Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিভাঁজ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিভাঁজ এর বাংলা অর্থ হলো -

(p. 461) nibhān̐ja বিণ. 1 ভাঁজহীন (নিভাঁজ শাড়ি); 2 ভেজালহীন, বিশুদ্ধ; 3 অমিশ্র (নিভাঁজ কুত্সা)।
[বাং. নি + ভাঁজ]।
85)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নেড়া, ন্যাড়া
নেড়া-পোড়া
নিরাতপ
(p. 467) nirātapa বিণ. আতপহীন, রোদ বা রোদের তেজ নেই এমন (নিরাতপ দিন)। [সং. নির্ + আতপ]। 21)
নমস্কর্তা
(p. 447) namaskartā (-র্তৃ) বি. নমস্কারকারী। [সং. নমস্ + √ কৃ + তৃ]। 39)
নয়না1
(p. 447) naẏanā1 (সচ. কাব্যে) বি. 1 চোখ; 2 কটাক্ষ, অপাঙ্গদৃষ্টি (নয়না হানা)। [হি. নয়না]। 57)
ন৩
(p. 443) na3 বিণ. 1 নতুন; 2 চতুর্থ বা সেজো-র পরবর্তী (ন-বউ, ন-মামা)। [হি. নও সং. নব]। 4)
নাগেন্দ্র
(p. 452) nāgēndra বি. 1 ঐরাবত; 2 অনন্ত নাগ। [সং. নাগ + ইন্দ্র]। 34)
নিকাশ
নিরুদক
(p. 468) nirudaka বিণ. জলশূন্য, জল নেই এমন। [সং. নির্ + উদক]। 19)
নির্বারিত
(p. 468) nirbārita বিণ. অবারিত, অবাধ ('নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়': রবীন্দ্র)। [সং. নির্ + বারিত]। 96)
নীরস
(p. 475) nīrasa বিণ. 1 রসহীন, শুষ্ক (নীরস গাছ); 2 রসবোধবর্জিত (নীরস সমালোচনা, নীরস রচনা); 3 ম্লান, অপ্রসন্ন (নীরস মুখ, নীরস হাসি); 4 মনকে আকর্ষণ বা মুগ্ধ করে না এমন (নীরস বর্ণনা)। [সং. নিঃ (নির্) + রস্]। বি. ̃ তা। 92)
নাচি, নাছি
নিরাধার
(p. 467) nirādhāra বিণ. 1 আধারহীন; 2 অবলম্বনহীন, আশ্রয়হীন। [সং. নির্ + আধার]। 22)
নাল1
(p. 454) nāla1 বি. 1 শিরা; 2 নল; 3 পদ্মের ফাঁপা ডাঁটা; 4 পদ্ম বা শালুক। [সং. √ নল্ + অ]। 78)
নির্বর্ষ
(p. 468) nirbarṣa বিণ. বর্ষাহীন বা বৃষ্টিহীন (নির্বর্ষ দিন)। [সং. নির্ + বর্ষা]। 82)
নির্মুক্ত
(p. 468) nirmukta বিণ. সম্পূর্ণরূপে মুক্ত (মেঘনির্মুক্ত আকাশ, মোহনির্মুক্ত মন)। [সং. নির্ + √ মুচ্ + ত]। 144)
নিতম্ব
নিস্ত্রিংশ
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768320
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365736
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720942
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697880
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594532
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544882
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542240

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন