̃ চিত্ত বিণ. চিত্তের স্হিরতা নেই এমন, অস্হিরমতি। চলা বি. (স্ত্রী.) লক্ষ্মী। 47)
চোরা2
(p. 298) cōrā2 বিণ. 1 অপহৃত, চোরাই (চোরা টাকা); 2 গুপ্ত, অদৃশ্য, অজানিত (চোরা ঘুসি; চোরা গর্ত); 3 চুরিঘটিত, বেআইনি (চোরাকারবার)। [বাং. চুরি + আ]। ̃ কারবার বি. শুল্ক ফাঁকি দিয়ে গোপনে অনুষ্ঠিত বেআইনি ব্যাবসা। ̃ গর্ত বি. বালি ঘাস মাটি প্রভৃতিতে ঢাকা থাকায় অদৃশ্য গর্ত। ̃ গলি বি. গলির ভিতর প্রায়-অদৃশ্য কানা গলি। ̃ গোপ্তা বিণ. যে কাজের কর্তা অদৃশ্যঅজানিত; গোপনে করা হয় এমন (চোরাগোপ্তা আক্রমণ)। ̃ চালান বি. অবৈধভাবেগোপনে মাল চালান, smuggling. ̃ পথ বি. গুপ্ত এবং সচ. অবৈধ পথ। ̃ বালি বি. বাইরে শক্ত কিন্তু ভিতরে তলতলে, ভিজে ও গভীর এমন বালুচর যার উপর পড়লে জীবজন্তু নৌকা প্রভৃতি তলিয়ে যায়। 22)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
চর্বি
চামচা
চশম-খোর
চন্দনা
চট1
(p. 275) caṭa1 বি. পাটের সুতোর তৈরি মোটা বস্ত্রবিশেষ, গুন। [দেশি]। ̃ কল বি. চট তৈরির কারখানা। 16)
চতুষ্পাঠী
(p. 277) catuṣpāṭhī বি. 1 যে বিদ্যালয়ে চার বেদ বা ব্যাকরণ কাব্য স্মৃতিদর্শন এই চার শাস্ত্র কিংবা নানা শাস্ত্র পড়ানো হয়; 2 টোল। [সং. চতুঃ + পাঠ + ঈ]। 32)
চতুষ্পদ
(p. 277) catuṣpada বি. 1 চারটি পা-বিশিষ্ট প্রাণী; 2 জন্তু, পশু। বিণ. 1 চারপেয়ে; 2 (আল.) পশুর মতো নির্বোধ বা মূর্খ। [সং. চতুঃ + পদ]। চতুষ্পদী বি. (স্ত্রী.) চৌপদী কবিতা। 31)
চোপা1, চোপরা2
(p. 298) cōpā1, cōparā2 বি. 1 (মন্দ অর্থে) মুখ (চোপা করা, চোপা ফুলানো, চোপা ভেঙে দেওয়া); 2 তিরস্কার; গঞ্জনা দেওয়া; 3 রূঢ়ভাবে কথা বলা; দুর্বিনীত জবাব। [দেশি]। চোপা করা ক্রি. রূঢ়ভাবে বা দুর্বিনীতভাবে কথা বলা। 12)
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
চপল
(p. 278) capala বিণ. 1 অস্হির, চঞ্চল ('চপল তব নবীন আঁখিদুটি': রবীন্দ্র); 2 তরল; 3 প্রগল্ভ; 4 ক্ষণস্হায়ী। [সং. √চপ্ + অল]। চপলা বিণ. (স্ত্রী.) চপল অর্থে। বি. 1 লক্ষ্মী; 2 বিদ্যুত্। বি. ̃ তা।
চমূ
(p. 279) camū বি. (এক অক্ষৌহিণীর ত্রিশ ভাগের এক ভাগ পরিমাণ) বৃহত্ সেনাদল। [সং. √চম্ + ঊ]। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073001
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768262
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365682
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720929
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697849
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594509
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544825
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542232

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন