Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঢাকা-ঢাকি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঢাকা-ঢাকি এর বাংলা অর্থ হলো -

(p. 360) ḍhākā-ḍhāki বি. ঢাকঢাক-গুড়গুড় -এর অনুরূপ; গোপনতা।
[বাং. ঢাকা + ঢাকি]।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঢুল
(p. 361) ḍhula বি. তন্দ্রা, নেশা প্রভৃতির ঘোর বা সেইজন্য মাথার দোলন বা ঝোঁক (সবেমাত্র একটু ঢুল এসেছিল)। [হি. √ ঢুল প্রাকৃ. √ ডোল সং. √ দুল্]। ̃ ঢুল, ̃ ঢুলে, ঢুলু-ঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর ('চোখদুটি তার ঢুলঢুলে': স. দ.; ঢুলুঢুলু চোখ)। ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া ('শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু': বিহারী)। ̃ নি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)। ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)। বি. উক্ত অর্থে। ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো। বি. বিণ. উক্ত অর্থে।
ণত্ব-বিধান, ণত্ব-বিধি
(p. 362) ṇatba-bidhāna, ṇatba-bidhi বি. (ব্যাক.) কোন কোন অবস্হায় ন-এর পরিবর্তেব্যবহৃত হয় তার নিয়ম। 34)
ঢু, ঢুঁ
(p. 361) ḍhu, ḍhu বি. মাথা বা শিং দিয়ে গুঁতো (ঢুঁ মারা)। [দেশি]। ঢু দেওয়া, ঢুঁ দেওয়া বি. ক্রি. 1 মাথা বা শিং দিয়ে গুঁতো দেওয়া; 2 (আল.) কোথাও আড্ডা দিতে যাওয়া (তার বাড়িতে একবার ঢুঁ দিয়ে আসি)। 18)
ঢালা
(p. 361) ḍhālā ক্রি. 1 তরল বা কঠিন কোনো পদার্থ কোনো পাত্র থেকে ফেলা (দুধ ঢালা, চাল ঢালা); 2 ধাতুকে নির্দিষ্ট আকার দেবার জন্য গলিয়ে পাতিত করা (ছাঁচে ঢালা); 3 প্রচুর ব্যয় করা (টাকা ঢালা); 4 নিয়োজিত করা (মনপ্রাণ ঢালা)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঢেলে ফেলা হয়েছে এমন (ঢালা জল, ঢালা চাল); 2 ঢালাই-করা (ঢালা কড়াই); 3 ঢালাওসুবিস্তৃত (ঢালা বিছানা)। [বাং. ঢাল 1 + আ]। ̃ ই বি. উত্তাপ দিয়ে ধাতু গলিয়ে ছাঁচে ঢালার কাজ (এখানে তামা ঢালাই হয়)। বিণ. ছাঁচে ঢেলে প্রস্তুত (ঢালাই কড়াই)। ̃ ই-কর বি. ঢালাইয়ের কারিগর, যে ব্যক্তি ঢালাইয়ের কাজ করে। ̃ ও বিণ. 1 বিস্তীর্ণ (ঢালাও ফরাস); 2 প্রচুর, দেদার (ঢালাও খাবার); 3 অবাধ (ঢালাও হুকুম)। ̃ ঢালি বি. এক পাত্র থেকে অন্য পাত্রে ক্রমাগত ঢালা। 4)
ঢিলা, (কথ্য) ঢিলে
(p. 361) ḍhilā, (kathya) ḍhilē বিণ. 1 শিথিল (ঢিলা জামা পরেছে); 2 বন্ধনহীন (ঢিলাহাতা পাঞ্জাবি); 3 অলস (ঢিলা লোক)। বি. শৈথিল্য; আলস্য; অযত্ন (কাজে ঢিলা দেওয়া)। [প্রাকৃ. সিঢিল সং. শিথিল]। ̃ মি বি. শৈথিল্য, আলস্য। 15)
ঢেঁড়ি2
ঢুলঢুল, ঢুলুনি
(p. 362) ḍhulaḍhula, ḍhuluni দ্র ঢুল। 3)
ঢুঁড়া, ঢোঁড়া
(p. 361) ḍhun̐ḍ়ā, ḍhōn̐ḍ়ā ক্রি. খোঁজা (অনেক ঢুঁড়েও পাইনি)। বি. খোঁজ, খোঁজাখুঁজি। [সং. √ ঢুণ্ঢ্ + বাং. আ-তু. হি. ঢুঁড়না]। 19)
ঢুঢু, ঢুঁঢু
ঢালু
(p. 361) ḍhālu বিণ. ঢালবিশিষ্ট, ক্রমনিম্ন; গড়ানে (ঢালু জমি)। [বাং. ঢাল1 + উ]। 6)
ঢেঙা, ঢ্যাঙা
(p. 362) ḍhēṅā, ḍhyāṅā বিণ. লম্বা, লম্বাটে; বেমানানধরনের লম্বা (ঢেঙা লোক) [হি. ঢঙ্গা]। 12)
ঢাঁই
(p. 360) ḍhām̐i বি. বোয়ালজাতীয় মাছবিশেষ। বিণ. স্তূপীকৃত, গাদা করে রাখা হয়েছে এমন (জামাকাপড়গুলো ঢাঁই করে রাখা হয়েছে)। [দেশি]। 19)
ঢাক
(p. 360) ḍhāka বি. 1 বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); 2 ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)। [সং. ঢক্কা]। ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. 1 ঢাক বাজানো; 2 (আল.) সর্বত্র প্রচার করা। ঢাক বাজানো বি. ক্রি. (আল.) 1 সর্বত্র প্রচার করা; 2 নিন্দা বা প্রশংসা প্রচার করা। ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. 1 ঢাক বাজানো; 2 হই চই করা। ঢাকের দায়ে মনসা বিকানো অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো। ঢাকের বাঁয়া সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু। 20)
ঢেঁঢরা
ঢোক
(p. 362) ḍhōka (আঞ়্চ.) ঢোঁক বি. যে পরিমাণ তরল পদার্থ একেবারে গেলা যায় (এক ঢোক দুধ); গলাধঃকরণের ভঙ্গি (ঢোক গেলা) [দেশি]। ঢোক গেলা ক্রি. বি. গলাধঃকরণের ভঙ্গি করা; উক্ত ভঙ্গি সহকারে ইতস্ততভাবে প্রকাশ করা। 23)
ঢক1
(p. 360) ḍhaka1 বি. জল বা অন্য তরল পদার্থ গেলার বা ঢালার শব্দ। [ধ্বন্যা.]। ঢক ঢক বি. 1 ক্রমাগত ঢক শব্দ; দ্রুত পান করার শব্দ (ঢক ঢক করে খেয়ে ফেলো); 2 আলগা করে রাখা বস্তুর নড়ার শব্দ (ঢক ঢক করে নড়ছে)। 5)
ঢুকা, ঢোকা
(p. 361) ḍhukā, ḍhōkā ক্রি. ভিতরে যাওয়া, প্রবেশ করা (ঘরে ঢোকা)। বি. উক্ত অর্থে। [প্রাকৃ.ঢুক্ক সং. √ ঢৌক্-তু. হি. √ ঢুক্]। ̃ নো ক্রি. ভিতরে প্রবেশ করানো (এতগুলো কাপড় এত ছোট বাক্সে ঢুকানো যায় না)। বি. বিণ. উক্ত অর্থে। 22)
ঢং2
ঢেরা, ঢ্যারা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544055
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2149951
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1742110
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 955818
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887182
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840555
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699101
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604338

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us