Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সনা-তন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সনা-তন এর বাংলা অর্থ হলো -

(p. 803) sanā-tana বিণ. 1 নিত্য, চিরবর্তমান; 2 শাশ্বত, বহুকাল প্রচলিত (সনাতন প্রথা)।
বি. 1 ঈশ্বর; 2 ব্রহ্মা; 3 শিব; 4 বিষ্ণু।
[সং. সনা + তন]।
সনা-তনি (বাং.) বিণ. বি. প্রাচীনপন্থী।
সনা-তনী বিণ. সনাতন -এর স্ত্রীলিঙ্গ।
বি. 1 দুর্গা; 2 সরস্বতী; 3 লক্ষ্মী।
ধর্ম
বি. 1 অপরিবর্তনীয়চিরস্হায়ী ধর্ম; 2 প্রচলিতপ্রাচীন হিন্দুধর্ম।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সারা2
(p. 830) sārā2 বিণ. ক্লান্ত, হয়রান, আকুল ('নবশশী হেসে সারা': দে. সে; ডেকে ডেকে সারা, কেঁদে সারা)। [ সং. √ সৃ + অ + বাং. আ]। 22)
সদ্-ব্যব-হার, সদ্ব্যব-হার
সিতি
(p. 833) siti বিণ. 1 শ্বেতবর্ণ; 2 কৃষ্ণবর্ণ বা নীলবর্ণ। [সং. √ সি + তি]। ̃ কণ্ঠ বি. 1 নীলকণ্ঠ, মহাদেব; 2 ময়ূর; 3 ডাকপাখি। ̃ মা (-মন্) বি. শুভ্রতা; 2 কৃষ্ণতা; 3 নীলিমা। 22)
সজাতি
সিংহল
সংশিত
(p. 796) saṃśita বিণ. 1 সম্পাদিত; 2 স্হিরীকৃত। [সং. সম্ + √ শো + ত]। ̃ ব্রত বিণ. যথা নিয়মে ব্রতপালনকারী। 10)
স্বল্প
(p. 853) sbalpa বিণ. সামান্য একটু, অতি অল্প (স্বল্প আয়োজন, স্বল্প ব্যয়)। [সং. সু + অল্প]। বি. ̃ তা। স্বল্পায়ু (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। স্বল্পাহার বিণ. অল্প খায় এমন। বি. সামান্য আহার। স্বল্পাহারী (-রিন্) বিণ. অতি অল্প খায় এমন (স্বল্পাহারী লোক)। 26)
সংঘাত
(p. 792) saṅghāta বি. 1 পরস্পর আঘাত (স্বার্থের সংঘাত); 2 সমূহ, সমষ্টি; 3 ঘনসংযোগ; 4 (বলবিদ্যায়) কোনো গতিশীল বস্তুর অন্য বস্তুর সঙ্গে সংঘর্ষ, impact (বি. প.)। [সং. সম্ + ঘাত]। 56)
সংবীক্ষণ
(p. 795) sambīkṣaṇa বি. সম্যক দর্শন, বিশেষভাবে দেখা পর্যবেক্ষণ। [সং. সম্ + বি + √ ঈক্ষ্ + অন]। 7)
সামীপ্য
(p. 828) sāmīpya বি. নৈকট্য, নিকটবর্তিতা (দুই দেশের পরস্পর সামীপ্য)। [সং. সমীপ + য]। 41)
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
সমুদ্ভাসিত
সৌজন্য
(p. 846) saujanya বি. ভদ্রতা, শিষ্টাচার। [সং. সুজন + য (ভাবঅর্থে)]। 20)
সনে
(p. 803) sanē ক্রি-বিণ. (কাব্যে) সঙ্গে, সহিত ('হৃদয় দিব তারি সনে': রবীন্দ্র)। [সঙ্গে দ্র]। 45)
সামাজিক
সরিদ্বরা
(p. 818) saridbarā বি. (স্ত্রী.) 1 শ্রেষ্ঠ নদী; 2 গঙ্গা। [সং. সরিত্ + বর (শ্রেষ্ঠ) + আ]। 11)
সংযান
(p. 795) saṃyāna বি. 1 সহযাত্রা, সহগমন, সঙ্গে যাওয়া; 2 শব নিয়ে সমাধিস্হানে বা শ্মশানে যাওয়া; 3 ছুঁচ; 4 ছাঁচ, mould. [সং. সম্ + যান]। 19)
সমীহ
সাপ
(p. 827) sāpa বি. হাত-পা-বিহীন বিষধর বা বিষহীন সরীসৃপবিশেষ, সর্প। [সং. সর্প]। বি. স্ত্রী. সাপিনি। সাপ-খেলানো সুর সাপুড়িয়াদের বাঁশির সুর বা অনুরূপ সুর, যার তালে তালে সাপ খেলে। ̃ খোপ বি. সাপ ও অনুরূপ সরীসৃপাদি (এই জায়গা তো সাপখোপের আ়ড্ডা)। সাপও মরে লাঠিও না ভাঙে (আল.) বিনা ক্ষতিতে কঠিন কার্যসাধন হওয়া; দুই দিক বজায় থাকা। সাপে-নেউলে বি. (আল.) চিরবৈরিতা। সাপের ছুঁচো গেলা দুর্গন্ধ ছুঁচোকে উদরস্হকরা সাপের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু মুখে পুরবার পরে সাপ তার বাঁকা দাঁতের মধ্য দিয়ে তাকে উগরে ফেলতে পারে না-এ থেকে (আল.) ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত থাকা; উভয়সংকটে পড়া। সাপের পাঁচ পা দেখা (আল.) অত্যধিক স্পর্ধা হেতু অসম্ভবকে সম্ভব মনে করা। সাপের হাঁচি বেদেয় চেন (আল.) অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেবার উপায় নেই। 13)
সন
(p. 803) sana বি. সাল, অব্দ; বত্সর। [আ.]। 39)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2090184
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1774963
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1372658
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723732
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 701305
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596784
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 553290
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543601

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন