Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাক2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাক2 এর বাংলা অর্থ হলো -

(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণশ্বাস নেওয়া হয়।
[সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]।
নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা।
কাটা
বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ।
̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ।
̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ।
নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা।
নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা।
নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া।
নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো।
নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা।
নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা।
নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না।
নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া।
নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্বাসন
নিম-রাজি
(p. 461) nima-rāji বিণ. প্রায় রাজি (তাকে নিমরাজি করিয়েছি)। [বাং. নিম1 ফা. নীম্ + বাং. রাজি আ. রাজী]। 95)
নিনাদ
নিরীক্ষক
(p. 468) nirīkṣaka বিণ. বি. 1 নিরীক্ষণকারী, যে সযত্নে লক্ষ করে বা দর্শন করে, বিশেষভাবে দর্শনকারী; 2 আয়ব্যয়ের পরীক্ষক, auditor. (স. প.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + অক]। 8)
নীরস
(p. 475) nīrasa বিণ. 1 রসহীন, শুষ্ক (নীরস গাছ); 2 রসবোধবর্জিত (নীরস সমালোচনা, নীরস রচনা); 3 ম্লান, অপ্রসন্ন (নীরস মুখ, নীরস হাসি); 4 মনকে আকর্ষণ বা মুগ্ধ করে না এমন (নীরস বর্ণনা)। [সং. নিঃ (নির্) + রস্]। বি. ̃ তা। 92)
নিড়া
নিকুঞ্জ
(p. 459) nikuñja বি. উদ্যানে বা বনে লতাপাতায় ঢাকা বা ছাওয়া গৃহ বা গৃহাকার স্হান, লতাগৃহ ('দেখা দাও দেহ মন ভরে মম নিকুঞ্জবনে': রবীন্দ্র)। [সং. নি + √ গুঞ্জ্(গ=ক) + অ]। ̃ কানন, ̃ বন বি. লতায় ছাওয়া গৃহযুক্ত বন, নিকুঞ্জযুক্ত বন। 14)
নিয়তি
(p. 461) niẏati বি. 1 বিধাতার বিধান (নিয়তি কে খণ্ডাতে পারে); 2 ভাগ্য, অদৃষ্ট (জানি না কী আমার নিয়তি); 3 অবশ্যম্ভাবী ঘটনা। [সং. নি + √ যম্ + তি]। 112)
নিয়ন্ত্রণ
নাঙ, নাঙ্গ
(p. 452) nāṅa, nāṅga বি. উপপতি। [সং. নগ্ন নঙ্গ]। 37)
নিরঙ্কুশ
নখ
(p. 444) nakha বি. আঙুলের অগ্রভাগের বৃদ্ধিশীল উপাস্হিবিশেষ। [সং. √ নখ্ + অ]। ̃ কুনি, ̃ কোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ। ̃ দর্পণ বি. 1 অলৌকিক শক্তিবলে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের নখে প্রতিবিম্বিত করে দেখানো; 2 (আল.) নিখুঁতসুস্পষ্ট জ্ঞান (এই সমস্ত বিষয় তার নখদর্পণে আছে)। তু. ইং. at finger-tips. ̃ র বি. নখ। [সং. নখ + √ রা + অ]। ̃ রঞ্জনী বি. 1 নরুন নখ কাটার যন্ত্রবিশেষ; 2 মেহেদি গাছ বা তার পাতা। নখরায়ুধ, নখায়ুধ বি. যে সমস্ত পশুপাখির নখই প্রধান অস্ত্র-যেমন বাঘ সিংহ শকুন ইত্যাদি। নখরাঘত, নখাঘাত বি. নখের আঘাত; নখের আঁচড়। 4)
নিখিল
(p. 460) nikhila বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত ('নিখিল ভুবন উঠবে জেগে': রবীন্দ্র)। বি. সমগ্র সৃষ্টি; সমগ্র ভুবন (নিখিলনাথ)। [সং. নি + খিল]। 2)
নিশ-পিশ
(p. 473) niśa-piśa বি. অব্য. অস্হিরতা বা চুলকানির ভাব (কিছু একটা করার জন্য হাত নিশপিশ করছে)। [দেশি]। 21)
নিকৃষ্ট
(p. 459) nikṛṣṭa বিণ. 1 অপকৃষ্ট, খারাপ; 2 জঘন্য। [সং. নি + √ কৃষ্ + ত]। বি. ̃ তা। 18)
নিষ্ক
(p. 473) niṣka বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 সোনার পরিমাণবিশেষ, ষোলো মাষা। [সং. √ নিষ্ক্ + অ]। 56)
নির্মাণ
নিস্পন্দিত
(p. 475) nispandita বিণ. অকম্পিত, স্হির ('চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে': রবীন্দ্র)। [সং. নি + √ স্পন্দ্ + ত]। 63)
নাচি, নাছি
নব্বই, (কথ্য) নব্বুই
(p. 447) nabbi, (kathya) nabbui বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবতি]। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073118
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768317
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365734
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720942
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697873
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594529
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544877
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542238

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন