Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হটা, হঠা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হটা, হঠা এর বাংলা অর্থ হলো -

(p. 858) haṭā, haṭhā ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাত্পদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া।
বি. উক্ত সমস্ত অর্থে।
[সং. √ হঠ্]।
নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাত্পদ করা; নিরস্ত করা; পরাজিত করা।
বি. বিণ. উক্ত সব অর্থে।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হিট-স্ট্রোক
(p. 869) hiṭa-sṭrōka বি. সর্দি-গরমি। [ইং. heatstroke]। 18)
হরি-তাল
হিয়া
(p. 869) hiẏā বি. হৃদয় -এর কোমল রূপ ('তবু হিয়া জুড়ন না গেল')। [ প্রাকৃ. হিঅ]। 34)
হই-চই, হই-হই
(p. 858) hi-ci, hi-hi বি. জোর গোলমাল। [ধ্বন্যা.]। 4)
হাডুডু
(p. 862) hāḍuḍu বি. কপাটি খেলা। [দেশি]। 76)
হওয়া
(p. 858) hōẏā ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। বি. উক্ত সব অর্থে। বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [ সং. √ ভূ বা √ অস্]। 7)
হাল-ফিল
হাড়
(p. 862) hāḍ় বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ̃ কিপটে বিণ. অতি কৃপণ। ̃ গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড়গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা - মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ̃ পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ̃ ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ̃ মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ̃ হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ̃ হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়েহাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)। 79)
হাপুস2
হড়পা
(p. 858) haḍ়pā বি. নদীতে হঠাত্ যে বান আসে। [দেশি]। 25)
হাল৩
(p. 867) hāla3 বি. 1 অবস্হা, দশা (রাজার হালে থাকা); 2 বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। ̃ খাতা বি. খাতা দ্র। ̃ চাল বি. 1 অবস্হা; 2 ভাবভঙ্গি; 3 আচার-আচরণ। ̃ ত বি. অবস্হা, দশা। ̃ হকি-কত বি. প্রকৃত অবস্হা; অবস্হা। ̃ হদিশ বি. 1 প্রকৃত অবস্হা; 2 খোঁজখবর। 50)
হাবলা
(p. 865) hābalā বিণ. হাবা; হাবার তুল্য। [হাবা দ্র]। 31)
হাওদা
(p. 862) hāōdā বি. হাতির পিঠে আরোহীদের বসবার আসন। [আ.]। 29)
হুলু, উলু
হামা
(p. 867) hāmā বি. হাঁটুহাতের চেটোর সাহায্যে এগোনো, হামাগুড়ি। [দেশি]। হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। ̃ গুড়ি বি. হামা দেওয়া বা হামা দিয়ে চলা। 13)
হৈম2
(p. 873) haima2 বিণ. হিমসম্বন্ধীয়। [সং. হিম + অ]। 30)
হাই-কোর্ট
(p. 862) hāi-kōrṭa বি. প্রদেশের উচ্চতম বিচারালয়। [ইং. high court]। 18)
হড়-বড়
হসন
(p. 862) hasana বি. 1 হাসি; 2 হাস্য করা। [সং. √ হস্ + অন]। হাসিত বিণ. 1 হাস্যযুক্ত, সহাস্য; 2 বিকশিত। 6)
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856844
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719461
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us