Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ডকে ওঠা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ডকে ওঠা এর বাংলা অর্থ হলো -

(p. 354) ḍakē ōṭhā ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)।
[দেশি]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ড্রাম2
(p. 359) ḍrāma2 বি. 1 ঢাক, ঢোল; ঢাকজাতীয় বাদ্যযন্ত্র; 2 ঢাকের আকারের ধাতব পাত্র। [ইং. drum]। 12)
ডকে ওঠা
(p. 354) ḍakē ōṭhā ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)। [দেশি]। 4)
ডাকা
(p. 355) ḍākā ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। বি. উক্ত সব অর্থে। বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ̃ ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ̃ নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)। 18)
ডাস্টার
ডালিয়া1
(p. 355) ḍāliẏā1 বি. মধ্য আমেরিকার সুন্দর বড় ফুলবিশেষ। [ইং. dahlia]। 52)
ডোম1
(p. 357) ḍōma1 বি. কাচের তৈরি গোলাকার বাতির চিমনি, ডুম। [ইং. dome =গম্বুজের মতো গোল আকৃতি]। 66)
ডিহি
(p. 357) ḍihi বি. কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি। [হি. ফা. ডীহ্]। 29)
ড্রপার
(p. 359) ḍrapāra বি. তরল ওষুধ জল কালি প্রভৃতির ফোঁটা অল্প অল্প করে বার করার বা ভরার জন্য সরু নলাকার যন্ত্রবিশেষ। [ইং. dropper]। 9)
ডুব
(p. 357) ḍuba বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব প্রাকৃ.বুড্ড]। ̃ জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ̃ স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ̃ রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ̃ সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু - ডুবরিডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি - ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন। 34)
ডিগ-বাজি
(p. 355) ḍiga-bāji বি. মাথা নিচু করে পা শূন্যে তুলে উলটে পড়া অবস্হা। ডিগবাজি খাওয়া ক্রি. বি. 1 ওইভাবে উলটে পড়া বা উলটে পড়ে কসরত দেখানো; 2 (আল. বিদ্রূপে) আদর্শ নীতি বা প্রতিশ্রুতি আকষ্মিকভাবে পালটানো। 60)
ডগা
(p. 354) ḍagā বি. 1 আগা, অগ্রভাব (আঙুলের ডগা, ডাঁটা বা শাকের ডগা); 2 চূড়া (গাছের ডগা)। [তু. সং. অগ্র]। 9)
ডক্টর
(p. 354) ḍakṭara বি. কোনো শাস্ত্রে বা বিষয়ে জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ের দেওয়া উপাধি, doctorate. [ইং. doctor]। 5)
ডোল৪, ডোলা1
(p. 359) ḍōla4, ḍōlā1 বি. চাঁচাড়ি হোগলা প্রভৃতি দিয়ে তৈরি বড় চুবড়িবিশেষ (ধান-চালের ডোল)। [সং. কণ্ডোল]। 2)
ডিম
(p. 357) ḍima বি. 1 ডিম্ব, অণ্ড; 2 হাঁটুগোড়ালির মাঝে পায়ের পিছন দিকের মাংসপিণ্ড (পায়ের ডিমে ব্যথা)। [সং. ডিম্ব]। ডিম পাড়া ক্রি. বি. অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া। ঘোড়ার ডিম অলীক বা অসম্ভব বস্তু। 16)
ডাইল
(p. 354) ḍāila দ্র ডাল1। 29)
ডালনা
ডেপুটি
ডাঁট2
ডুমা, (কথ্য) ডুমো
(p. 357) ḍumā, (kathya) ḍumō বি. খণ্ড, টুকরা (ডুমো ডুমো করে আলু কাটা)। [দেশি]। 36)
ডিবেঞ্চার
(p. 357) ḍibēñcāra বি. ঋণপত্র, তমসুক। [ইং. debenture]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534522
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140031
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730160
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942326
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883432
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us