Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বংশাঙ্কুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বংশাঙ্কুর এর বাংলা অর্থ হলো -

(p. 572) baṃśāṅkura বি. বাঁশের কোঁড়া।
[সং. বংশ + অঙ্কুর]।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিলুপ্ত
বৃন্দার, বৃন্দা-রক
(p. 633) bṛndāra, bṛndā-raka বিণ. 1 প্রধান, মুখ্য; 2 সুন্দর, মনোজ্ঞ। [সং. বৃন্দা + √ রা + অ, +ক (স্বার্থে)]। 76)
বুনট
বর্তন2
(p. 580) bartana2 বি. 1 পেষণ; 2 স্হাপন। [সং. √ বৃত্ + ণিচ্ + অন]। 112)
বিশা
(p. 626) biśā দ্র বিশে। 27)
বিজড়িত
(p. 611) bijaḍ়ita বিণ. 1 যুক্ত (স্মৃতিবিজড়িত); 2 বিশেষভাবে বা বিশ্রীরকম জড়িয়ে গেছে এমন। [সং. বি + জড়িত]। 25)
বরাদ্দ
বাঁয়া
বাঘা
(p. 591) bāghā বি. বাঘ। বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বাঘা কুকুর); 2 কড়া, তীব্র (বাঘা তেঁতুল)। [বাং. বাঘ + আ]। বাঘা বাঘা বিণ. (সচ. বহুবচনে) প্রবল পরাক্রান্তভয়ংকর (বাঘা বাঘা জমিদার, বাঘা বাঘা সাহেব)। 78)
বীতি
(p. 630) bīti বি. 1 ভোজন, আহার; 2 নিবৃত্তি; 3 দীপ্তি। [সং. বি + √ ই + তি]। 69)
বাপ
(p. 600) bāpa বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ̃ কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ̃ ঠাকুরদা, ̃ দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ̃ ধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। 3)
বাস৩
(p. 602) bāsa3 বি. সুগন্ধ, সৌরভ (ফুলের বাস)। [সং. √বাস্ + অ]। 94)
বেঘোর
বাটিকা
(p. 596) bāṭikā বি. ছোটো বাড়ি (উদ্যানবাটিকা)। [সং. বাটী + ক + আ]। 15)
বোনাই
(p. 646) bōnāi দ্র বোন। 41)
বিবক্ষা
(p. 619) bibakṣā বি. বলার ইচ্ছা। [সং. √ বচ্ + সন্ + আ]। বিবক্ষিত বিণ. বলতে ইচ্ছা করা হয়েছে এমন, বলতে চাওয়া হয়েছে এমন (চিরবিবক্ষিত কথা)। বিবক্ষু বিণ. বলতে ইচ্ছুক। 37)
বিলগ্ন
(p. 625) bilagna বিণ. সংযুক্ত, বদ্ধ ('জাগ আলসশয়ন বিলগ্ন': রবীন্দ্র)। [সং. বি + লগ্ন]। 13)
বিচর্চিকা
(p. 610) bicarcikā বি. খোসপাঁচড়াদি চর্মরোগ। [সং. বি + √ চর্চ্ + অক + আ]। 14)
বড়াই2, (বর্জি.) বড়ায়ি
(p. 575) baḍ়āi2, (barji.) baḍ়āẏi বি. 1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; 2 অতি বৃদ্ধা নারী; 3 মাতামহী; 4 আই। [সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)। ̃ বুড়ি বি. বৃদ্ধা বড়াই। 26)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হসন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535217
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140688
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730995
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883674
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us