Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নীরোগ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নীরোগ এর বাংলা অর্থ হলো -

(p. 475) nīrōga বিণ. রোগহীন, সুস্হ।
[সং. নিঃ (নির্) + রোগ]।
94)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাপছন্দ
(p. 454) nāpachanda বিণ. 1 অপছন্দ; 2 অমনোনীত। [ফা. নাপসন্দ]। 30)
নুড়ি
(p. 475) nuḍ়i বি. ছোট পাথর; পাথরের ছোট টুকরো। [ বাং. নোড়া]। 112)
ন্যাংটা, ন্যাংটো
(p. 481) nyāṇṭā, nyāṇṭō বিণ. নগ্ন, উলঙ্গ; বিবস্ত্র। [সং. নগ্নাট]। 28)
নির্ব্যাজ
(p. 468) nirbyāja বিণ. ছলনাশূন্য, অকপট, সরল। [সং. নির্ + ব্যাজ]। 121)
নিস্ত্রৈগুণ্য
(p. 475) nistraiguṇya বিণ. সত্ত্ব রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধীনতা থেকে মুক্ত। [সং. নির্ + ত্রিগুণ + য]। 61)
নিস্তুষ
(p. 475) nistuṣa বিণ. তুষহীন, যাতে তুষ নেই এমন; খোসা ছাড়ানো হয়েছে এমন। [সং. নির্ + √ তুষ্ + অ]। 57)
নির্বাসন
ন৪
(p. 443) na4 অব্য. অভাব, বিরোধ বা নিষেধসূচক-স্বরাদি শব্দ পরে থাকলে অন্ হয়-ন + উচিত = অনুচিত; ব্যঞ্জনাদি শব্দ পরে থাকলে অ হয়-ন + ধর্ম=অধর্ম; আবার কখনো কখনো ন হয়-নগণ্য, নাতিদীর্ঘ। [সং. নঞ্]। 5)
নাগাড়
নিষেবণ
(p. 473) niṣēbaṇa বি. 1 সেবা, পরিচর্যা; 2 ভোগ, উপভোগ (বায়ু-নিষেবণ)। [সং. নি + √ সেব্ + অন]। নিষেবিত বিণ. নিষেবণ করা অর্থাত্ সেবা করা কিংবা ভোগ করা হয়েছে এমন। 55)
নৈগম
নিংড়া
(p. 458) niṇḍ়ā ক্রি. নিংড়ানো। [দেশি]। ̃ নো ক্রি. 1 পাক দিয়ে বা পেষণ করে জল বা রস বার করা (কাপড় নিংড়ানো); 2 (আল.) শোষণ করা (দুর্বল পেয়ে তাকে নিংড়ে নিচ্ছে)। বি. বিণ. উক্ত অর্থে। 15)
নালায়েক
(p. 454) nālāẏēka বিণ. 1 নাবালক (নালায়েক ছেলে); 2 অক্ষম, অনুপযুক্ত। [ফা. না + লায়েক]। 82)
নাগরা, নাগরাই
(p. 452) nāgarā, nāgarāi বি. চামড়ার তৈরি ভারী ও জমকালোধরনের জুতাবিশেষ। [দেশি]। 21)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নিন্দা
নিনাদ
নিরীক্ষণ
নিরুচ্চার
(p. 468) niruccāra বিণ. নির্বাক, বাক্যহারা (সেই তর্কে তিনি নিরুচ্চার রইলেন)। [সং. নির্ + উচ্চার]। 14)
নিম্নাংশ
(p. 461) nimnāṃśa বি. নীচের অংশ। [সং. নিম্ন + অংশ]। 102)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073656
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365935
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721000
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697977
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594581
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545030
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542269

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন